Government Scheme 2024: চাকরি না করেও মাসে মাসে মিলবে পেনশন! সরকারের এই দুর্দান্ত প্রকল্পে নাম লেখাবেন কিভাবে? জানুন

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য রাজ্য সরকার নানান ধরনের প্রকল্প (Government Scheme) এনেছে। ঠিক একই রকম ভাবে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গত কয়েক বছরে চালু করেছে। কেন্দ্রীয় সরকারের এমন বেশ কিছু প্রকল্প (Government Scheme) আছে, যেখানে প্রতি মাসে আর্থিক সাহায্য পাওয়া যায়। এমনকি কোনো একজন ব্যক্তি কোন চাকরি না করেও মাসে মাসে পেতে পারেন পেনশন। এই প্রতিবেদনে আলোচনা করা হবে ঠিক তেমনই একটি প্রকল্প সম্পর্কে। প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নেবেন।

শিশুদের জন্য পেনশন স্কিম আনলো কেন্দ্র! ‘বাৎসল্য স্কিমে’ কি যোগ্যতা? কিভাবে আবেদন? বিস্তারিত জানুন

Central Government Scheme 2024

আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা প্রকল্প সম্পর্কে (Government Scheme). কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল এই অটল পেনশন যোজনা। সরকারের তরফে আরম্ভ হওয়া একটি জনপ্রিয় প্রকল্প হলো এটি। রিপোর্ট বলছে, বর্তমানে কেন্দ্রের এই জনপ্রিয় প্রকল্পটির গ্রাহক সংখ্যা ৬.২২ কোটি অতিক্রম করে গিয়েছে। আজ থেকে বছর কয়েক আগে ২০১৫-১৬ অর্থ বর্ষ নাগাদ কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্প চালু করা হয়েছিল।

তারপর থেকে রীতিমতো সাফল্যের সঙ্গে ‌এগিয়ে চলেছে এই প্রকল্পটি। এই দেশে বসবাসকারী ১৮ থেকে ৪০ বছর বয়সি ভারতীয় নাগরিকরা এই স্কিমে আবেদন করতে পারবেন। যতদিন না গ্রাহকদের বয়স ৬০ বছর পার হচ্ছে, ততদিন তাঁরা এই প্রকল্পে‌ নিয়মিত অর্থ বিনিয়োগ করতে পারেন। গ্রাহকদের বয়স ৬০ বছর হয়ে যাওয়ার পর প্রতি মাসে তাঁরা পেনশন হিসেবে পাবেন ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা অবধি। এমনকি কোন একজন ব্যক্তি যদি চাকরি নাও করেন, তাও তিনি এই প্রকল্প থেকে প্রতিমাসে পেনশন পাবেন।

1000 টাকা অতীত! মাসে মাসে 1500 টাকা ঢুকবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে! শুরু হলো নতুন স্কিমে আবেদন

Government Atal Pension Yojana Scheme

নিয়ম অনুসারে, যদি পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি দ্বারা নিয়ন্ত্রিত এই প্রকল্পটিতে বিনিয়োগ কারীর মৃত্যু হয়, তাহলে নমিনি হিসেবে তাঁর স্বামী কিংবা স্ত্রীকে এই স্কিমের টাকা দেওয়া হয়। এখানে ১৮ বছর থেকে টাকা বিনিয়োগ করা যায়। কোনো একজন ১৮ বয়সী ব্যক্তি যদি তাঁর ৬০ বছর বয়স হওয়ার পর মাসে ৫০০০ টাকা পেনশন পেতে চান, তাহলে তাঁকে প্রত্যেক মাসে বিনিয়োগ করতে হবে ২১০ টাকা। তবে ২০০০, ৩০০০, ৪০০০ টাকা প্রতি মাসে পেতে হলে বিনিয়োগের অর্থ কিছুটা কম হয়।

সেই ব্যক্তি ৬০ বছর বয়স অতিক্রম হলে পেনশন হিসেবে প্রতিমাসে নির্দিষ্ট অর্থ পাবেন। যদি কোন একজন ব্যক্তি এই প্রকল্পে বিনিয়োগ করতে চান তাহলে নিকটবর্তী ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে ফর্ম ফিলাপ করে, আর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে জমা দিয়ে দিতে হবে। তারপর থেকে প্রতি মাসে বিনিয়োগ করতে হবে।‌ বিনিয়োগকার ব্যক্তির ৬০ বছর বয়স অতিক্রম করলে প্রতি মাসে চলে আসবে পেনশন-এর টাকা। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে নজর রাখতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে। অথবা আপনার নিকটবর্তী ব্যাংকে যোগাযোগ করতে পারেন।

Scroll to Top