পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য একাধিক নতুন প্রকল্প (Government Scheme) বিগত কয়েক বছরে আরম্ভ করেছে। যে সকল প্রকল্পের দ্বারা উপকৃত হন আট থেকে আশি। সমস্ত বয়সের জনসাধারণের জন্যই রয়েছে বিভিন্ন ধরনের স্কিম। যার মধ্যে কোন কোন প্রকল্প যেমন আর্থিক সাহায্য করে, ঠিক তেমনভাবেই কোন কোন প্রকল্পের দ্বারা ব্যক্তি অন্যান্য সাহায্য পান। পশ্চিমবঙ্গ সরকার যে যে প্রকল্প আরম্ভ করেছে তার মধ্যে অন্যতম একটি স্কিম হলো লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar). তবে এখন রাজ্য সরকারের অপর একটি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে রীতিমতো টেক্কা দিচ্ছে।
চাকরি না করেও মাসে মাসে মিলবে পেনশন! সরকারের এই দুর্দান্ত প্রকল্পে নাম লেখাবেন কিভাবে? জানুন
WB Government Scheme 2024
পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বর্তমানে ভীষণভাবে জনপ্রিয় (Government Scheme). পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগে আরম্ভ করেছিলেন লক্ষ্মীর ভান্ডার। অচিরেই এই প্রকল্প চারিদিকে যথেষ্ট নাম করেছে। একটা সময় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের দেওয়া হতো প্রতিমাসে ৫০০ টাকা ও ১০০০ টাকা। কিন্তু চলতি বছর প্রকল্পের অর্থ সাহায্য বাড়িয়েছে রাজ্য সরকার। বর্তমানে ৫০০ টাকার বদলে ১০০০ টাকা ও ১০০০ টাকার বদলে ১২০০ টাকা দেওয়া হয়।
কিন্তু জানেন কি, পশ্চিমবঙ্গ সরকারের অপর একটি প্রকল্প আছে যার দ্বারা আপনি প্রতি মাসে পেতে পারেন ১০০০ টাকা। কোন প্রকল্পের কথা বলা হচ্ছে? আমরা আলোচনা করছি বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কে। বার্ধক্য ভাতা প্রকল্প রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের। এই বার্ধক্য ভাতা প্রকল্পের অধীনে যে সকল উপভোক্তা রয়েছেন, তাঁদের মধ্যে যারা ৬০ থেকে ৮০ বছর বয়সি, তাঁদের ২০০ টাকা এবং ৮০ বছরের ঊর্ধ্বে যে সকল গ্রাহক আছেন তাঁদের ৩০০ টাকা করে দেয় কেন্দ্র। বাকি টাকা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। প্রকল্পের মাধ্যমে রাজ্যের অগুনতি প্রবীণ বাসিন্দা বছরের পর বছর ধরে উপকৃত হচ্ছেন। আসলে, বৃদ্ধ বয়সে অনেকেই আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন। তবে প্রকল্পটির মাধ্যমে যে টাকা দেওয়া হয়, তাতে সমাজের সিনিয়র সিটিজেনদের কিছুটা সুবিধা হয়।
পুজোর মুখে সুখবর! 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি ফ্রি ফ্রি! সকলের চিন্তা দূর হল
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্পের অধীনে ৬০ বছরের বেশি বয়সি বাসিন্দাদের প্রতিমাসে ১০০০ টাকা করে সাহায্য করে। কয়েক মাস আগে জানানো হয়েছে, রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে আরও ৫০,০০০ আবেদনকারী ব্যক্তিকে যুক্ত করা হবে। ইতিমধ্যেই এই স্কিমের (Government Scheme) দ্বারা মাসিক ভাতা প্রদান করা হয় ২০ লক্ষ ১৫ হাজার মানুষকে। শোনা যাচ্ছে, এবার এই সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে চলেছে। নতুন করে এই প্রকল্পে ৫০,০০০ গ্রাহক যুক্ত হলে মোট সংখ্যা বেড়ে দাঁড়াবে ২০ লক্ষ ৬৫ হাজার। ২০২১ সালে এই প্রকল্পের ভাতা বাড়িয়েছিল সরকার। বর্তমানে বার্ধক্য ভাতার উপভোক্তারা প্রত্যেক মাসে পান ১০০০ টাকার আর্থিক সাহায্য।