Government Employees DA 2024: পুজোর আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা! দেওয়া হবে এরিয়ার! কবে মিলবে সুখবর? জানুন‌

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুব শীঘ্রই আসছে সুখবর। সেপ্টেম্বরে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বার্তা জোরালো হচ্ছে(Government Employees DA). প্রত্যেক বছর দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর দেয় কেন্দ্রীয় সরকার। একবার বছরের শুরুর দিকে। আর একবার হল বছরের মাঝামাঝি সময়।

বছরের শুরুর দিকে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়েছিল(Government Employees DA). শোনা যাচ্ছে, এবার সেপ্টেম্বর মাসে ফের একবার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। কর্মীদের ডিএ বাড়বে তিন শতাংশ হারে। আর সে অপেক্ষায় দিন গুনছেন সরকারি কর্মীরা। যা খবর মিলছে, খুব সম্ভবত সেপ্টেম্বর মাসের মধ্যেই ডিএ বৃদ্ধির ঘোষণা হবে (Government Employees DA).

অবশেষে সুখবর! বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার! DA আন্দোলনের মাঝে খুশির জোয়ার সরকারি কর্মীদের

Government Employees DA Update 2024

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন মাসের AICPI সূচকের ডেটা থেকে স্পষ্ট হয় যে, খুব শীঘ্রই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে(Government Employees DA). এমনকি এটাও জানা যাচ্ছে যে, কতটা ডিএ বৃদ্ধি পেতে পারে। শুধুমাত্র সরকারি কর্মীরা নন নতুন ঘোষণা দ্বারা উপকৃত হবেন পেনশন ভোগীরাও।

সপ্তম বেতন কমিশনের অধীনে সরাসরি সুবিধা পাবেন সবাই (Government Employees DA). ২০২৪ সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে ৫০% হারে। বর্তমানে সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এছাড়া দেখা যাচ্ছে জুন মাসে AICPI সূচকে ১.৫ পয়েন্টের বিশাল বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। আর সেই কারণেই বৃদ্ধি পাচ্ছে মহার্ঘ ভাতার স্কোর।

ইতোমধ্যে, জানুয়ারি ও জুন মাস ২০২৪ এর মধ্যে আসা AICPI-IW সূচক সংখ্যা থেকে জানা যাচ্ছে, জুলাই ২০২৪ থেকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে কর্মীদের ডিএ বাড়তে পারে ৩ শতাংশ হারে। জুন মাসের AICPI সূচক ১.৫ পয়েন্টের বৃদ্ধি পরিলক্ষিত হওয়ার পর তার বৃদ্ধি ১৪১.৪ হয়েছে। অন্যদিকে, মহার্ঘ ভাতার স্কোর হয় ৫৩.৩৬। এর মানে এই বিষয়টি স্পষ্ট যে, এবার মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।জানুয়ারির, সূচক সংখ্যা ছিল ১৩৮.৯ পয়েন্ট। যে কারণে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০.৮৪ শতাংশ।

বাংলায় সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি! বেজায় সমস্যায় সবাই! নোটিশে কী জানালো সরকার?

Government Employees DA Hike 2024

মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর শোনার জন্য অপেক্ষায় রয়েছেন প্রত্যেক সরকারি কর্মীরা(Government Employees DA). সকলের মনেই প্রশ্ন, তাহলে ঠিক কবে জানা যাবে ডিএ বৃদ্ধির আপডেট? আর সাম্প্রতিক সূত্র থেকে জানা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে। সরকারি কর্মী ও পেনশনভোগীরা বকেয়া পাবেন। বর্তমানে সকলে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এর সঙ্গে আরও তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা যুক্ত হলে সেক্ষেত্রে সরকারি কর্মীদের বর্ধিত ডিএ হবে ৫৩ শতাংশ।

শোনা যাচ্ছে, তিন মাসের বকেয়া দেওয়া হবে। যার মধ্যে থাকবে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস। উপকৃত হবেন লাখ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী। যদিও এখনো পর্যন্ত গোটা বিষয়টি ধারণা বলা যেতে পারে। কারণ সরকারি তরফে স্পষ্ট করে কোন ঘোষণা করা হয়নি। সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের ঘোষণার অপেক্ষায় আছেন। খুব সম্ভবত, চলতি বছরের পুজোর আগে প্রত্যেক সরকারি কর্মী সুখবর পেতে পারেন।