Business Idea: পুজোর মরশুমে সেরা 3 টি ব্যবসা! লাভ হবে ব্যাপক! অল্প বিনিয়োগ করে দুর্দান্ত আয়ের সুযোগ

আপনি কি বিজনেস শুরু করবেন বলে ভাবছেন? ব্যবসার জন্য নতুন আইডিয়া (Business Idea) খুঁজছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গাপূজা। আর পুজোর মরশুমে আনন্দে মাতোয়ারা মানুষ।‌ তবে অনেকের কাছেই দুর্গাপুজোর দিনগুলো ভালো রোজগার হওয়ার দিন। সারা বছর ধরে এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকেন তাঁরা।

যদি একজন ব্যক্তি নতুন ব্যবসা করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নেবেন। কারণ এই প্রতিবেদনে আলোচনা করা হলো, কম ইনভেস্ট করে কিভাবে আপনি পুজোর দিনগুলিতে ইনকাম ভালো করতে পারেন নতুন ব্যবসা শুরু করে। ঠিক এমনই তিনটি দুর্দান্ত লাভজনক ব্যবসার আইডিয়া (Business Idea) উল্লেখ করা হলো প্রতিবেদনে।

মাত্র ১৫০০০ টাকা দিয়েই শুরু করুন এই ব্যবসা, আয় হবে মাসে ৫০০০০ টাকা

Business Idea During Durgapuja 2024

নতুন ব্যবসা করতে চাইলে এই তিনটি বিজনেস আইডিয়া (Business Idea) ফলো করতে পারেন। পুজোর মরশুমে এই ব্যবসা থেকে আপনার লাভ হবে। একই সঙ্গে, বিজনেস করার নতুন পন্থা খুঁজে পাবেন।

১) ফুলের ব্যবসা

ফুল সৌন্দর্যের প্রতীক। আবার পুজোর জন্য ফুল প্রয়োজন হয়। ফলে পুজোর কয়েকদিন ফুলের চাহিদা থাকে তুঙ্গে। তাই যদি আপনি নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করে থাকেন, তবে অবশ্যই ফুলের ব্যবসা ভাল নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে লোকাল মার্কেট থেকে আপনাকে ফুল কিনে আনতে হবে। তারপর নিজের এলাকায় ফুল বিক্রি করতে পারেন। এর দ্বারা যেমন আপনার পকেট ভরবে, আপনার থেকে ফুল কিনে ক্রেতা দের মুখে হাসি ফুটবে।

ঘরে বসে আয় করুন ৫০০০০ টাকা, শুরু করুন এই ব্যবসা

২) ফাস্টফুডের ব্যবসা

পুজোর কটা দিন পেট পুজো মাস্ট। বাঙালি এই কদিন সাজগোজ ঘোরাফেরার পাশাপাশি নিজের ভুঁড়িভোজের দিকেও মনোননিবেশ করে। তাই পাড়ায়, পাড়ায় ও অলিতে গলিতে মোমো, চপ চাউমিন, এগ রোল, ইত্যাদির ব্যবসা জমে ওঠে। অনেকেই এই সময় নতুন করে ব্যবসা শুরু করেন। আবার অনেকে পুরনো ব্যবসা নতুন করে সাজিয়ে তোলেন। পুজোর চার দিন চরমে থাকে ব্যস্ততা। বিজনেস ঠিকঠাকভাবে চললে, ক্রেতাদের ভালো খাবার পরিবেশন করতে পারলে পকেট ভরবেই। ‌

৩) সাজগোজের জিনিসের ব্যবসা

পূজো মানে সাজগোজ। নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার প্রয়াস।‌ তাই এই কদিন প্রচুর মানুষ সাজগোজের জিনিসপত্র কেনেন। বিভিন্ন জায়গায় জিনিসপত্র বিক্রি করতে দেখা যায়। ‌আপনিও যদি নতুন বিজনেস শুরু করলেন বলে ঠিক করে থাকেন, তাহলে সাজগোজের জিনিসের ব্যবসা করতেই পারেন। নিঃসন্দেহে এই ব্যবসা থেকে আপনার পুজোর কয়েকটা দিন ভালো লাভ হবে। তাহলে আর দেরি কেন? নতুন বিজনেস শুরু করতে চাইলে পুজোর মরশুমে এই ব্যবসা আরম্ভ করতেই পারেন। জিনিসপত্র জোগাড় করে তাহলে শুরু করে দিন আপনার বিজনেস সফর।