সোনার দামের বৃদ্ধি ও কম নিয়ে সাধারণ মানুষের চিন্তা থাকেই(Gold Price). আকাশ ছোঁয়া সোনার দাম থেকে কিছুটা কমেছে বর্তমানে। আর সেই দাম স্বস্তি জুগিয়েছে মধ্যবিত্তের মনে। অনেকেই এখন থেকে সোনা কিনে রাখছেন। পারিবারিক অনুষ্ঠান কিংবা প্রয়োজনের জন্য অনেকেই সোনা কিনতে ভরসা রাখেন। কিন্তু সোনার দামের(Gold Price) ওঠা পড়া সোনার চাহিদার উপর প্রভাব ফেলে।
বর্তমানে সোনার দাম কোন কোন দিন কমছে তো কোনো কোনো দিন বাড়ছে। ক্রেতারা যেদিন সোনা কিনতে যাচ্ছেন, সেদিনের দাম দেখে নিয়ে তবেই যাচ্ছেন। ইতোমধ্যে জানা যাচ্ছে, আগামী তিন মাস সোনার দামে ব্যাপক বদল আসতে চলেছে। কিন্তু সোনার দাম কমবে নাকি বাড়বে? নতুন আপডেট জানা দরকার সবার।
লক্ষ্মীর ভান্ডারে পাবেন ১৫০০ ও ২০০০ টাকা! পুজোর পর বাড়ছে ভাতা! নতুন আপডেট জেনে নিন
Gold Price New Update 2024
বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, আগামী দিনে সোনার দাম(Gold Price) অনেকটাই বাড়বে। আর সেই ভবিষ্যৎবাণী শুনে অনেকেই আগের থেকে সোনা কিনে রাখছেন। বলাই বাহুল্য, সোনা সকলের ঘরে সম্পদের মত বিরাজ করে। বহু মানুষের বিপদে-আপদে প্রয়োজন হয়। অনেকেই সোনা বন্ধক দেন, আবার অনেকেই সোনা রেখে লোন নেন।
তাই সোনার দামের(Gold Price) বৃদ্ধি ও কম ক্রেতাদের কেনাকাটার উপর প্রভাব ফেলে। বাজেটের পর সোনার ওপর থেকে কাস্টম ডিউটি কমানো হয়। যার কারনে উল্লেখযোগ্যভাবে কমে যায় সোনার দাম(Gold Price). এমনকি ১০ গ্রাম সোনা ৭০ হাজার টাকার কমে নেমে গিয়েছিল। তবে সম্প্রতি নাকি সোনার উপর থেকে গোল্ড রিজার্ভ বাড়ানোর ঘোষণা হল। তাই সোনার দাম আবার বাড়তে শুরু করেছে।
আধার কার্ড নিয়ে বিরাট ঘোষণা লাখ লাখ মানুষের জন্য! বিপদে পড়ার আগেই নতুন আপডেট জেনে নিন
Gold Price Hike Three Reason 2024
প্রথমত যে কারণটা সামনে আসছে, আমেরিকায় ক্রমবর্ধমান মন্দা পরিস্থিতি। যার কারণে সুদের হার কমাতে পারে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক। আর আমেরিকায় মন্দার কারণ হিসেবে জানা যায় সেখানে হতে চলা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন। স্বাভাবিক ভাবেই, এমন সময়ে সুদের হার কমানোর জন্য আমেরিকান সরকারের ওপর চাপ রয়েছে। তাই, যদি সুদের হার কমানোর সিদ্ধান্ত হয় তবে সোনার দাম (Gold Price) কিন্তু ক্রমশ বাড়বে।
দ্বিতীয় কারণ হিসেবে যা সামনে আসছে, বিভিন্ন দেশের মধ্যে ঘটতে থাকা যুদ্ধ পরিস্থিতি। অবশ্যই এই কারণে সোনার দামের উপর প্রভাব পড়বে। ইসরাইল-হামাস ও রাশিয়া ইউক্রেন-সহ বিভিন্ন স্থানে যুদ্ধের পরিস্থিতি অশান্ত আবহাওয়ার সৃষ্টি করেছে। যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বব্যাপী সরবরাহ চেন ব্যাহত হবে। আর্থিক বাজারেও এর প্রভাব পড়বে। বহু বিনিয়োগকারী ঝুঁকি কমাতে সোনাতে বিনিয়োগের পরিমাণ বাড়াবেন। যার ফলে সুভেরান গোল্ড সিকিউরিটিজের পরিবর্তে ফিজিক্যাল গোল্ডকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এর ফলস্বরপ সোনার দাম বাড়তে দেখা যায়।
আর তৃতীয় কারণ হিসেবে, সোনার উপর গোল্ড রিজার্ভ বাড়ানোর ঘোষণাটি সামনে আসছে। এই কারণে সোনার দাম বাড়বে। এদিকে পরপর নানা অনুষ্ঠান থাকার কারণে সোনার চাহিদাও বাড়বে। চলতি বছরের ধনতেরাসে সোনার দামের উপর প্রভাব পড়তে পারে। তবে সোনার বিক্রি নতুন রেকর্ড গড়বে বলে ধারণা করা হচ্ছে।