Government Employees: সরকারি কর্মীদের জন্য বাম্পার সুখবর! DA বৃদ্ধির আগেই বাড়ছে এই সুবিধা। রাজ্যের বিজ্ঞপ্তি জারি

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের (Government Employees) জন্য দারুন সুখবর। আবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি হলো সরকারের তরফে। এই বিজ্ঞপ্তিতে খুশির খবর সরকারি কর্মীদের জন্য। এমনিতেই সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির দাবি করে আসছেন। শোনা যাচ্ছিল পুজোর আগে সম্ভবত মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার। তবে সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির আগেই কেন্দ্রীয় সরকার দিল ওপর একটি ভালো খবর। সরকারি কর্মীরা খুব শীঘ্রই পেতে চলেছেন অতিরিক্ত নানান সুবিধা (Government Employees). আর এই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে? সরকার ঠিক কোন সুবিধা দেওয়ার কথা বলেছে? আসুন এই বিষয়ে জেনে নেওয়া যাক।

বড় খবর! তিন সপ্তাহের মধ্যে বকেয়া পাবেন।আদালতের নির্দেশ! পুজোর আগে মুখে হাসি ফুটল সরকারি কর্মীর

Notice For Government Employees 2024

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে সরকারি কর্মীদের জন্য (Government Employees). যে বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, হেলথ স্কিমের (সিজিএইচএস) নিয়ম বদল করা হয়েছে সম্প্রতি। আর এই কার্ডধারীরা যাতে আরও সহজে সুবিধা পান, সেই কারণে এই নিয়মে বদল আনা হয়েছে। সরকারি হাসপাতাল ও সিজিএইচএস-এর (CGHS) অধীনস্থ নথিভুক্ত সকল বেসরকারি হাসপাতালে যে রোগী রেফারের প্রক্রিয়া ও চিকিৎসার প্রক্রিয়া চলে সেগুলি আরও সহজ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নতুন একটি বিজ্ঞপ্তি সামনে এলো। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত জুন মাসের ২৮ তারিখ জারি হওয়া নির্দেশিকার ভিত্তিতে বেশ কিছু প্রশ্ন আসছে। আর নানান বিষয়ে জানতেও চাওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা যায় এমতাবস্থায় একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিওর’ বানানো হয়েছে।

মহালয়ার আগেই বাংলার বাড়ি বাড়ি পৌঁছে যাবে পুজোর উপহার! বিরাট সিদ্ধান্ত তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Government Employees CGHS Rule Change

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে এমারজেন্সি ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংগঠনগুলির আর কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমের থেকে রেফার ছাড়পত্রের প্রয়োজন হবে না। যে সকল জায়গায় চিকিৎসা চলছে, সেখানে বিশেষজ্ঞের থেকে সকল জরুরি এমারজেন্সি সার্টিফিকেট নিয়ে আসা হবে। আর তাহলেই উপভোক্তারা পেয়ে যাবেন নগদ বিহীন ট্রিটমেন্টের সুবিধা। তবে জেনে রাখুন যে, এখানেই শেষ নয়।

যে সকল উপভোক্তার বয়স সত্তরের বেশি, সেই সকল উপভোক্তাদের সিজিএইচএসে নথিভুক্ত হাসপাতালে বিশেষজ্ঞের পরামর্শ নিতে এখন থেকে কোনও রেফারালের দরকার হবে না। সেক্ষেত্রে তালিকাভুক্ত যে কোনও প্রক্রিয়ার জন্য এখন থেকে আর রেফারের কোনও বিষয় থাকছে না। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যে যে বিষয় তালিকায় উল্লেখ করা নেই, সেগুলির জন্য সিজিএইচএস কর্তৃপক্ষের থেকে আগে থেকে অনুমোদন নিতে হবে।