Government Savings Schemes – সরকারি প্রকল্পে পাবেন 8.5% হারেরও বেশি পরিমাণ সুদ, নিশ্চিত রিটার্ন!

টাকা জমা করবেন Government Savings Schemes এ আর ফেরত পাবেন চড়া সুদ! প্রথমে বিষয়টা চমকপ্রদ লাগতে পারে। কারণ এত স্কিম, এত কোম্পানির রমরমা চারদিকে, সেখানে দাঁড়িয়ে সরকারি প্রকল্পে বাড়তি সুবিধার কথা মাথাতেই আসে না। অনেক সরকারী স্কিম রয়েছে যেগুলি প্রচুর সুদ বা রিটার্নের গ্যারান্টি দেয়। আপনি যদি বিনিয়োগ করার জন্য একটি ভাল স্কিম খুঁজছেন, তবে এই সরকারী প্রকল্পগুলি আপনার জন্য খুব সহায়ক হতে পারে। আসুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিত:

Government Savings Schemes in India.

1. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট:
এই প্রকল্পে ১ হাজার টাকা জমা রাখলে ৫ বছর পর তা হয় ১,৩৮৯.৪৯ টাকা। অর্থাৎ এখানে ৬.৮ শতাংশ সুদ দেয় ব্যাঙ্ক। এই প্রকল্পে ন্যূনতম ১০০০ টাকা জমা রাখতে হয়। টাকা জমা রাখার কোনও উর্ধ্বসীমা নেই।

2. কিষাণ বিকাশ পত্র:
এই Government Savings Schemes পোস্ট অফিসের বহুল প্রচারিত। এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারেন প্রাপ্তবয়স্ক যে কেউ। ১২৪ মাস টাকা জমা রাখলে সেই টাকা দ্বিগুণ হয় এই প্রকল্পে। বর্তমানে এখানে সুদ মেলে ৬.৯ শতাংশ।

3. সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট:
এই স্কিম ‘বেটি বঁচাও, বেটি পড়াও’-র আওতায়। এখানে কোনো কন্যা সন্তানের অভিভাবক টাকা জমা করতে পারেন সেই শিশু কন্যার ভবিষ্যত সুনিশ্চিত করতে। এই প্রকল্পে এখন ৭.৬ শতাংশ সুদ দেয় ব্যাঙ্ক। তবে অবশ্যই শিশু কন্যাকে ১০ বছরের কম বয়সী হতে হবে। একটি অর্থবর্ষে এই অ্যাকাউন্টে ২৫০ থেকে ১.৫ লক্ষ টাকা জমা করতে পারেন।

প্রধানমন্ত্রী কিষান যোজনার 15 তম কিস্তির টাকা ঢুকছে। কৃষক বন্ধুরা এই কাজ গুলো আজই করে নিন।

4. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম:
এই অ্যাকাউন্ট খুলতে পারেন ৬০ বছরের বেশি বয়সী যে কেউ। ন্যূনতম ১ হাজার থেকে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা এই অ্যাকাউন্টে জমা রাখা যায়। ৭.৪ শতাংশ বর্তমানে এই প্রকল্পে সুদ মেলে।

5. পাবলিক প্রভিডেন্ট ফান্ড:
এই জনপ্রিয় স্কিমে ৫০০ থেকে ১.৫ লক্ষ টাকা জমা করা যায় এক বছরে। এই প্রকল্পে ধাপে ধাপেও টাকা জমা দেওয়া যায়। এখন সুদ মেলে ৭.১ শতাংশ এখানে টাকা জমা করলে।

Leave a Comment