Gold Rule 2024: বাড়িতে ঠিক কতটা সোনা রাখা যায়? আয়কর বিভাগের নতুন নিয়ম জানেন তো?

বাঙালির প্রিয় ধাতু সোনা। শখে, স্বাচ্ছন্দ্যে সোনা কিনে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজনে সোনা কিনে রাখেন সাধারণ মানুষ। সোনার দাম কিছুটা কমলেই তার চাহিদা বেড়ে যায়। বর্তমানে তেমনটাই দেখা যাচ্ছে। কিন্তু সোনা রাখার নিয়ম (Gold Rule) কি জানেন? অর্থাৎ আপনি বাড়িতে কতটা সোনা রাখতে পারেন? সোনা রাখার জন্য নিয়ম জারি করেছে আয়কর বিভাগ (Gold Rule). সোনা সম্পর্কিত সেই নিয়ম জানা জরুরি আপনার। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করা হলো।

ভাবা যায়! আগামী তিন মাস সোনার দামে ব্যাপক বদল! সোনার দাম কমবে নাকি বাড়বে? জেনে নিন

Gold Rule 2024

ভারতীয়দের শিল্প ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সোনা। বিভিন্ন উৎসব, অনুষ্ঠান ও পুজো পার্বণের ক্ষেত্রে সোনা কেনার চেষ্টা করেন মানুষ। অনেকেই সোনা কিনে বাড়িতে রেখে দেন। কিন্তু আয়কর বিভাগের নিয়ম বলছে, আপনি ঘরে নির্দিষ্ট পরিমাণ সোনাই রাখতে পারবেন। সেক্ষেত্রে নিয়মে (Gold Price) কি উল্লেখ করা হয়েছে? অর্থাৎ ঠিক কতটা পরিমাণ সোনা আপনি বাড়িতে রাখতে পারবেন? নিয়ম না মানলে কিবা হতে পারে, বাড়িতে সোনা রাখার একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে সেই সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সীমার বেশি সোনা রাখলে তা অপরাধ বলে গণ্য হয়। আয়কর দপ্তর এর জন্য জরিমানা নিতে পারে। আর তাই, বাড়িতে সোনা রাখার বিষয়ে আপনার সম্যক জ্ঞান থাকা জরুরী। আপনি বাড়িতে কতটা সোনা রাখতে পারেন তা আয়কর দপ্তরে নিয়ম (Gold Rule)। থেকেই জেনে নিন। নিত্যদিন যেমন সোনার দামের দিকে নজর থাকে, ঠিক তেমনভাবেই সোনা সম্পর্কিত নিয়ম গুলিও মেনে চলা জরুরী। একজন ভারতবাসী হিসেবে এটাই দায়িত্ব আপনার।

সোনা কেনার সবচেয়ে লাভজনক সময়! কদিন পরেই দাম বাড়বে সোনার! আজ 10 গ্রাম দাম কত হলো জানুন

Gold Rule By Economic Department 2024

সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস -এর নিয়ম বলছে, ভারতবাসী একজন বিবাহিত মহিলা তাঁর বাড়িতে সোনা রাখতে পারেন সর্বোচ্চ ৫০০ গ্রাম। তবে অবশ্যই যেটা জরুরী, এই সোনা কোথা থেকে কেনা হয়েছে, তার প্রমাণ আপনার কাছে থাকতে হবে। বর্তমানে সোনা কেনা, সংরক্ষণ এবং ট্যাক্সে সংক্রান্ত আইনে বিশেষ কড়াকড়ি করছে সরকার।

ভারতের আয়কর আইন বলছে, ভারতীয় একজন বিবাহিত নারী ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন নিজ বাড়িতে নিজের কাছে। আর অবিবাহিত মহিলাদের জন্য এই সীমা ২৫০ গ্রাম। একজন অবিবাহিত মহিলা ২৫০ গ্রাম সোনা নিজের কাছে রাখতে পারেন। এছাড়া, কোনো পরিবারের পুরুষ সদস্যদের নিজের কাছে মোট ১০০ গ্রাম সোনার রাখার অনুমতি দেওয়া হয়েছে সরকারি তরফে।

এছাড়া, সোনার ট্যাক্স সম্পর্কিত বিষয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে আপনারা জেনে নিন যে সরকারি নিয়ম বলছে বাড়িতে সোনা রাখার জন্য আপনাকে কোন ট্যাক্স দিতে হবে না। তবে সেই সোনা যদি কোনো সময় বিক্রি করা হয়, তবে তার জন্য অবশ্যই ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে বংশ পরম্পরায় প্রাপ্ত সোনার উপর একজন নাগরিক কে কোনও ট্যাক্স দিতে হয় না। যদি কোনো সময় আয়কর বিভাগ থেকে রেইড হয়, সেক্ষেত্রে তাঁরা নির্ধারিত সীমার মধ্যে থাকা সোনা বাজেয়াপ্ত করতে পারবে না। কারন সেটা নিয়ম বহির্ভূত।