Gold Price: জ্যৈষ্ঠের মাঝেই মধ্যবিত্তের স্বস্তি! সোনা-রূপার দামে বিরাট পরিবর্তন। ২৪ ক্যারেট সোনার দাম কত এখন?

বাঙালির প্রিয় স্বর্ণধাতুর দাম (Gold Price) দিন কে দিন আকাশ ছুঁয়েছে। সোনার দাম (Gold Price) এতটাই বেড়েছে যে, এক টুকরো সোনা কিনতে হলে রীতিমত জেরবার অবস্থা। সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে দেখে মাথায় হাত পড়েছে আমজনতার। এখনো বাঙালি সমাজে যেকোনো উৎসব অনুষ্ঠানে সোনা আদান প্রদানের চল আছে।

তাই সোনা কিনতে যাওয়ার আগে সোনার দাম (Gold Price) জেনে নেওয়া খুব জরুরী। সোনার দাম (Gold Price) নিত্যদিন পরিবর্তন হচ্ছে। আজ সোনা ও রূপার দাম (Gold Price) কোথায় দাঁড়িয়ে, ২৪ ক্যারেট সোনার দাম মোটামুটি কত হলো, মধ্যবিত্তদের জন্য সোনা-রূপা সংক্রান্ত যাবতীয় তথ্য উল্লেখ রইল এই প্রতিবেদনে।

Gold Price & Silver Price 2024

সোনার দামে হেরফের নিত্যনৈমিত্তিক ঘটনা। তবু সোনার প্রতি বাঙালির টান অটুট। কিন্তু সোনার যে হারে দাম বাড়ছে, তাতে আগামী দিনে কি পরিস্থিতি হবে তা নিয়ে সমাজের সাধারণ মানুষের কপালে ভাঁজ। সোনা কিনতে যাওয়ার আগে তার দাম শুনে মাথায় বাজ পড়ছে আমজনতার। এক টুকরো সোনা বাজারে দুর্মূল্য হয়ে উঠেছে। এমনিতেই মূল্য বৃদ্ধির বাজার, তার মধ্যে সোনার দামে ঊর্ধমুখীতা আমজনতাকে বাধ্য করছে অন্য ধাতুর দিকে ক্রমে আকর্ষণ বাড়াতে।

অনেক সোনা প্রেমীরাই বিগত কয়েক বছরে রূপো জড়ো করেছেন। অনুষ্ঠানে রুপোর উপহার দেওয়ার চলও বৃদ্ধি পেয়েছে। তবে সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে রুপোরও। এমন পরিস্থিতিতে আমজনতার বক্তব্য, তাহলে এবার কিনব কি? অনেকেই এখন বিকল্প ধাতুর দিকে ঝুঁকেছেন। সোনা-রূপার বদলে তুলনামূলক কমদামের ধাতু কিনে ঘরে তুলছেন সাধারণ মানুষ।

Government Scheme 2024: সরকারের নতুন স্কিমে ফ্রিতে দেওয়া হচ্ছে ল্যাপটপ ও স্কুটি। কিভাবে পাবেন? জানুন পদ্ধতি

Gold Price 2024 Latest Update

তবে দাম বাড়লেও সোনা ও রূপার মূল্যে ব্যাপক ওঠানামা দেখা গিয়েছে বিগত কয়েকদিন ধরেই। এবারেও তার ব্যতিক্রম হলো না। জ্যৈষ্ঠ মরশুমে কলকাতার সোনা ও রুপার দাম কোথায় গিয়ে ঠেকলো, সাধারণ মানুষের জন্য সেই তথ্য রইল। বৈশাখের শুরু থেকেই একের পর এক উৎসব ও অনুষ্ঠান, জারি ছিল মধ্যবিত্তের সোনা কেনার চল। পহেলা বৈশাখ, অক্ষয় তৃতীয়ার দিনে কমবেশি বহু মানুষ সোনা কিনে থাকেন।

তাই সোনার দামের দিকে নজর থাকে সবারই। তাছাড়া সোনার দামের ওঠানামার মাঝে দাম কখনো কমলেই বাড়িতে সোনা কিনে জমিয়ে রাখার ইচ্ছে পোষণ করেন জনতা। ‌কিন্তু সবকিছুর আগেই জানা দরকার সোনার দাম এখন কত হলো। কতটা হেরফের হল সোনার দামে। কলকাতায় আজকে সোনা ও রূপার দাম কততে গিয়ে পৌঁছালো।

Gold & Silver Price Today 2024

২২ ক্যারেট সোনার দাম কত হলো?

হিসেব বলছে, সোনা এবং রূপার দাম আর নতুন করে বাড়েনি। যে খবরটি সোনার অপেক্ষায় ছিলেন আপামর জনতা। নিঃসন্দেহে এটি সুখবর সবার জন্য। কিন্তু সোনা আর উপার দাম কত হলো তার হিসেব জানা জরুরী। জানা যাচ্ছে শহর কলকাতা -তে ২২ ক্যারেট বা ১ গ্রাম সোনার দাম হয়েছে প্রায় ৬৬৫০ টাকা। এছাড়া, ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনা বিক্রিত হচ্ছে ৬৬,৫০০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম পৌঁছল ৬,৬৫,০০ টাকায়।

২৪ ক্যারেট সোনার দাম কত হলো?

২২ ক্যারেটের পর এবার আসা যাক ২৪ ক্যারেট এর আলোচনায়। একটি হিসেব থেকে জানা যায়, ১ গ্রাম খাঁটি সোনার দাম হয়েছে ৭২৫৫ টাকা। কলকাতা শহরে ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে প্রায় ৭৫,৫৫০ টাকায়। পাশাপাশি, ১০০ গ্রাম সোনা বিক্রিতারা বিক্রি করছেন প্রায় ৭,২৫,৫০০ টাকায়। ২২ ক্যারেট আর ২৪ ক্যারেট এর দাম তো জেনে নিলেন। ‌ এবার ১৮ ক্যারেটের দাম জানার পালা।

TRAI: মোবাইলে এবার 10 এর বদলে 13 টি নম্বর। সম্পূর্ণ বদলে যাচ্ছে নিয়ম। বড়সড় সিদ্ধান্ত টেলিকম বিভাগের

কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম কত?

শহর কলকাতায় ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে মোটামুটি ৫৪,৪১০ টাকায়। ১০০ গ্রাম সোনার বিক্রয় মূল্য হয়েছে ৫,৪৪,১০০ টাকা। সোনার মতো গতকাল রবিবার রুপোর দাম বাড়েনি, যে খবর আরো বেশি করে আমজনতার স্বস্তির কারণ। হিসেব বলছে ১০০ গ্রাম রুপো মিলছে আগের দিনের মতো ৯১০০ টাকায়। আর এক কেজি রুপো পাওয়া যাচ্ছে ৯১,০০০ টাকায়।

রাজধানীতে সোনা ও রূপার দাম কত?

কলকাতার মতো গতকাল রবিবার রাজধানী দিল্লিতেও সোনা ও রুপোর দামে কোনও বদল হয়নি। সোনা ও রুপোর বর্তমান দাম আগের দামের মতোই ঘোরাফেরা করছে। বলছে রাজধানীতে, সোনার দাম প্রতি ২৪ ক্যারেটে ৭৩,১৫০ টাকা হয়েছে। এছাড়া এক কেজি রুপোর দাম ছুঁয়েছে ৯০ হাজার টাকা। যদিও, এ কথা সত্যি যে, শনি আর রবিবার ভারতীয় কমোডিটি মার্কেটে সাপ্তাহিক ছুটি জারি থাকে।