Gold Price in kolkata: একেবারে সোনায় সোহাগা! জুনে দাম কমলো সোনার। এখন 10 গ্রাম সোনা কিনতে কত খরচ হবে?

বাঙালির প্রিয় সোনার সঙ্গে সোহাগ করতে গেলেই ছ্যাঁকা! যে হারে বাড়ছে সোনার দাম (Gold Price) , তাতে উড়েছে ঘুম মধ্যবিত্তের। সোনার গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে পছন্দের ধাতু কেনার আগে বিস্তর ভাবনাচিন্তা করতে হচ্ছে। যদিও স্বর্ণধাতুর দামে (Gold Price) উঠানামা হচ্ছে রোজ। কখনো সোনার দাম (Gold Price) বাড়ছে, তো কখনো কমছে (Gold Price)।

মোটামুটি হিসেব কষে তবে সোনা কিনতে যেতে হচ্ছে আমজনতাকে। বৈশাখ থেকে টুকটাক সোনার চাহিদা বেড়েছে। যদিও প্রায় সারাবছর চাহিদা তুঙ্গে থাকলেও সবার পক্ষে ইচ্ছে মতো সোনা বাড়ি আনা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে একলাফে কমলো সোনার দাম (Gold Price)।

১০ গ্রাম সোনার জন্য কত খরচ হবে জনতার? কত টাকা খরচ করে তবেই বাড়িতে আনা যাবে স্বর্ণ ধাতু? তারই একটি হিসেব-নিকেশ আজকের এই প্রতিবেদনে রইল। সোনার দাম কত কমলো কত বাড়লো, তার একটা ঝকঝকে ছবি রইল সবার জন্য।

Gold Price Today 2024

সোনার দামে বিস্তর ওঠানামা। প্রায় রোজদিনই সোনার দাম কমার অপেক্ষায় মধ্যবিত্ত সাধারণ মানুষ। আর তাই জন্যেই খবরের কাগজে সোনার দামে চোখ রাখছেন সবাই। শুধুমাত্র শখের কেনা কাটা নয়।সমাজে অনেকেই আছেন যারা সোনায় বিনিয়োগ করেন। বিনিয়োগের মাধ্যমে হিসেবে স্বর্ণ ধাতুকে ব্যবহার করেন তাঁরা। সেক্ষেত্রে সোনার দামে ওঠাপড়া তাঁদের জন্যও প্রভাব ফেলে।

কিন্তু সোনার দামে যে হেরফের ঘটছে, সেসব খবর নিজ হদিশে রেখে যারা সুযোগের সদ্ব্যবহার করছেন, তাঁরা তুলনামূলক সস্তাতে বাড়িতে সোনা আনতে পারছেন। পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার উৎসব পার হয়েছে কিছুদিন হল। এই দুইদিন অল্পস্বল্প করে সোনা কিনে বাড়িতে জমিয়েছেন অনেকেই। তাছাড়া বিয়ের মরশুম চলায় পকেটকে লাগামে না রেখেই হলুদ ধাতুর সহায় হতে হয়েছে।

এখনো পর্যন্ত ভারতের উৎসব অনুষ্ঠানে সোনা আদান-প্রদানের রীতি ও রেওয়াজ রয়েছে। আর সেই রীতি অটুট এবং চিরন্তন। অতএব, বাঙালি সোনার সঙ্গে দূরত্ব বানাতে পারছে না। তার সে সোনার দাম যত ঊর্ধ্বমুখী হোক না কেন।

Smart Panchayat 2.0: পঞ্চায়েত ব্যবস্থার সমস্ত পরিষেবা এখন হাতের মুঠোয়। হোয়াটসঅ্যাপেই মিলবে একগুচ্ছ সুবিধা, সেভ করে রাখুন নম্বরটা

জুন মাসে কমলো সোনার দাম?

