পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলি আমাদের সবার কাছেই পরিচিত (Government Scheme)। কম বেশি সব প্রকল্পের নামই আমাদের জানা। প্রকল্পে আবেদন পদ্ধতি এক এক ক্ষেত্রে এক এক রকম। (Government Scheme)। প্রকল্পগুলির সুবিধাও আলাদা। তবে সরকার রাজ্যবাসীকে মাঝেমধ্যেই নানান উপহার দেয় (Government Scheme)।
কখনো নতুন প্রকল্পের ঘোষণা তো কখনো চালু থাকা প্রকল্পের অর্থ বৃদ্ধি। কখনো আবার বেতন বৃদ্ধি, ইত্যাদি (Government Scheme)। কয়েক মাস আগেই রাজ্য সরকার একটি প্রকল্পের টাকা দ্বিগুণ করেছে (Government Scheme)। আর এবার প্রকল্প চলে আসছে আপনার পাড়ায়।
কি অবাক হচ্ছেন তো? বাড়ি থেকে দুপা হেঁটেই জমা দিয়ে আসতে পারবেন প্রকল্পের আবেদন। সুবর্ণ সুযোগ আপনাদের সবার জন্যই (Government Scheme)। তাহলে আর দেরি কিসের? চটপট জেনে নেওয়া যাক, আপনার বাড়ির কাছে কোন কোন প্রকল্প আসছে (Government Scheme)।
WB Government Scheme 2024
পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলি সমাজের সব স্তরের মানুষের মুখে হাসি ফোটায় (Government।লোকসভা ভোটের আগেই রাজ্য সরকার একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যবাসীকে (Government Scheme)। লোকসভা ভোটে ভালো ফল করার পর এবার সেই সকল প্রতিশ্রুতি রক্ষার পালা। আর তাই সরকারের পদক্ষেপের অপেক্ষায় রাজ্যবাসী। (Government Scheme)। পশ্চিমবঙ্গ সরকার এবার নতুন করে কোনো ঘোষণা করে নাকি সেটাও দেখার।
‘দুয়ারে সরকার’ ক্যাম্প 2024
পশ্চিমবঙ্গ সরকার সমস্ত প্রকল্প গুলিকে একটি ছাদের তলায় নিয়ে আসে। রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে পৌঁছে যায় সরকার। গোটা রাজ্য জুড়ে বসে ক্যাম্প। এলাকা ভাগ ভাগ করে আয়োজন হয় ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের। প্রতিবছরের মতো এবছরও আয়োজিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। আর সেখানে উপকৃত হবেন বঙ্গবাসী।
এই ক্যাম্পে নতুন প্রকল্প সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেওয়া, প্রকল্পে আবেদন রেশন কার্ড, ও অন্যান্য নথি সংক্রান্ত তথ্য যাচাই, তথ্য এডিট অন্যান্য নানান ধরনের সুবিধা সাধারণ মানুষের বাড়ির কাছেই পাওয়া যায়। যার কারণে সারা বছর ধরেই চলে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের অপেক্ষা। তবে, অবশেষে অপেক্ষা কাটিয়ে চলতি বছরের জন্য জুলাই মাসেই ক্যাম্প আয়োজনের কথা আছে। যদিও নির্দিষ্ট করে তারিখ এখনো জানানো হয়নি।
এই ক্যাম্পের রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের আবেদন জানানো যাবে। আবেদন জানানো যাবে কন্যাশ্রী, রূপশ্রী, যোগ্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প-সহ আরও নানাবিধ প্রকল্পের জন্য। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যাতে নিজেদের এলাকায় সরকারি সুযোগ -সুবিধা পেতে পারেন তার জন্য পশ্চিমবঙ্গ সরকার ২০২০ সালের ১ ডিসেম্বর শুরু করেছিল দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি। ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ধারা প্রতিবছর চলছে।
যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষ সহজে নিজেদের বাড়ির কাছে সরকারি সুবিধা পেতে পারেন, তার জন্য বছরে অন্ততপক্ষে দুটি থেকে তিনটি দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মত মতো গত বছর ডিসেম্বর মাসে রাজ্যে শেষবারের জন্য ‘দুয়ারে সরকার’ ক্যাম্প হয়।
তবে লোকসভা ভোটের পর থেকে ২০২৪ সালে কোনো ‘দুয়ারে সরকার’ ক্যাম্প হয়নি। তাই জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি ক্যাম্পের আয়োজন হতে চলেছে রাজ্যে। ক্যাম্পের দিনক্ষণ না জানানো হলেও মনে করা হচ্ছে, জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে অথবা খুব সম্ভবত আগস্টের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে নতুন করে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের আয়োজন হতে পারে।
আর এই ক্যাম্পে সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। বঙ্গবাসীর কথায়, গত কয়েক বছর ধরে দুয়ারে সরকার ক্যাম্প চালু হতে সকলেই খুব সহজে সরকারি সুবিধা পেয়ে যাচ্ছেন। আর এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সকলেই কৃতজ্ঞ। চলতি বছরের জন্যেও এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে খুব শীঘ্রই।
Lakshmir Bhandar 2024: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট। জুলাই মাসের এই তারিখে পাবেন ডবল টাকা
মাসে মাসে পাবেন ১০০০-১২০০ টাকা!
পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল ‘লক্ষ্মীর ভান্ডার’। এই প্রকল্পের সুবিধা হিসেবে রাজ্যবাসী প্রত্যেক মহিলা সরকারের তরফে আর্থিক সাহায্য পান। সাধারণ শ্রেণীর মহিলারা পান ১০০০ টাকা আর সংরক্ষিত শ্রেণীর মহিলারা পান ১২০০ টাকা প্রতি মাসে। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের জন্য আপনি ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে আবেদন করতে পারেন।
আপনার আবেদন গৃহীত হলে প্রতিমাসে অ্যাকাউন্টে চলে আসবে টাকা। বর্তমানে বাংলার ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পটি সারাদেশে সমাদৃত। বহু মহিলার দ্বারা উপকৃত হচ্ছেন। তাছাড়া কিছুদিন আগে টাকা দ্বিগুণ হয়ে যাওয়ায় বাংলা জুড়ে বইছে খুশি হওয়া। তাই ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের আবেদন সংখ্যা বাড়ছে। এবছর তার লক্ষণীয়ভাবে বাড়বে বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা। ‘লক্ষ্মীর ভান্ডার’ তো বটেই, অন্যান্য প্রকল্পগুলির সরাসরি আবেদন হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে।