Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে পতন! সোনা কিনবেন বলে ভাবছেন? 10 গ্রামের দাম জেনে নিন

প্রত্যেক সপ্তাহের শুরুতেই সোনার দাম(Gold Price) নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। সোনার দাম কমলো নাকি বাড়লো সেটাই আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে। কারণ সোনার দামে(Gold Price)-র উপর ভিত্তি করেই নির্ধারিত হয় তার চাহিদা। এমনিতেই সারা বছর সোনার চাহিদা থাকে।

একাধিক অনুষ্ঠান, উৎসব সোনা কিনতে মানুষকে উৎসাহিত করে(Gold Price). আপনিও যদি এই সপ্তাহে সোনা কিনবেন(Gold Price) বলে ভেবে থাকেন তাহলে একনজরে জেনে নিন কত হতে চলেছে সোনার দাম(Gold Price). সপ্তাহের শুরুতে সোনার দামে নজর কাড়া পরিবর্তন দেখা গিয়েছে(Gold Price). স্বর্ণ ধাতুর দাম(Gold Price) নতুন করে কত হলো, সেটাই এবার জেনে নেওয়া যাক।

সোনা কেনার সবচেয়ে লাভজনক সময়! কদিন পরেই দাম বাড়বে সোনার! আজ 10 গ্রাম দাম কত হলো জানুন

Gold Price 2024 | সোনার দাম ২০২৪

আমরা আগের হিসাব থেকে দেখেছি যে, বিগত কয়েক সপ্তাহ ধরেই সোনার দাম(Gold Price) অনেকটা কমেছে। আর সোনার দামের(Gold Price) এই পতন জারি থাকলেও চলতি সপ্তাহেও। অর্থাৎ সোনার দাম(Gold Price) কমেছে বলেই দেখা যাচ্ছে। এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন, যদি সত্যিই সোনার দাম কমে থাকে তাহলে কতটা কমেছে? নিঃসন্দেহে, সোনার দামের(Gold Price) এই পতন মধ্যবিত্তের স্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সামনে আসছে দুর্গাপুজো।

পুজোর মরশুমে টুকটাক সোনার কেনাকাটা অনেকেই করেন(Gold Price). আর পূজো মিটলে দীপাবলি ও ধনতেরাস উৎসব। তখন সোনা কেনার হিড়িক দ্বিগুণ হয়ে যায়।আপনিও চাইলে সোনা কিনতে পারেন এই সময় যখন সোনার দাম কম থাকছে। বর্তমানে সোনার দামে(Gold Price) এই পতন প্রায় সবার মুখে হাসি ফোটাচ্ছে। আপনারা যদি সোনা কেনার প্ল্যান থাকে তাহলে এক ভরি সোনার দাম(Gold Price) কত হচ্ছে সেটাই জেনে নিন। আপনার সুবিধার্থে সোনার দামের বর্তমান একটি চিত্র তুলে ধরা হলো।

হুড়মুড়িয়ে কমলো সোনার দাম! রূপোর রেট শুনলে চোখ কপালে উঠবে! দুই ধাতুর দাম বর্তমান দাম জেনে নিন

Gold Price 2024 New Update

আমরা আগের হিসাব থেকে দেখেছি যে, বিগত কয়েক সপ্তাহ ধরেই সোনার দাম(Gold Price) অনেকটা কমেছে। আর সোনার দামের(Gold Price) এই পতন জারি থাকলেও চলতি সপ্তাহেও। অর্থাৎ সোনার দাম(Gold Price) কমেছে বলেই দেখা যাচ্ছে। এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন, যদি সত্যিই সোনার দাম কমে থাকে তাহলে কতটা কমেছে? নিঃসন্দেহে, সোনার দামের(Gold Price) এই পতন মধ্যবিত্তের স্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সামনে আসছে দুর্গাপুজো।

পুজোর মরশুমে টুকটাক সোনার কেনাকাটা অনেকেই করেন(Gold Price). আর পূজো মিটলে দীপাবলি ও ধনতেরাস উৎসব। তখন সোনা কেনার হিড়িক দ্বিগুণ হয়ে যায়।আপনিও চাইলে সোনা কিনতে পারেন এই সময় যখন সোনার দাম কম থাকছে। বর্তমানে সোনার দামে(Gold Price) এই পতন প্রায় সবার মুখে হাসি ফোটাচ্ছে। আপনারা যদি সোনা কেনার প্ল্যান থাকে তাহলে এক ভরি সোনার দাম(Gold Price) কত হচ্ছে সেটাই জেনে নিন। আপনার সুবিধার্থে সোনার দামের বর্তমান একটি চিত্র তুলে ধরা হলো।

রবিবার ১ সেপ্টেম্বরের হিসেব থেকে দেখা যায়, ১ কেজি রুপোর দাম ৮৭০০০ টাকা। তার পরের দিন অর্থাৎ সোমবার ২ সেপ্টেম্বর ১ কেজি রুপোর দাম আরো ১০০ টাকা কমে হলো ৮৬৯০০ টাকা৷ এর পাশাপাশি, ২২ ক্যারাট সোনার দাম(Gold Price) রবিবার ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ছিল ৬৬৯৫ টাকা।

তারপরের দিন অর্থাৎ সোমবার দিন ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমপরিমাণের ও সম মানের সোনার দাম আরও ২৫০ টাকা কমে গিয়ে হলো ৬৬৭০০ টাকা হয়েছে৷ অন্যদিকে, ২৪ ক্যারাট সোনার দাম(Gold Price) রবিবার ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ছিল ৭৩০৪০ টাকা। এবং তার পরের দিন অর্থাৎ সোমবার ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে একই পরিমাণের ও সম মানের সোনার দাম(Gold Price) ২৭০ টাকা কমে হলো ৭২৭৭০ টাকা।