পি এম কিষাণের স্ট্যাটাস চেক করবেন কিভাবে, জেনে নিন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমগ্র ভারতের কৃষকদের জন্য বিভিন্ন প্রকার প্রকল্প কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটি বিশেষভাবে প্রশংসার দাবিদার। এই প্রকল্পটি ইতিমধ্যেই সমগ্র ভারতের কৃষক থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। দেশের কৃষকরা কৃষিকাজের ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসগুলি কেনার জন্য যাতে ঋণগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প কার্যকর করা হয়েছে।

কবে মিলবে পি এম কিষাণ যোজনার ১৪ তম ইনস্টলমেন্টের টাকা?

সমগ্র ভারতের প্রায় ১২ কোটি কৃষক পি এম কিষাণের আওতায় প্রত্যেক বছরে ৬০০০ টাকার অনুদান পেয়ে থাকেন। তবে এই ৬০০০ টাকার অনুদান কৃষকদের ৩ টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ইতিমধ্যেই সমগ্র ভারতের পি এম কিষাণের আওতাভুক্ত কৃষকরা ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পেয়ে গিয়েছেন। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট দাবি করা হয়েছে, আগামী দিনে খুব শীঘ্রই পি এম কিষাণের আওতাভুক্ত কৃষকরা ১৪ তম ইনস্টলমেন্টের টাকা পেতে চলেছে। আর বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত এই সমস্ত রিপোর্টের কারণে পি এম কিষাণের আওতাভুক্ত কৃষকরা আগামী দিনে কবে ১৪ তম ইনস্টলমেন্টের টাকা পাওয়া যাবে তার অপেক্ষায় রীতিমতো দিন গুনছেন। তবে পি এম কিষাণের আওতাধীন কৃষকরা খুব সহজেই বাড়িতে বসে জেনে নিতে পারবেন তারা আগামী দিনে কবে পি এম কিষাণ যোজনার আওতায় অনুদান পেতে চলেছেন।

আরও পড়ুন:- দুর্গা পূজা ২০২৩ এর নির্ঘণ্ট সম্পর্কে জেনে নিন এখনই।

কিভাবে পি এম কিষাণ যোজনার আওতায় কবে টাকা পেতে চলেছেন তা জানা যাবে?

কেন্দ্রীয় সরকারের তরফে পি এম কিষাণ সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য পি এম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট কার্যকর করা হয়েছে। আর পি এম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করার মারফত কৃষকরা জেনে নিতে পারবেন আগামী দিনে কবে তারা পি এম কিষাণ যোজনার আওতায় অনুদান পেতে চলেছেন। এক্ষেত্রে পি এম কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে দিয়েছে ধাপগুলি অনুসরণ করতে হবে তা হলো:

১. পি এম কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমেই কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী পি এম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে।
২. এক্ষেত্রে পি এম কিষাণের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে উপরোক্ত ওয়েবসাইটের হোম পেইজে থাকা FARMERS CORNER অপশনের আওতাধীন Know Your Status অপশনে ক্লিক করতে হবে।

pm-kisan-yojana

৩. এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে Get Data অপশনে ক্লিক করতে হবে।
৪. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে পি এম কিষাণ যোজনার সমস্ত তথ্য চলে আসবে। এক্ষেত্রে এই পেজটিতে উল্লিখিত স্ট্যাটাস চেক করার মাধ্যমেই আগামী দিনে আপনি পি এম কিষাণ যোজনার অধীনে অনুদান পেতে চলেছেন কিনা তা সম্পর্কে জেনে নিতে পারবেন।

Scroll to Top