মধ্যবিত্তদের জন্য সুখবর এনে সপ্তাহের শুরুতেই সোনার দাম কমলো। আগেই বলেছি সোনার দামে ওঠাপড়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে। তাই প্রায় প্রত্যেকদিন সোনার দামে চোখ রাখতে হচ্ছে। দাম কমলেই সেই সুযোগের সদ্ব্যবহার করে সোনা আনতে হবে ঘরে। একদিকে জৈষ্ঠ মাস অন্যদিকে জুন মাসের মাঝামাঝি। সপ্তাহের শুরুর দিকেই সোনার দামে বিরাট হেরফের নজরে পড়ল। বলা হচ্ছে, একলাফে কমেছে সোনার দাম। তাহলে কি মধ্যবিত্তের পকেটে স্বস্তি? সোনার দাম কমলে ঠিক কতটা কমলো? আসুন তবে পূর্ণাঙ্গ হিসাব -নিকাশে নজর দেওয়া যাক।

বরাবরই বিনিয়োগকারীদের প্রথম পছন্দ সোনা। বিনিয়োগের কথা উঠলে প্রথমেই সাবেকি সোনা রুপার প্রসঙ্গ তোলেন তাঁরা। বলাই বাহুল্য সোনা কে সবাই চোখে হারায়। আর সোনার সঙ্গে তাল মিলিয়ে রুপো। রুপোর চাহিদাও নিতান্ত কম নয়। এদিকে সোনার দামে পরিবর্তন প্রভাব ফেলছে রূপোকেও। লাফিয়ে দাম বাড়ছে সিলভারেরও।

তাই যদি বিনিয়োগকারীরা ঠিক করেই থাকেন যে সোনা, রুপোর উপর ইনভেস্ট করবেন, তাহলে এই দুই ধাতুর দাম সম্পর্কে জানতে হবে। সে বিষয়ে আগের থেকে একটি ঝকঝকে চিত্র বজায় রাখা জরুরী। চলতি সপ্তাহের শুরুর দিকে সোনার দামে বিরাট হেরফের নজরে পড়েছে। কতটা বদল হলো সোনার দাম?

সপ্তাহের শুরুতে সোনার দামে বদল!

বিশেষ করে সপ্তাহের শুরুর দিকে সোনা রুপার দামে আলাদা করে নজর দেওয়া হয়। জুন মাসের মাঝামাঝি সময় চলতি সপ্তাহে শুরুর দিকে সোনা ও রুপার দাম বলছে সম্পূর্ণ অন্যকথা। দুই ধাতুর বাজার চিত্রে কি দেখা যাচ্ছে? সোনা রুপার দামের ছবিটা ঠিক কি রকম?

গত সোমবার ১৭ জুনের ধাতুর বাজারের হিসেব বলছে, ১৭ জুন ২০২৪ তারিখে ১ কেজি রূপোর দাম একই আছে। অর্থাৎ রুপোর দামে সেভাবে বদল নজরে পড়ছে না। ‌আগে যে দাম ছিল মোটামুটি তার কাছেই আছে। কিন্তু রুপোর দাম নয় জানা গেল, কিন্তু সোনার দামে কতটা ওঠানামা হল? এখনো ১০ গ্রাম সোনা কিনতে হলে কত টাকা খরচ করতে হবে জনতাকে, কত টাকা খসবে মধ্যবিত্তের পকেট থেকে?

Gold Price: জ্যৈষ্ঠের মাঝেই মধ্যবিত্তের স্বস্তি! সোনা-রূপার দামে বিরাট পরিবর্তন। ২৪ ক্যারেট সোনার দাম কত এখন?

সোনা ও রুপার বর্তমান বাজার হিসাব

হিসেব বলছে, দশ গ্রাম ২২ ক্যারেট, ২৪ ক্যারেট, সোনার দাম অনেকটাই কমে গেছে। লক্ষণীয় ভাবে দাম কমেছে বাঙালির প্রিয় স্বর্ণধাতুর। গত রবিবারের হিসেবের থেকে সোমবারের হিসেবে পার্থক্য নজরে পড়ছে। গত রবিবার ১৬ জুন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৬৫০০ টাকা। তার ঠিক পরের দিন অর্থাৎ সোমবার ১৭ জুন, ২০২৪ তারিখে সম পরিমাণের সমমানের সোনার দাম আরও ২০০ টাকা কমে হয়েছে ৬৬৩০০ টাকা।‌ অর্থাৎ বোঝাই যাচ্ছে, অনেকটাই কমেছিল সোনার দাম।

পাশাপাশি, ২৪ ক্যারাট সোনার দামেও নজরে পড়ে বদল। গ্রামের নিরিখে দেখতে গেলে গত রবিবার ১৬ জুন, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দেখা যায় ৭২৫৫০ টাকা। তার পরের দিন সোমবার ১৭ জুন, ২০২৪ তারিখে সম পরিমাণের সম মানের সোনার দাম কমলো আর সোনার দাম হল ৭২৩৩০ টাকা৷