Gold Price: পুজোর আগে সোনার দামে রেকর্ড পতন। কতটা দাম কমলো সোনার? 10 গ্রাম সোনা কিনতে কত খরচ?

সোনার দামে উত্থান ও পতন প্রতিদিনের ঘটনা হয়েছে (Gold Price). আর তাই স্বর্ণ ধাতুর দাম নিয়ে ভাবছে মধ্যবিত্তেরা। সোনা কেনার আগে দেখে নেওয়া হচ্ছে কততে পৌঁছাল সোনার দাম। মাঝখানে বেশ কিছুদিন ধরে সোনার দাম রেকর্ড হারে বাড়ছিল। কিন্তু এইবার কিছুটা কমেছে স্বর্ণ ধাতুর দাম। এখন আপনি যদি সোনা কিনতে চান তাহলে আপনাকে কত টাকা খরচ করতে হবে? কলকাতায় ১০ গ্রাম সোনা কিনতে আপনার কত খরচ হবে? সপ্তাহের শুরুতে সোনার দামের নতুন আপডেট (Gold Price) আপনাদের সামনে তুলে ধরা হলো।

ভাবা যায়! আগামী তিন মাস সোনার দামে ব্যাপক বদল! সোনার দাম কমবে নাকি বাড়বে? জেনে নিন

Gold Price New Update 2024

মাঝে সোনার দাম (Gold Price) বেশ কিছুটা বাড়লেও সোনার চাহিদায় ভাটা পড়েনি। কারণ পুজোর কারণে, দীপাবলির কারণে, পারিবারিক অনুষ্ঠান বিবাহ ইত্যাদির কারণে সোনা ক্রয় করার চল রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাই দোকানে দোকানে সোনার চাহিদা রয়েছে বলেই বিক্রেতাদের মত। এরইমধ্যে চলে এলো নতুন আপডেট। নতুন আপডেট থেকে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ঊর্ধ্বে থাকার পর সোনার দামের গ্রাফ কিছুটা নামলো। দাম কমেছে সোনার। তবে শুধু সোনার দাম নয়, সোনার দামের সঙ্গে প্রভাব পড়ে রুপোর দামের উপরেও। তাই সোনা এবং রূপোর দাম কত হলো তা আপনাকেও জেনে নিতে হবে।

সোনা কেনার সবচেয়ে লাভজনক সময়! কদিন পরেই দাম বাড়বে সোনার! আজ 10 গ্রাম দাম কত হলো জানুন

Gold Price Today New Update

যদি আপনি আজকে সোনা কিনবেন বলে ভেবে থাকেন, আপনি যদি ২২ ক্যারেট সোনা কেনার কথা ভাবেন, তাহলে ১ গ্রামের জন্য আপনার খরচ হবে ৭০৮০ টাকা। অর্থাৎ আপনি দশ গ্রাম সোনা কেনার জন্য খরচ করবেন ৭০ হাজার ৮০০‌‌ টাকা।আর একশো গ্রামের জন্য খরচ হবে ৭ লক্ষ আট হাজার টাকা। সোনার দামের আপডেট থেকে জানা যায়, গত কালের তুলনায় আজ সোনার দাম বেশ কিছুটা কমেছে। ১০ গ্রামে ১৫০ টাকা ও ১০০ গ্রামে ১৫০০ টাকার কম পরিলক্ষিত হচ্ছে।

এবার যদি আপনি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতি গ্রামের জন্য আপনার খরচ হবে ৭৭২৪ টাকা। এর অর্থ, ১০ গ্রাম বা এক ভরি সোনা বিক্রয় হচ্ছে ৭৭ হাজার ২৪০ টাকায়। একশো গ্রাম সোনার দাম হয়েছে ৭ লক্ষ ৭২ হাজার ৪০০ টাকা। এখানেও লক্ষ্য করা যাচ্ছে যে, গতকালের তুলনায় দাম কমেছে। এখন প্রশ্ন কতটা কমেছে? ১০ গ্রামে কমেছে ১৬০ টাকা ও একশো গ্রামের জন্য ১৬০০ টাকা কমেছে।

তবে সোনার দামের হিসেব জানার পর এবার নিশ্চয়ই আপনার মনে হচ্ছে রুপোর দাম কত হলো। এই আপনি যদি রুপোর গয়না কিনবেন বলে ঠিক করে থাকেন, তাহলে জেনে নিন যদি আপনি কলকাতায় থেকে রূপো কিনতে চান তবে ১০ গ্রামের7 জন্য আপনার খরচ হবে ৯৪৯ টাকা আর ১০০ গ্রামের জন্য আপনার খরচ হবে ৯৪৯০ টাকা। একইসঙ্গে, ১ কেজির জন্য আপনার খরচ হবে ৯৪৯০০ টাকা।