PMEGP Scheme: ভারত সরকার দেশের যুবক যুতীদের কর্মকসংস্থানের ব্যবস্থা করে দিতে একাধিক পদক্ষেপ নিয়ে থাকেন। আপনারা জানেন যে, দেশে সরকারি চাকরির অবস্থা খুব খারাপ, কারণ সরকারি চাকরিতে খুব কম সংখ্যক মানুষ নিয়োগ পায়। এ অবস্থায় দেশের বাকি যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে নতুন প্রকল্প লঞ্চ করেছে মোদী সরকার। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে।
PMEGP Scheme
কেন্দ্র সরকারের PMEGP Scheme:
আজ কথা বলছি প্রধানমন্ত্রী এমপ্লমেন্ট জেনারেশন প্রোগ্রাম বা PMEGP সম্পর্কে। এই স্কিমের মাধ্যমে দেশের যুবক যুবতীদের ২ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। বিশেষ বিষয় হলো এই ঋণের উপর সরকার ৩৫ শতাংশ ভর্তুকিও প্রদান করে। শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই PMEGP-র সুবিধা পাওয়া যাবে। কারা এবং কীভাবে PMEGP Scheme-এর সুবিধা পাবেন? চলুন আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
কারা PMEGP-র সুবিধা পাবেন?
মোদী সরকারের PMEGP Scheme এ ভারতের যে কোনো নাগরিক আবেদন করতে পারবে। তবে এ ক্ষেত্রে কয়েকটি শর্ত বা নিয়ম মানতে হবে। আপনি যদি ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা শুরু করেন, তাহলে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
দেশের যুবক যুবতীদের ব্যবসার প্রতি আগ্রহ বাড়াতে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেই এই লোন দেওয়া হচ্ছে। এয় লোন নেওয়ার জন্য আপনার বয়স ১৮ বছরের উর্দ্ধে হতে হবে এবং আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। তবে আপনি যদি কেন্দ্র বা সরকারের থেকে অন্য কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে PMEGP-র সুবিধা পাবেন না।
নতুন বছরেও পাওয়া যাবে বিনামূল্যে রেশন! কত বছরের জন্য দেওয়া হবে? জেনে নিন।
PMEGP- স্কিমে কী সুবিধা পাওয়া যাবে?
আপনি যদি ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা শুরু করতে চান, তাহলে সরকার আপনাকে PMEGP-র মাধ্যমে ২ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে। ঋণ পরিশোধের জন্য ৩ থেকে ৭ বছর সময় দেওয়া হবে।
লোনের উপর ১১ শতাংশ থেকে ১২ শতাংশ সুদের হারে আপনাকে ঋণ মেটাতে হবে। বিশেষ বিষয় হলো কেন্দ্র সরকার এই ঋণের উপর ভর্তুকি দেবে। যেখানে শহরাঞ্চলে সর্বোচ্চ ২৫ শতাংশ এবং গ্রামাঞ্চলে সর্বোচ্চ ৩৫ শতাংশ ভর্তুকি পাওয়া যাবে।
কীভাবে PMEGP স্কিমে আবেদন করবেন?
PMEGP স্কিমে আবেদন করার জন্য প্রথমেই আপনাকে www.kviconline.gov.in বা www.my.msme.gov.in ওয়েবসাইটের যেতে হবে। এরপর “PMEGP e Portal” এ click করতে হবে। এরপর যে নতুন পেজ ওপেন হবে।
সেখান থেকে “Application For Individual” লিংকে ক্লিক করে সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করুন। তারপর “Save Applicant Data” অপশনে ক্লিক করে সেভ করুন। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে Submit করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে। এরপর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে Application ID ও Password পেয়ে যাবেন।
ব্যবসা করতে কেন্দ্র সরকার দিচ্ছে 10 লাখ টাকা সহ 35% ভর্তুকি, কারা, কীভাবে পাবেন?
PMEGP স্কিমে আবেদনের নথি:
এই স্কিমে আবেদন করার জন্য যে সব প্রয়োজনীয় নথি লাগবে, তা নিন্মে উল্লেখ করা হলো-
আধার কার্ড,
প্যান কার্ড,
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
কাস্ট সার্টিফিকেট,
ডোমেসিয়াল সার্টিফিকেট,
ব্যবসার প্রজেক্ট রিপোর্ট এবং
ব্যাংক পাশবুক