Gold Price 2024: হুড়মুড়িয়ে কমলো সোনার দাম! রূপোর রেট শুনলে চোখ কপালে উঠবে! দুই ধাতুর দাম বর্তমান দাম জেনে নিন

সোনা ও রূপোর দামে নিত্যদিন পার্থক্য লক্ষ্য করা যায়(Gold Price). সাধারণত সোনা এখন সাধারণ মানুষের কাছে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। অতীতে শখ-স্বাচ্ছন্দ্যে সোনা কেনা চলত মধ্যবিত্তের মধ্যে। কিন্তু বর্তমানে বিশেষ কারণ ছাড়া সাধারণত সোনা কেনা হয় না। আর তার জন্য দায়ী সোনার দাম। স্বর্ণ ধাতুর দাম(Gold Price) এতটাই বেড়েছে‌ যে সোনা কেনার আগে দশবার ভাবতেই হচ্ছে।

শুধু কি তাই! সোনা কেনার দিনে বারবার দেখে নিতে হচ্ছে সোনার দাম(Gold Price) সেদিন কমেছে না বেড়েছে। আর এভাবেই বাঙালির প্রিয় স্বর্ণ ধাতুর দামের ওঠাপড়ার ওপর প্রতিদিন নজর থাকছে। ‌সম্প্রতি সোনার দামে পতন লক্ষ্য করা গেল। একটু হলেও কমেছে সোনার দাম(Gold Price). আবার রূপোর দামেও বদল এলো। রূপোর দাম কমলো নাকি বাড়লো? আসুন এই বিষয়ে জেনে নেওয়া যাক।

মাত্র 100 টাকা জমা করে হতে পারেন কোটিপতি! বিনিয়োগের গোপন সূত্র জেনে নিন

Gold Price & Silver Price 2024

বাজেটের পর থেকে সোনার দাম কিছুটা কমেছে। আর সেই সুযোগে সোনা কিনে জমিয়ে রাখছেন অনেকেই। এদিকে সামনে আসন্ন বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। পুজোর সময় অনেকেই সোনা কেনেন। তাই পুজোর আগে সোনার দাম(Gold Price) কমলো নাকি বাড়লো সেটাও কিন্তু বাঙালি নিত্য নজর রাখছে।

দুর্গাপূজো কাটলেই আসছে দীপাবলি ও ধনতেরাস। স্বাভাবিকভাবেই সোনা কেনার হুজুক তখন বাড়বে। সোনার দাম(Gold Price) তখন একটু কম হলে সুবিধা হবে সাধারণ মানুষের। পাশাপাশি সোনা কেনার চাহিদাও বৃদ্ধি পাবে। কিন্তু এখন অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে স্বর্ণ ধাতুর দাম কত হলো তার একটা চিত্র আমরা আজকে দেখে নেব। আসুন বিস্তারিত জেনে নিন।

শুক্রবারের হিসেব বলছে, কলকাতায় বেশ কিছুটা বেড়েছে সোনার দাম। কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হলো ৬৬৫৯ টাকা, সেখানে ২২ ক্যারেট সোনার ১০ গরমের দাম আজ পৌঁছল ৬৬,৫৯০ টাকা। অন্যদিকে, ১০০ গ্রাম সোনার দাম হলো ৬,৬৫,৯০০ টাকা।গতকালের তুলনায় ২২ ক্যারাট সোনার দাম কমেছে ১০০ টাকা। এবার নজর দেওয়া যাক, ২৪ ক্যারেট সোনার দামে ১ গ্রাম সোনার দাম আজ ৭২৬৪ টাকা, ১০ গ্রাম সোনার দাম আজ হলো ৭২,৬৪০ টাকা ও ১০০ গ্রাম পৌঁছল ৭,২৬,৪০০ টাকা। গতকালের তুলনায় ২৪ ক্যারেট সোনার দাম ১০০ টাকা কমলো।

সপ্তাহের শুরু! সোনার দাম শুনলে চমকাবেন! ১০ গ্রাম সোনা কিনতে কত খরচ হবে আপনার?

Gold Price And Silver Price Update

এবার জেনে নেওয়া যাক ১৮ ক্যারাট সোনার দাম কত হলো। হিসেব থেকে দেখা যাচ্ছে ১৮ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় কমেছে। সেক্ষেত্রে ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৫৪৪৮ টাকা। ঠিক একইভাবে ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম আজ হলো ৫৪, ৪৮০ টাকা। আবার, ১০০ গ্রাম সোনার দাম আজ হলো ৫,৪৪,৮০০ টাকা। হিসেব থেকে এটাই দেখা যাচ্ছে যে, গতকালের তুলনায় ১৮ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা।

তবে আপনি যদি রুপো কিনবেন বলে ভেবে থাকেন তবে জানুন, রূপোর দাম সামান্য বেড়েছে। হিসেব বলছে ১০০ গ্রাম রুপোর দাম হলো ৮৭১০ টাকা। আর ১ কেজি রুপোর দর ৮৭, ১০০ টাকা। সোনার মতো কমেনি বরং গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে রূপোর। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনি যেদিন সোনা কিংবা রুপো কিনবেন সেদিন অতি অবশ্যই সোনা রূপোর দামের দিকে নজর রাখবেন।

Scroll to Top