আমাদের সবার কাছেই আধার কার্ড(Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। প্রতিটি মানুষের কাছেই বর্তমানে আধার কার্ড অপরিহার্য(Aadhaar Card). আধার কার্ডে নথিভুক্ত থাকে আমাদের ব্যক্তিগত তথ্য, অ্যাড্রেস প্রুফ, ইত্যাদি। বর্তমানে আধার কার্ড(Aadhaar Card) আমাদের জন্ম প্রমাণ এবং পরিচয়পত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।
অনেক সময়ই আমরা ঠিকানা কিংবা ফোন নম্বর পরিবর্তন করে থাকি। কিন্তু আধার কার্ডে(Aadhaar Card) থেকে যায় সেই পুরনো ঠিকানা ও ফোন নম্বর বা যোগাযোগের মাধ্যম। আর এমন পরিস্থিতি হলে আপনাকে অতি অবশ্যই আইডি প্রুফে নতুন বাড়ির ঠিকানা এবং নতুন মোবাইল নম্বরটি আপডেট করতেই হবে। আধার কার্ডের তথ্য আপডেট করা অত্যন্ত জরুরী। আর এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে।
ফোনে গুগল পে থাকলেই কেল্লাফতে! প্রতিদিন ইনকাম হবে 2000 টাকা!
Aadhaar Card-এ তথ্য আপডেট ২০২৪
আমরা যখনই আইডি প্রুফের কথা বলি, তখনই আমাদের নজর যায় আধার কার্ডের(Aadhaar Card) দিকে। ভারতবর্ষে UIDAI সংস্থাটি আধার কার্ড ইস্যু করে। আর এর মধ্যে সমস্ত ভারতবাসী কে অনুরোধ করা হচ্ছে, নিজেদের আধার কার্ড আপডেট করে নেওয়ার জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল ব্যবহারকারীকে অবশ্যই আধার কার্ড(Aadhaar Card) আপডেট করে নিতে হবে।
আর এই আধার কার্ডের(Aadhaar Card) আপডেট নিয়েই প্রয়োজনীয় তথ্য গুলি আলোচনা হবে আজকের প্রতিবেদনে। এর মধ্যে যদি কোনও ব্যবহারকারী বিগত 10 বছরে একবারও আধার কার্ড(Aadhaar Card) আপডেট না করে থাকেন তবে তবে অতি অবশ্যই আপনাকে অতি সত্বর এই কাজটি করতে হবে। অন্যথায় সমস্যায় পড়তে পারেন।
Aadhaar Card এর তথ্য আপডেট করুন!
সম্প্রতি UIDAI আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য সুযোগ দিয়েছে। আপনি বিনামূল্যে আধার কার্ডের (Aadhaar Card) তথ্য আপডেট করে নিতে পারবেন। আর এই সুবিধা শুধুমাত্র পাওয়া যাবে অনলাইনে। যদি আপনি অনলাইনে আধার কার্ডের (Aadhaar Card) তথ্য আপডেট করেন তাহলে। অন্যথায় যদি আপনি অফলাইনে আপডেট করতে যান অর্থাৎ আপনি আধার কেন্দ্রে গিয়ে তথ্য আপডেট করেন তাহলে প্রতি আপডেট প্রক্রিয়ার জন্য আপনাকে করে 50 টাকা চার্জ দিতে হবে।
UIDAI এর তরফের স্পষ্টভাবে জানানো হয়েছে, এই কাজ করতে হবে সেপ্টেম্বরের মধ্যে। অতীতে বিনামূল্যে তথ্য আপডেটের শেষ তারিখ ছিল 14 জুন 2024। কিন্তু, এখন সেই সময়সীমা বাড়ানো হয়েছে। বিনামূল্যে আপডেটের তারিখ এগিয়ে 14 সেপ্টেম্বর 2024 করা হয়েছে। অনেক বার ফ্রি আপডেটের তারিখ বাড়ানো হয়েছে আগে। তাই কিছু মনে করা হচ্ছে হয়তো ১৪ সেপ্টেম্বরের পরে পুনরায় আধার কার্ডের তথ্য আপডেট এর জন্য সময়সীমা বাড়ানো হবে না। তাই যত দ্রুত সম্ভব আপনাকে এই প্রক্রিয়া সেরে ফেলতে হবে।
আপনি খুব সহজেই বাড়িতে বসে স্মার্টফোন কিংবা ল্যাপটপ ব্যবহার করে আধার কার্ড আপডেট করে নিতে পারবেন। তার জন্য আপনাকে অনলাইনে আধার কার্ড আপডেট করতে হবে। এই আপডেট করবেন কিভাবে? সেই প্রক্রিয়া স্টেড বাই স্টেপ উল্লেখ করা হয়েছে। তবে আপনি চাইলে আপনার বাড়ির কাছাকাছি থাকা সাইবার ক্যাফেতে গিয়েও অনলাইনে আধার কার্ডের (Aadhaar Card) তথ্য আপডেট করে নিতে পারেন।
Aadhaar Card তথ্য আপডেটের প্রক্রিয়া!
- প্রথমে আপনি ভিজিট করুন UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে।
- এর পরের ধাপে আধার আপডেটের বিকল্পটি নির্বাচন করে নিতে হবে।
- আপনি কি আপডেট করতে চান সেটা বেছে নিন। যদি আপনি ঠিকানা আপডেট করতে চান তবে ঠিকানা নির্বাচন করে নিতে হবে।
- এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি উল্লেখ করুন।
- এই নম্বরে আপনার ফোনে একটি ওটিপি আসবে।
- এবার আপনি মোবাইলে প্রাপ্ত ওটিপিটি পূরণ করুন।
- এর পরের ধাপে আপনি ক্লিক করুন Documents Update এই অপশনটিতে।
- তারপর আপনি স্ক্রিনে দেখতে পাবেন কোন কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
- এরপর আপনি আধার বিবরণ যাচাই করুন ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
- এরপর সরাসরি ক্লিক করুন ‘সাবমিট ফর আধার আপডেট’ অপশনে।
- এবার আপনি পাবেন 14 নম্বরের একটি URN নম্বর।
- এই নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আপনি আধার আপডেটের প্রক্রিয়া ট্র্যাক করতে পারবেন।