২০২৩-২৪ আর্থিক বর্ষের শুরুতে বাজেট ঘোষণা করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলাদের জন্য নতুন একটি স্কিমের ঘোষণা করেছিল। যার নাম (MSSC Scheme) মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট। মহিলাদের কথা ভেবে এর আগে একাধিক প্রকল্প লঞ্চ করেছে কেন্দ্র সরকার। তবে এই স্কিমের বিশেষত্ব হলো এটি মহিলাদের আর্থিক ক্ষেত্রকে বেশ সুরক্ষিত করে। মহিলাদের জন্য কেন্দ্রের এই দুর্দান্ত স্কিমটি টেক্কা দিচ্ছে এফডিকেও। আজকের প্রতিবেদন থেকে এই স্কিমটি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিন।
MSSC Scheme
মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট স্কিম বা (MSSC Scheme):
মহিলা সন্মান সেভিংস স্কিম কেন্দ্র সরকার পরিচালিত একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এই স্কিমটি মহিলাদের জন্য বিশেষত ভাবে ডিজাইন করা হয়েছে। গত ২০২৩ সালের ১ এপ্রিল এই স্কিমটি ঘোষণা করেছিল কেন্দ্র। মহিলাদের সঞ্চয় করার বিষয়ে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে এবং তাদের আর্থিক উন্নয়নের জন্য এই স্কিম আনা হয়েছে। কেন্দ্র সরকারের স্কিম হওয়ার দরুন এখানে বিনিয়োগ বা সঞ্চয়ের কোনো ঝুঁকি নেই।
যোগ্যতা-
ভারতের যে কোনো মহিলা বা কন্যারা মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে (MSSC Scheme) খাতা খুলতে পারবেন। ছোট্ট কন্যা শিশুর নামেও এই স্কিমে খাতা খোলা যাবে। সেক্ষেত্রে ওই শিশু কন্যার মা বা বাবা শিশু কন্যার নামে এই স্কিমে খাতা ওপেন করতে পারেন।
ডিপোজিটের সীমা-
মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে নূন্যতম বিনিয়োগের পরিমান ১০০০ টাকা। অর্থাৎ এখানে ১০০০ টাকা দিয়ে খাতা ওপেন করতে পারেন। এই স্কিমে কোনো মহিলা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে।
EPFO Account নিয়ে বড় ঘোষণা, জন্মের তারিখ হিসাবে আধার কার্ড বাতিল, জমা করতে হবে এই নথি।
ম্যাচুরিটি-
মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের ম্যাচুরিটির সময়কাল ২ বছর। অ্যাকাউন্ট খোলার দুই বছর পর পুরো অর্থ অ্যাকাউন্ট হোল্ডারকে ফেরত দেওয়া হবে।
সুদের পরিমান-
বর্তমানে এই স্কিমে ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। যা ফিক্সড ডিপোজিটের সুদের পরিমানের থেকেও বেশি। এখানে ২ বছরের জন্য ২ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ২.৩২ লক্ষ টাকা ফেরত পাওয়া যাবে। উল্লেখ্য, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পের (MSSC Scheme) বিনিয়োগের মাঝে টাকা প্রত্যাহার সুবিধা পাওয়া যায়।
অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক বছর পর অ্যাকাউন্টধারী অ্যাকাউন্ট থেকে ৪০ শতাংশ পর্যন্ত টাকা পর্যন্ত তুলে নিতে পারবেন। কোনো বিশেষ কারণে আপনি ৬ মাসের মধ্যেও অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন। তবে সেক্ষেত্রে ৫.৫ শতাংশ সুদের হারে টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া স্কিম চলাকালীন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলেও, অ্যাকাউন্ট বন্ধ করা যাবে।
নতুন বছরে সুদ বাড়লো। এই 6 টি ব্যাংকে টাকা রাখলে পাবেন 8% পর্যন্ত সর্বোচ্চ সুদ।
MSSC Scheme-এ আবেদন করবেন কীভাবে?
সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক যেমন ব্যাঙ্ক অব বরোদা, কানারা ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে এই স্কিমের খাতা ওপেন করতে পারবেন। এছাড়া নিকটবর্তী পোস্ট অফিসে গিয়েও এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারেন।