Gold Price – পর পর তিনদিন 5000 টাকা কমলো সোনার দাম। আগামী সপ্তাহে সোনার সম্ভাব্য দাম জেনে নিন

বাঙালির প্রিয় ধাতু সোনা, রুপোর দাম (Gold Price) দিন দিন যেভাবে আকাশ ছুঁয়েছিল তাতে মধ্যবিত্তের কপালে পড়ে চিন্তার ভাঁজ। লাখ টাকা দিয়ে সোনা (Gold Price) কেনার আগে দুবার ভাবতে হচ্ছিল সবাইকেই। এদিকে, যে কোনো উৎসব, অনুষ্ঠানে এখনো বাঙালির প্রিয় ধাতু সোনা কেনার চল রয়ে গিয়েছে (Gold Price)। সবার চিন্তার কারণ ছিল, দাম যদি এভাবে বাড়তে থাকে আগামী দিনে কোথায় যাবে সোনার দাম (Gold Price)?

আর সোনার দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিলো রুপোর দামও। কিন্তু কিছুদিন আগে কেন্দ্রীয় বাজেটের পর গত কয়েকদিনে অনেকটাই কমলো বাঙালির প্রিয় ধাতুর দাম (Gold Price)। তিনদিনের হিসেবে বেশ চোখে পড়ার মত দাম কমেছে সোনার (Gold Price)। আপনিও ভাবছেন এই ফাঁকে সোনা (Gold Price) কিনে রাখবেন? তাহলে আগামী সপ্তাহের সোনার সম্ভাব্য দাম জেনে নিন।

Gold Price 2024 | সোনার দাম ২০২৪

হলুদ ধাতুর চড়া দাম অনেকদিন ধরেই চড়ছে (Gold Price)। সোনা যে কেবল মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত তা নয়। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি জড়িয়ে রয়েছে স্বর্ণ ধাতুর সঙ্গে (Gold Price)। বছরের বেশ কিছুদিন যেমন পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, ধনতেরাসের সময় সোনা কেনার আগ্রহ বেড়ে যায়। কিন্তু সোনার দাম (Gold Price) যে হারে বেড়েছে, সেখানে অনেকেই সোনার বদলে রূপো কিনেই সন্তুষ্ট ছিলেন। শুধুমাত্র শখ আগ্রহের জন্য নয়, সোনা বিনিয়োগ বাজারেও অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাতু। মধ্যবিত্তের সম্পদ সোনা (Gold Price) আপদে-বিপদে সব সময়ই সাহায্য করে। গোল্ড লোন নেওয়া কিংবা সোনায় ইনভেস্ট করার প্রতিও আগ্রহ রয়েছে বাঙালি, অবাঙালি সবারই। তাই বাজেট ২০২৪ এর পর মুখে হাসি ফুটেছে সবার।

চলতি বাজেটে আয়কর স্ল্যাবে বদল। জনতার পকেটে স্বস্তি! টাকা বাঁচবে সবার

বাজেটের পর দাম কমলো সোনা-রূপোর?

কেন্দ্রীয় বাজেটে সোনা ও রুপোর মতো মূল্যবান ধাতুর উপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই সিদ্ধান্তের কথা সর্বসমক্ষে জানিয়েছেন। ঘোষণার পর থেকেই একলাফে দাম কমেছে উভয় ধাতুর। শুল্ক কমার ফলে সোনা রুপোর দাম যে কমেছে তাই লক্ষণীয়ভাবে উল্লেখযোগ্য। বাজেটের পরেই তার প্রতিফলন দেখা গিয়েছে। গত বৃহস্পতিবার অর্থাৎ ২৫ জুলাই বুলিয়ন বাজারে সোনার দাম প্রায় ১০০০ টাকা কমেছে এবং প্রতি ১০ গ্রামের দাম নেমে এসেছে ৭০,৬৫০ টাকায়। শুধুমাত্র সোনা নয়, দাম কমেছে রুপোরও। তীব্র হ্রাস পেয়ে এই ধাতুর দাম প্রতি কেজি ৩৫০০ টাকা কমে ৮৪,০০০ টাকায় নেমে এসেছে।

কেন হঠাৎ করে দাম কমলো সোনা-রূপোর?

কয়েকদিন আগে 23 জুলাই, 2024-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ঘোষণা করেন। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন সোনার উপর শুল্ক কমানোর বিষয়টি। তখন থেকে ধারণা করা যাচ্ছিল, হয়তো খুব শীঘ্রই ‌দাম কমবে স্বর্ণ ধাতুর। বাজেটের পর দেখা গেল, তিন দিনে সোনার দাম ১০ গ্রাম প্রতি প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমেছে।

২২ জুলাই, বুলিয়ন বাজারে সোনা প্রতি ১০ গ্রাম ৭৫,৬৫০ টাকায় বন্ধ হয়েছে। এর পাশাপাশি, তিন দিনে সোনার দাম কমে ৬.৬০ শতাংশ। আর যদি বলা হয় রূপার দামের কথা, তাহলে দেখা যায়, রূপার দাম কমেছে কেজি প্রতি ৯১ হাজার থেকে কমে এক লাফে ৮৪ হাজার টাকায়। অর্থাৎ তিন দিনের হিসেব বলছে, রুপোর দাম কমেছে কেজি প্রতি ৭,০০০ টাকা বা ৭.৭০ শতাংশে।

চলতি বাজেটে আয়কর স্ল্যাবে বদল। জনতার পকেটে স্বস্তি! টাকা বাঁচবে সবার

বিদেশের বাজারেও পড়ছে সোনার দাম

ভারত শুল্ক কমানোর পর সোনা-রূপার দাম বেশ খানিকটা কমেছে। যার ফলস্বরূপ দেখা যাচ্ছে, বিদেশের বাজারেও সোনার দাম অনেকটা নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি দ্বিগুণ ধাক্কা দিয়েছে। হিসেব বলছে, আন্তর্জাতিক বাজারে কমক্সে স্বর্ণের দাম আউন্স প্রতি ৪২.২০ ডলার কমে 2,421.80 ডলারে লেনদেন হচ্ছে। আর রুপো প্রতি আউন্স 28.04 ডলারে বন্ধ।

বুলিয়ন বাজারে এভাবে সোনা ও রূপার দাম কমার বিষয়ে HDFC সিকিউরিটিজের সিনিয়র কমোডিটি অ্যানালিস্ট সৌমিত্র গান্ধী বলেছেন, ইউরোপের বাজারে এই হারে পতনের কারণে বৃহস্পতিবারের সেশনেও কমেছে সোনার দাম। এছাড়া মার্কিন অর্থনৈতিক তথ্য প্রকাশের আগে টেকনিকয়ালি গোল্ডের দাম কম হয়ে এসেছে।

এই সময় কি সোনা কিনে রাখবেন?

বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনেও দাম কমার ধারা অব্যাহত থাকবে। তাই সোনা, রুপোর দাম কমতে অনেকেই পরিকল্পনা করছেন এই সময় সোনা কিনে রাখবেন। আপনিও যদি তেমনটা ভেবে থাকেন, তাহলে সোনা কেনার দিন আরো একবার প্রিয় ধাতুর দামের তালিকায় চোখ বুলিয়ে নেবেন। আর রুপোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।