Government Employees: সরকারি কর্মীদের বেতন বাড়ছে একধাক্কায় 28,800 টাকা! কবে থেকে? বিস্তারিত জেনে নিন

সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই শুরু হয়ে যায় উৎসবের মরসুম। পরপর থাকে অনেকগুলো উৎসব। যেমন, গণেশ চতুর্থী, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, আরও বেশ কিছু ফেস্টিভ্যাল। আর তার মাঝেই বড় সুখবর সরকারি কর্মীদের (Government Employees) জন্য। আগস্ট মাস শেষ হওয়ার আগেই খুশির খবর পেতে চলেছেন সবাই। সরকারি কর্মীদের (Government Employees) বেতন বাড়তে চলেছে এক ধাক্কায় ২৮ হাজার ৮০০ টাকা। আর এই সুখবর পেতে চলেছেন তাঁরা খুব শীঘ্রই। কিন্তু কিসের জন্য হঠাৎ বেতন বাড়তে চলেছে তাঁদের? কবে থেকে বাড়বে বেতন?

সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা! 31 আগস্ট এর মধ্যে এই কাজ না করলে বন্ধ হবে বেতন

Government Employees DA Update

সূত্রের খবর, যে কোনও মুহূর্তে ডিএ (Dearness Allowance) নিয়ে বড়সড় ঘোষণা আসতে পারে কেন্দ্রীয় সরকারের তরফে। বিগত বেশ কয়েক দিন ধরেই সরকারি কর্মীদের ডিএ (DA) বৃদ্ধি নিয়ে বিস্তর আলোচনা চলছে। কবে কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে, কিংবা কত শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে, এসব নিয়ে সমানে চলছে চর্চা। এর মাঝেই সামনে চলে এল বিরাট এক আপডেট। যা শুনলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের(Government Employees) মুখে ফুটে উঠবে চওড়া হাসি।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন ৫০% হারে। সাম্প্রতিক একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, খুব শীঘ্রই আবার ডিএ বাড়াবে সরকার। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে আরও ৪% হারে। আর সেটি বিরাট সুখবর হবে প্রত্যেক সরকারি কর্মীর জন্য।

৫০ শতাংশ ডিএ বৃদ্ধির পর যদি আরো ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ে, তাহলে ডিএ পৌছবে রেকর্ড ব্রেকিং ৫৪% হারে। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, সরকারি কর্মীদের ডিএ যদি আরো চার শতাংশ হারে বৃদ্ধি পায় তাহলে আপনার ব্যাঙ্ক একাউন্টে ঢুকবে কত টাকা?‌ বর্ধিত ডিএ-র সঙ্গে আপনার একাউন্টে কত টাকা আসতে পারে, সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

ভারতের বাজারে আসছে 5000 টাকার নতুন নোট! ডিসেম্বর থেকেই মিলবে নোট? বন্ধ হবে আগের কারেন্সি?

Government Employees DA Hike 2024

সাধারণত প্রতি বছর দুবার করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করা হয়। সাধারণত বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারি এবং বছরের মাঝামাঝিতে অর্থাৎ ১ জুলাই থেকে বর্ধিত মহার্ঘ পান সরকারি কর্মীরা। চলতি বছর ইতিমধ্যেই এক দফায় ডিএ বৃদ্ধি করা হয়েছে। এবার অপেক্ষা যে দ্বিতীয় দফায় আর কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে।

ইতোমধ্যে শোনা যাচ্ছে, খুব সম্ভবত এবার ৩% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্র। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে, চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। তাহলে আপনার স্যালারি কত হতে পারে? এবার হিসেবের দ্বারা দেখে নেওয়া যাক। মনে করা যাক, একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন যদি ৪০,০০০ টাকা হয় আর সরকারের তরফে যদি আরও ৪% হারে ডিএ(DA) বাড়ানো হয়, তাহলে সেই ব্যক্তি প্রত্যেক মাসে বাড়তি ১৬০০ টাকা নিজের অ্যাকাউন্টে পাবেন।

এক বছরের হিসেব করলে বলা যায়, ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকবে ১৯,২০০ টাকা। আবার যদি কোনো ব্যক্তি ৬০,০০০ টাকা বেতন পান, সেক্ষেত্রে সরকার ৪% হারে ডিএ বৃদ্ধি করলে তাঁরা প্রতিমাসে অতিরিক্ত ২৪০০ টাকা করে পাবেন। এক বছরের নিরিখে হিসেবের অংকটা হবে ২৮,৮০০ টাকা। আপনার ব্যাংক একাউন্টে আসবে আরও ২৮,৮০০ টাকা। নিঃসন্দেহে এটি খুশির খবর সবার জন্য।