Government Employees: সামনে এলো বড় আপডেট! পুজোর আগেই বেতন বাড়ছে সরকারি কর্মীদের। বিস্তারিত জেনে নিন ‌

সরকারি কর্মীদের জন্য আবার একটি খুশির খবর। চলতি বছরের মাঝামাঝি এসে বড়সড় আপডেট পেতে চলেছেন তাঁরা(Government Employees). শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। আর কয়েক দিন পরেই ঢাকে পড়বে কাঠি। আর এর মধ্যেই বড় খবর সরকারি কর্মীদের জন্য(Government Employees). চলতি বছরের দূর্গাপুজোর আগেই নাকি বেতন বাড়তে চলেছে কর্মীদের। কোন নতুন তথ্য সামনে আসছে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ইউপিআইতে টাকা লেনদেন করেন? Google Pay, Phone Pay, ব্যবহারের আগে ‘এই’ বিষয়ে জানুন! নয়তো বড় বিপদে পড়বেন

Government Employees Salary Hike

চলতি বছর ছিল লোকসভা ভোট। আর লোকসভা ভোটের আগে এক দফায় ৪% ডিএ বৃদ্ধি করে কেন্দ্রের সরকার বর্তমানে হিসেব অনুযায়ী ৫০% হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা(Government Employees). তবে জানা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই ফের মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দিতে চলেছে কেন্দ্র। খুশি হবেন সরকারি কর্মীরা(Government Employees). লাভবান হবেন লাখ লাখ সরকারি কর্মী।

রিপোর্ট বলছে, আগামী মাসে সরকারি কর্মীদের(Government Employees) জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার। আর সেই খবর ঘুরছে সর্বত্র। যদিও এখনও এই নিয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি। তবে মনে করা হচ্ছে, আবার তিন শতাংশই মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের(Government Employees).

Government Employees DA Update

এদিকে, এও খবর মিলছে যে, বকেয়া ডিএ(DA) মেটানোর দাবিতে সম্প্রতি জমা পড়েছে প্রস্তাব। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রস্তাব পাঠিয়েছেন ন্যাশনাল কাউন্সিল (এমপ্লোয়িজ সাইড) জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র। শুধু তাই নয় সম্প্রতি বর্ষাকালীন অধিবেশনেও দুই সদস্য বকেয়া ডিএ নিয়ে কেন্দ্র সরকার কি ভাবছে সেই বিষয়ে প্রশ্ন তোলে।

সেপ্টেম্বর থেকেই বাড়ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? নতুন আপডেট পেতেই হইচই পড়ে গেল চারিদিকে

বকেয়া ডিএ সংক্রান্ত প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, এই বিষয়ে সরকার এখনই নতুন করে সিদ্ধান্ত নেয়নি বা বিবেচনা করছে না। কোভিড মহামারীর সময়ে আটকে থাকা ১৮ মাস-এর বকেয়া ডিএ ও ডিয়ারনেস রিলিফ (ডিআর) দেওয়ার সম্ভাবনা কম। ‌খুব সম্ভবত সেগুলি আর দেওয়া হবে না।

তবে যে আশা করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার হয়তো ২০২৪ সালের সেপ্টেম্বরে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) আরো তিন শতাংশ বৃদ্ধি করতে পারে। এটি কার্যকর হবে ১ জুলাই, ২০২৪ থেকে। সাধারণত হিসেব বলছে, মহার্ঘ ভাতা যদি ৫০ শতাংশের বেশি হয়, তখন DA মূল বেতনের সাথে যুক্ত করা হয়। কিন্তু যা খবর মিলছে, ডিএ এখনই মূল বেতনের সঙ্গে যুক্ত করা হবে না। ‌অষ্টম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত একই রকম ভাবে চলতে থাকবে। অন্যদিকে, অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে নতুন করে কোন আপডেট সামনে আসছে না। সরকারি কর্মীরা যদিও বেতন কমিশন গঠনের অপেক্ষায় আছেন। সরকারি তরফে তবুও সংশ্লিষ্ট বিষয়ে কিছুই বলা হয়নি।