বর্তমানে প্রায় সমস্ত ক্ষেত্রেই কেওয়াইসি (KYC) করা বাধ্যতামূলক হয়েছে। গ্রাহকের তথ্য সংগ্রহ চলছে প্রত্যেকটি ক্ষেত্রেই। আর সেখানে বাদ গেল না রান্নার গ্যাসে কেওয়াইসি (Gas KYC 2024)। প্রত্যেক রান্নার গ্যাস গ্রাহককেই কেওয়াইসি (KYC) করে নিতে হবে। যদি কেওয়াইসি (KYC) করা না থাকে, তাহলে পরবর্তীতে সমস্যা হবে। তাই আগে থেকে জেনে নিন রান্নার গ্যাসের কেওয়াইসি করার জন্য কোন কোন বিষয়গুলি মাথায় রাখা দরকার (Gas KYC 2024)।
রান্নার গ্যাসের কেওয়াইসি (KYC) করা না থাকলে আপনি বাড়িতে বসেই খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ এই প্রক্রিয়া সেরে নিতে পারেন। কিভাবে মোবাইল দিয়ে কেওয়াইসি (KYC) করবেন, তা আজকের প্রতিবেদনে বলা হলো। আসুন তবে জেনে নেওয়া যাক রান্নার গ্যাস এর কেওয়াইসি সংক্রান্ত তথ্যগুলি (Gas KYS 2024)। রান্নার গ্যাসের KYC সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।
বর্তমানে প্রত্যেকটি বাড়িতেই এলপিজি সিলিন্ডার আসে। রান্নার গ্যাস গ্রাহকদের সংখ্যা ভারতবর্ষে ক্রমবর্ধমান। শহর থেকে গ্রামাঞ্চল, প্রত্যন্ত অঞ্চল থেকে জনবহুল এলাকা সর্বত্রই গ্যাসের মাধ্যমে রান্নাবান্না হয়। আগের মতো উনুন কিংবা কাঠের জালে রান্নাবান্না সেভাবে হয় না। প্রত্যেকটি বাড়িতে ঠিকঠাক সময়মতো এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু তার রক্ষণাবেক্ষণ এবং রান্নার গ্যাস সংক্রান্ত নিয়মকানুনগুলি মানতে বলা হচ্ছে সাধারণ মানুষকে। যার মধ্যে অন্যতম হলো এই কেওয়াইসি (KYC)।
বর্তমানে ব্যাংক থেকে বীমা সর্বত্রই গ্রাহকের তথ্য সংগ্রহ করা হয় KYC প্রক্রিয়ার মাধ্যমে। তাই এই বিষয়টি আমাদের সকলের কাছে দিনকে দিন পরিচিত হয়ে উঠছে। রান্নার গ্যাসের ক্ষেত্রেও কেওয়াইসি গুরুত্বপূর্ণ। প্রত্যেক গ্রাহককে অতি অবশ্যই KYC প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। আপনার যদি বাইরে গিয়ে কেওয়াইসি (KYC) করার ক্ষেত্রে সমস্যা থেকে থাকে, তাহলেও চিন্তা করার কোন কারণ নেই।
কারণ খুব সহজ পদ্ধতিতেই অনলাইনে রান্নার গ্যাসে কেওয়াইসি (KYC) করা সম্ভব। শুধু জেনে নিতে হবে সঠিক পদ্ধতি। আর জেনে নিতে হবে, রান্নার গ্যাসের কেওয়াইসি করার জন্য আপনার হাতে কতদিন সময় আছে। এই সমস্ত বিষয়গুলি আজকের প্রতিবেদনে আপনাদের উপকার স্বার্থে জন্য তুলে ধরা হলো।
রান্নার গ্যাসের KYC করার লাস্ট ডেট কবে?
