মহিলাদের জন্য রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে(Government Scheme). যার অধিকাংশ প্রকল্পের উদ্দেশ্যই মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলা। মহিলাদের জন্য রাজ্য সরকার চালু করেছে লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) প্রকল্প। এই নতুন প্রকল্পের(Lakshmir Bhandar) হাত ধরে বাংলার সাধারণ শ্রেণীর মহিলারা প্রতিমাসে পান ১০০০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর মহিলারা পান ১২০০ টাকা। তবে এখন শোনা যাচ্ছে, সেসব অতীত। তার কারণ, এবার থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার পাঠাচ্ছে ১৫০০ টাকার আর্থিক সাহায্য।
লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন? টাকা না ঢুকলে কি করবেন? নতুন আপডেট অবশ্যই জানতে হবে মহিলাদের
Government Scheme For Womens 2024
পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেমন সর্বত্র সমাদৃত হয়েছে, ঠিক তেমনভাবেই অন্য বেশ কিছু রাজ্য সরকার মহিলাদের স্বার্থে নতুন প্রকল্প আরম্ভ করেছে(Government Scheme). বাংলার মতো মহারাষ্ট্র সরকারের তরফে সূচনা করা হয়েছে লাডলি বেহেনা যোজনা(Ladki Behena Yojana) স্কিম। আগস্ট মাসে রাজ্য সরকার সূচনা করেছিল এই প্রকল্পের(Government Scheme). বর্তমানে এই প্রকল্পে নাম লেখাতে আগ্রহী সেই রাজ্যের শত শত মহিলারা।
Government Scheme Ladki Behena Yojana
মহারাষ্ট্র সরকার এই নতুন যোজনার মাধ্যমে সেই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহায়তা প্রদান করার প্রচেষ্টা চালাচ্ছে(Government Scheme). মহিলাদের অবস্থার উন্নতিতে রাজ্য সরকারের এই ভূমিকা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। নতুন প্রকল্পের দ্বারা মহারাষ্ট্র রাজ্যের সরকার প্রতিমাসে ১৫০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করে। যারা এই যোজনার সুবিধা পেতে চান, সেই সকল মহিলারা নভেম্বর ২০২৪ এর মধ্যে নিজ নিজ আবেদন জমা করবেন। তবে মনে রাখবেন, একমাত্র মহারাষ্ট্রে বসবাস করা মহিলারা এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন।
সবাইকে মাসে মাসে 3000 টাকা দিচ্ছে সরকার! করিয়ে নিন এই কার্ড। কিভাবে করবেন জেনে নিন
মহিলাদের জন্য চালু হওয়া নতুন প্রকল্প থেকে জানা যায়, এই যোজনার অধীনে যারা যোগ্য মহিলা, তাঁরা টানা ৫ বছর পর্যন্ত মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন নিজেদের ব্যাংক একাউন্টে। মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা ২১ থেকে ৬৫ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন জমা করতে পারবেন। তবে আরো কিছু শর্ত আছে যেমন এই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের বার্ষিক আয় হতে হবে ২.৫ লাখ টাকার মধ্যে।
শুধু তাই নয়, আবেদনকারী মহিলার নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। প্রকল্পের সুবিধা পাবেন বিবাহিত, অবিবাহিত, ডিভোর্সি সকল মহিলা -রাই। সেক্ষেত্রে আবেদন জমা করা সম্ভব অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।