Government Scheme: কৃষকবন্ধুরা পাবেন মাসে মাসে 1000 টাকা! কিষানদের জন্য নতুন প্রকল্প! সুবিধা পেতে এই ফর্ম ফিল আপ করুন

ভারত শস্য শ্যামলা দেশ। এই দেশে অন্নদাতাদের জন্য সরকার বিভিন্ন প্রকল্প এনেছে (Government Scheme)। প্রতিটি প্রকল্পে ভিন্ন ভিন্ন সুবিধা মেলে। পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের তরফে সাহায্য করা হয় (Government Scheme) কিষানদের। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প (Government Scheme) চালু করেছেন। তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের বছরে ১০০০০ টাকার আর্থিক সাহায্য করা হয়।

কয়েকটি কিস্তিতে এই টাকা পেয়ে যান কৃষকেরা (Government Scheme)। আপনিও যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তবে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন পদ্ধতি সম্পন্ন করতে হবে। তবে এবার আরও একটি নতুন প্রকল্প আরম্ভ হল কৃষকদের জন্য (Government Scheme)। আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা মাসে মাসে ১০০০ টাকার ভাতা পাবেন। কিভাবে আবেদন করতে হবে? কোন কোন নিয়ম মানতে হবে? নয়া প্রকল্প সম্পর্কে যাবতীয় তথ্য রইল আজকের এই প্রতিবেদনে।

প্রতিমাসের বিদ্যুৎ ফ্রি ফ্রি ফ্রি! সরকার আনল নতুন প্রকল্প! আপনি আবেদন করলেন?

Government Scheme For Farmers 2024

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য নতুন একটি স্কিম (Government Scheme) আরম্ভ করলেন। আর এই স্কিমের দ্বারা কৃষকেরা প্রতি মাসে ১ হাজার টাকা করে পাবেন। এই প্রকল্পের আবেদন জানানোর জন্য আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে হবে (Government Scheme)। তাছাড়া, নির্দিষ্ট আবেদন পদ্ধতি মেনে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনিও যদি সাহায্য পেতে চান, তাহলে অন্যান্য প্রকল্পের যেমন নিয়ম রয়েছে এই প্রকল্পের নিয়মগুলিও সঠিক ভাবে মানতে হবে। আসুন রাজ্য সরকারের নতুন প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত জানা যাক।

New Scheme For Farmers Eligibility

  • আবেদনকারীর বয়স ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী হতে হবে ন্যূনতম ৬০ বছর। তবে যদি আবেদনকারী শারীরিক ভাবে অক্ষম ফিজিক্যালি চ্যালেঞ্জড হন, তাহলে ৫৫ বছরে আবেদন করা যাবে।
  • আবেদনকারীকে কমপক্ষে ১০ বছরের জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • যদি আপনার নিজের নামে জমি থাকে তবে ১ একরের বেশি জমি থাকা চলবে না, যদি আপনি বর্গাদার হন তাহলে ২ একরের বেশি জমি থাকা চলবে না।
  • এছাড়া যারা ভূমিহীন ক্ষেতমজুর তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবে যদি তাঁদের কোন জমি না থাকে তাও।
  • আবেদনরত ব্যক্তির জীবনধারণের জন্য অন্য কোন সংস্থান থাকলে চলবে না। কিংবা নিকট আত্মীয় তাঁর দেখভাল করেন না, এমন হতে হবে।
  • আবেদনকারী কৃষক রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অথবা তাঁদের দ্বারা পরিচালিত/ পোষিত কোন সংস্থা থেকে অন্য কোন প্রকার আর্থিক সাহায্য পান না, এই বিষয়টি দেখতে হবে।

New Scheme For Farmers Benifits

রাজ্য সরকার পরিচালিত কৃষকদের বার্ধক্য ভাতা প্রকল্প এটি। এই প্রকল্পে কৃষকেরা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এই প্রকল্পে বিভিন্ন ব্লক অনুযায়ী সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি শ্রেণীদের কৃষক, বর্গাদার ও ভূমিহীন ক্ষেতমজুর সকলকেই আলাদা আলাদা ভাবে সাহায্য করা হবে। অতএব সহায়তা পাবেন সবাই।

বিরাট খবর! সবাইকে 12,000 টাকা করে দিচ্ছে কেন্দ্র। কোন প্রকল্প? তোলপাড় চারিদিক

New Scheme For Farmers Application

এখন প্রশ্ন হল আপনি যদি এই প্রকল্পে আবেদন জানাতে চান, তাহলে কিভাবে জানাবেন? স্কিমের অ্যাপ্লিকেশন কিভাবে হবে। আসুন এবার সেই বিষয়ে জেনে নেওয়া যাক। কৃষকেরা যদি এই প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আপনাদের একটি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আর সেই ফর্মটি পাওয়া যাবে স্থানীয় ব্লক-সহ কৃষি অধিকর্তা অথবা মহকুমা কিছু অধিকত্তা (প্রশাসন)-এর অফিস থেকে অথবা জেলার কিংবা কৃষি অধিকর্তা (প্রশাসন) -এর অফিস থেকে। আবেদনপত্র পাওয়া যাবে বিনামূল্য। সেই আবেদন পত্রটি সঠিক তথ্য দ্বারা পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে দিতে হবে। তাহলেই আপনার আবেদন গৃহীত হয়ে যাবে।

আবেদনপত্রের সঙ্গে আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে। যেমন আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্স (যদি থাকে), জমির রেকর্ডের জেরক্স, আপনার ব্যাংক একাউন্টের জেরক্স, কাস্ট সার্টিফিকেট জেরক্স (যদি থাকে)। এগুলি আপনাকে নির্দিষ্ট জায়গায় জমা দিতে হবে। কোথায় জমা দেবেন? জানুন।

আপনি যদি রাজ্য সরকারের এই প্রকল্পে নিজের আবেদন সাবমিট করতে চান, তাহলে আপনাকে আবেদন স্থানীয় ব্লকের-সহ কৃষি অধিকর্তা অথবা মহকুমা সহ কৃষি অধিকর্তা (প্রশাসন)-এর অফিসে অথবা জেলার উপকৃষি অধিকর্তা (প্রশাসন)-এর অফিসে গিয়ে জমা করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয় আরো জানতে উল্লিখিত অফিস গুলোতে যোগাযোগ করতে পারেন। কৃষকেরা এই প্রকল্প ছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন জমা করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রকল্পের বিষয় আরো বিস্তারিত বলা হয়েছে।

Scroll to Top