বর্তমানে সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি চলছে। ভুয়ো নাম, পরিচয়ে রান্নার গ্যাস ব্যবহারকারী সংখ্যা বাড়ছে। তাই গোটা বিষয়টির নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজনীয়। এই সকল ভুয়ো অ্যাকাউন্টগুলি নির্মূল করতে ও বাণিজ্যিক সিলিন্ডারের জালিয়াতি রুখতে জোর দেওয়া শুরু করলো তেল প্রস্তুতকারক সংস্থাগুলি। এলপিজি গ্রাহকদের কেওয়াইসি আধার করবার জন্য জোর দেওয়া হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী।
মন্ত্রী জানান যে, প্রকৃত এলপিজি উপভোক্তরাই যাতে এই পরিষেবা পান, সেটি এবার সুনিশ্চিত করতে হবে। জনতার জন্য বার্তা দিয়েছেন মন্ত্রী। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, KYC প্রক্রিয়ার মেয়াদ কত দিনের। অর্থাৎ কত দিনের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সে বিষয়ে একই রকম ভাবে মন্তব্য রেখেছেন মন্ত্রী হরদীপ পুরি। কি বলেছেন তিনি?
মন্ত্রী জানিয়েছেন, KYC করার জন্য নির্দিষ্ট সময় মেয়াদ নেই। ডেডলাইন নেই কোনো। এই বিষয়ে তিনি জানিয়েছেন গত মঙ্গলবার কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সাথী সানের এক চিঠির জবাবে। হরদীপ পুরী জনপ্রিয় এক্স হ্যান্ডেলে KYC সংক্রান্ত বিষয়ে জানিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হল, বাড়িতে বসে অনলাইনে কিভাবে রান্নার গ্যাসের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করবেন? তার জন্য নিম্নে পদ্ধতি বলা হলো।
মোবাইলে রান্নার গ্যাসের KYC পদ্ধতি জানুন
যদি আপনি বাড়িতে বসে মোবাইল থেকে গ্যাসের e-KYC করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফোনে দুটি অ্যাপ ইন্সটল করতে হবে। যার মধ্যে একটি হলো ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল অ্যাপ এবং আর একটি হলো স্ক্যানার সুবিধা দেওয়া অ্যাপ। এছাড়া, আপনার ফোনে থাকতে হবে ‘এম আধার’ রাখতে হবে। এবার দেখে নেওয়া যাক কিভাবে ই-কেওয়াইসি (e-KYC) করবেন।
- প্রথম ধাপ: রান্নার গ্যাসের ই-কেওয়াইসি করার জন্য আপনাকে প্রথমে ইন্ডিয়ান অয়েলের অ্যাপটি ওপেন করতে হবে।
- দ্বিতীয় ধাপ: তারপর সেখানে তৈরি করে নিতে হবে নিজের একটি প্রোফাইল।
- তৃতীয় ধাপ: তারপর আপনি মেনু থেকে ‘এলপিজি সেকশন’ বেছে নিন।
- চতুর্থ ধাপ: এরপর বেছে নিন ‘ডোমেস্টিক এলপিজি কানেকশন’ অপশনটি।
- পঞ্চম ধাপ: এরপর এতে ক্লিক করলে এলপিজি ড্যাশ বোর্ড স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন।
- ষষ্ঠ ধাপ: এরমধ্যে ‘আধার কেওয়াইসি’ (Adhaar KYC) এই অপশনে ক্লিক করে নিন।
- সপ্তম ধাপ: কেওয়াইসি তে আপত্তি নেই জানিয়ে চেকবক্সে একটি টিক করতে হবে ও নীচে ফেস স্ক্যান অপশনটিতে ক্লিক করতে হবে।
- অষ্টম ধাপ: আপনার ফোনে আরডি সার্ভিস এর ব্যবস্থা করুন। প্লে স্টোর থেকে ‘আধার ফেস আরডি” অ্যাপটি ফোনে ইন্সটল করুন। এই অ্যাপটি প্রধানত ‘UIDAI-এর দ্বারা আধার ফেস ভেরিফিকেশন করার জন্য প্রস্তুত হচ্ছে।
- নবম ধাপ: এরপর ফেস স্ক্যান করে সাবমিট করুন। আর সেটি করলেই রান্নার গ্যাসের ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
- দশম ধাপ: মাই এলপিজি সাইটে গিয়ে ই-কেওয়াইসি সাবমিট করতে হবে। এখানে আপনার LPG Subscription আইডিটি লিখবেন ও আইডি লিখে সাবমিট অপশনে ক্লিক করে দিন।