বর্তমানে অর্থের সঞ্চয় নিয়ে আমরা সবাই অত্যন্ত বেশি সচেতন।ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করে রাখা খুব জরুরী। যেকোনো প্রয়োজনে সঞ্চিত টাকা ব্যবহৃত হয়। আর তাই জন্যই টাকা সঞ্চয় জনিত বিষয়গুলি আরো মাথা খাটিয়ে সঠিকভাবে করতে হবে(Fixed Diposit). ব্যাংকে কিংবা পোস্ট অফিসে আমরা টাকা জমা করি। তবে মোটা অংকের টাকা সঞ্চয় করার ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট (Fixed Diposit)-এর উপর ভরসা জনসাধারণের চিরকাল আছে। সকলেই খোঁজ করেন, নিকটবর্তী কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট (Fixed Diposit) করার জন্য সুদের হার ভালো দিচ্ছে। আসুন তবে আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক এমন পাঁচটি ব্যাংক-এর নাম।
Fixed Diposit 2024 | ফিক্সড ডিপোজিট ২০২৪
সাধারণত বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের (Fixed Diposit) জন্য সুদের হার বিভিন্ন হয়। তবে মোটামুটি প্রায় কাছাকাছি ঘোরাফেরা করে। আজকে আমরা প্রধান পাঁচটি ব্যাংকের ডিটেলস জেনে নেব। যেখানে আপনি ফিক্সড ডিপোজিট (Fixed Diposit) করলে বেশ মোটা অংকের লাভ করতে পারবেন। ফিক্সড ডিপোজিটের মেয়াদ যত বেশি হবে আপনার লাভের পরিমাণ তত বাড়বে। মোটামুটি ভালো সুদ পাবেন এমন পাঁচটি ব্যাংকের ডিটেলস এক নজরে জেনে নিন।
১) ICICI Bank Fixed Diposit
আপনি যদি আইসিআইসিআই ব্যাংকে ICICI ব্যাঙ্কে পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে(Fixed Diposit) টাকা জমা রাখেন, তাহলে একজন সাধারণ আমানত কারী হিসেবে আপনি সুদ পাবেন ৭ শতাংশ হারে। আবার সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫ শতাংশ হারে সুদ। ১৫ থেকে ১৮ মাসের ফিক্সড ডিপোজিটে আপনি সবেচেয়ে বেশি সুদের হার পাবেন। আর তা হল ৭.২ শতাংশ।
প্রতিমাসে 10 টাকা জমিয়ে রাতারাতি হন মালামাল! পোস্ট অফিস নিয়ে এল সবচেয়ে লাভজনক স্কিম
২) HDFC Bank Fixed Diposit
ফিক্সড ডিপোজিট করলে HDFC ব্যাংকও ভালো হারে সুদ প্রদান করছে। একজন সাধারন আমানতকারী এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে সুদ পাবেন সাত শতাংশ হারে। আবার একজন প্রবীণ নাগরিক ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। এখন যদি আপনি ৫৫ মাসের এফডি করেন তবে সবচেয়ে বেশি সুদ ৭.৪ শতাংশ হারে পাবেন।
৩) SBI Fixed Diposit
ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ভালো সুদ প্রদান করছে। এখন আপনি যদি এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে একজন প্রবীর নাগরিক হিসেবে আপনি সুদ পাবেন ৬.৫ শতাংশ। আর একজন প্রবীণ নাগরিক সুদ পাবেন ৭.৫ শতাংশ হারে।
মাত্র 100 টাকা জমা করে হতে পারেন কোটিপতি! বিনিয়োগের গোপন সূত্র জেনে নিন
৪) Punjab National Bank Fixed Diposit
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে হলে ভালো সুদ পাওয়া যায়। এখানে যদি আপনি পাঁচ বছরের জন্য এফডি করেন, তাহলে আপনি সুদ পাবেন ৬.৫ শতাংশ হারে। আর যদি ৪০০ দিনের জন্য ফিফটি ডিপোজিট করেন তবে সুদ পাবেন ৭.২৫ শতাংশ হারে। এবার আপনি বাকি ডিটেলস পাবেন ব্যাংকে ভিজিট করে।
৫) Kotak Mahindra Bank Fixed Diposit
কোটাক মাহিন্দ্রা ব্যাংক সাধারণ নাগরিকদের জন্য ফিফটি ডিপোজিটে সুদ দিচ্ছে ৬.৪% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদ দিচ্ছে ৬.৭%। এখন যদি আপনি এখানে ৪০০ দিনের জন্য FD করেন, তাহলে আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ ৭.৪ শতাংশ হারে সুদ।