Gold Price: সপ্তাহের শুরু! সোনার দাম শুনলে চমকাবেন! ১০ গ্রাম সোনা কিনতে কত খরচ হবে আপনার?

নিত্যদিন সোনার দামে(Gold Price) নজর থাকে আমজনতার। সোনার দামে(Gold Price) ওঠা পড়া লেগেই রয়েছে। তবে গত কয়েকদিন ধরে সোনার দাম মাত্রাতিরিক্ত হারে কমছে। যার জন্য মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। এমন পরিস্থিতিতে সপ্তাহের শুরুতে সোনার দাম(Gold Price) কত হলো সেদিকে নজর দিতে হবে। আপনি যদি ১০ গ্রাম সোনা কিনে আনেন, তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে? আসল সেই হিসেব এবার বিস্তারিত জানা যাক। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে সোনার দাম(Gold Price) এক নজরে জানা যাক।

Gold Price: সোনার দাম কমলো না বাড়ল?

বাঙালির প্রিয় স্বর্ণ ধাতুর ব্যবহার নিয়ে আলাদা করে বলার নেই।বাংলার সংস্কৃতি, উৎসব, অনুষ্ঠান বিনিয়োগ সমস্ত ক্ষেত্রে সোনা যেন অপরিহার্য। ‌ তবে আগের মত এখন আর ইচ্ছেমতো সোনা কেনা যায় না। তার কারণ হল সোনার দাম(Gold Price). সোনার ঊর্ধ্বমুখী দামের ফলে অনেকেই এখন বিকল্প হিসেবে রূপো কিংবা অন্যান্য ধাতু কিনছেন।

তবে মধ্যবিত্তের নাগালের মধ্যে সোনা কবে আসবে তাই নিয়ে নিরন্তর হিসেব -নিকেশ চলছে। বাজেটের পর থেকে সোনার দাম(Gold Price) কিছুটা হলেও হ্রাস পেয়েছে। যার ফলে সাধারণ মানুষের সোনা কেনার প্রবণতা বাড়ছে। অগাস্টের শুরু থেকে স্বর্ণ ধাতুর দাম(Gold Price) অনেকটাই কমেছে। আর তাই সাধারণ মানুষের মুখে ফুটেছে হাসি। এখন দেখে নেওয়া যাক সোনার দাম(Gold Price) ফের কমলো না বাড়লো।

ফিক্সড ডিপোজিট করবেন? এই ৫ টি ব্যাংক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে!

Gold Price: সপ্তাহের শুরুতে সোনার দাম কত হলো?

আগস্টের দ্বিতীয় সপ্তাহের শুরুতে সোনা রুপোর দামে বড় বদল দেখা দিল। আমরা সবাই জানি, প্রতিদিনই সোনা ও রুপোর দামে বদল হয়ে থাকে ৷ বেশ কয়েকদিন ধরেই তাই সোনার দামে বিরাট বদল দেখা দিয়েছে৷ মধ্যবিত্তের প্রশ্ন, আগামী দিনে কি আরও কমবে সোনার দাম নাকি বাড়তে পারে? তাহলে এখনই সোনা কিনে রাখাই উপযুক্ত বলে মনে করছেন অনেকে।

বাজেটের পর থেকেই হু হু করে কমতে শুরু করে সোনার দাম।সাম্প্রতিক হিসাব থেকে দেখা যাচ্ছে, আগের তুলনায় এখনও অনেকটাই কম রয়েছে সোনার ক্রয়মূল্য। বোঝাই যায় এর ফলে সোনালি ধাতুর চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে। সমাজের অনেকে বর্তমানে আসন্ন পারিবারিক অনুষ্ঠান, বিয়ে কিংবা ধনতেরাসের জন্য সোনা কিনে রাখছেন।

অনেকের ধারণা এটাই সোনা কেনার সবথেকে ভালো সময়। একটি হিসেব বলছে আগামী দিনে সোনার দাম বেড়ে ৮২ হাজার হয়ে যেতে পারে। ফলে বোঝাই যাচ্ছে সোনা কেনার আগ্রহ কতটা বাড়ছে আমজনতার মধ্যে। তাই প্রতিদিন প্রায় সোনার দামের দিকে নজর দিচ্ছেন সকলে। কত টাকা হল সোনা বা রুপোর দর? আসুন এবার সেই হিসেবে নজর দেওয়া যাক।

সোনার দামে রেকর্ড পতন! অফারে অফারে চমৎকার! আজ 22 ক্যারেট সোনার দাম কত?

গতকাল রবিবার দেখা যায়, ১ কেজির উপর দর ৮৮,১০০ টাকা হয়েছে। ‌অন্যদিকে এদিন সোমবার ১ কেজি রুপোর দর হয়েছে- ৮২,৫০০ টাকা। মোটামুটি প্রায় ৫৬০০ টাকা কমেছে রুপোর দাম। রুপোর পর এবার সোনার দামের দিকে নজর দেওয়া যাক- গতকাল রবিবার ২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে- রবিবারের বাজারে ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৪৪৫০ টাকা।

আজ ১২ আগস্ট সোমবার সম পরিমাণের ও সমমানের সোনার দাম আরও কিছু টা বেড়েছে। সোনার দাম ২৫০ টাকা বেড়ে ৬৪৭০০ টাকা হলো। একইভাবে, ২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে বিচার করলে বলা যায়- গতকাল অর্থাৎ ১১ অগাস্ট, ২০২৪ তারিখ রবিবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছিল ৭০৩১০ টাকা। কিন্তু আজ ১২ আগস্ট ২০১৪ সোমবার তারিখে সমপরিমাণের এবং সম মানের সোনার দাম বেড়ে হয়েছে ৭০৫৮০ টাকা।