রাজ্যের তরফে যে সকল সরকারি প্রকল্প চালু হয়েছে (Government Scheme) সেই প্রত্যেকটি প্রকল্প বছর বছর ধরে জনকল্যাণ সাধন করে আসছে (Government Scheme)। সরকার জনসাধারণের জন্যই প্রকল্প রূপায়ণ করে। যাতে সমাজের প্রত্যেকটি মানুষ সুস্থ এবং স্বচ্ছলভাবে তাঁদের জীবনযাপন করতে পারে (Government Scheme)।
রাজ্য সরকারি প্রকল্প সমাজের সকল স্তরের মানুষের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় (Government Scheme)। উপকৃত হন ছাত্র-ছাত্রী মহিলা ও পুরুষ নাগরিক। দরিদ্রদের জন্য আলাদা সরকারি প্রকল্প রয়েছে (Government Scheme)। তবে মহিলাদের জন্য প্রত্যেক রাজ্য সরকার বেশ কিছু জনপ্রিয় প্রকল্প চালু করেছে (Government Scheme)।
Government Scheme 2024
পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য চালু করেছে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প। প্রতি মাসে মহিলাদের হাতে তুলে দেওয়া হয় ১০০০ ও ১২০০ টাকা। এই প্রকল্প সারাদেশে সমাদৃত হয়েছে। অন্যান্য রাজ্য সরকার ও এই রাজ্যের মহিলারা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের নামে জয়জয়কার করে। ইতোমধ্যে গোটা রাজ্য থেকে লাখ লাখ আবেদন জমা পড়েছে এই প্রকল্পের (Government Scheme) খাতায় শুধু তাই নয়, আগামী দিনেও প্রকল্পে আবেদন সংখ্যা বাড়বে বলে সরকারি তরফে খবর (Government Scheme)।
তবে বাংলার জন্য ‘লক্ষ্মীর ভান্ডার’ চালু হয়েছে ঠিকই, কেন্দ্রীয় সরকারও সাধারণ মানুষের জন্য বিশেষ করে মহিলাদের জন্য বিভিন্ন যোজনা এবং প্রকল্প চালু করেছে। পশ্চিমবঙ্গের মতো অন্যান্য রাজ্যেও মহিলাদের জন্য আলাদা করে পক্ষ প্রকল্প রূপায়িত হচ্ছে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে ‘মুখ্যমন্ত্রী মাঝি লাডকি বাহিন’ প্রকল্প সম্পর্কে। প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো প্রতিবেদনে।
‘মুখ্যমন্ত্রী মাঝি লাডকি বাহিন’ প্রকল্পটি কী?
একটি পরিসংখ্যান বলছে, সর্বভারতীয় স্তরের বর্তমান মূল্য অনুসারে জিডিপিতে সারা দেশের মধ্যে মহারাষ্ট্র রাজ্যের গড় শেয়ারের সংখ্যা ছুঁয়েছে সর্বোচ্চ 13.9 শতাংশ। অর্থবছর 2022-23 -এর হিসেব থেকে দেখা যায় মাথাপিছু রাষ্ট্রীয় আয় ছিল মোট 2,52,389 টাকা। সেখানে আগের অর্থ বছরে ছিল আয় ছিল 2,19,573 টাকা। এরই মধ্যে সংশ্লিষ্ট রাজ্যের মহাযুতি জোট সরকার বাজেটে একটি বড়সড় ঘোষণা করেছে।
বাজেটে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান ঘোষণা করেছেন, মহিলাদের জন্য চালু হবে একটি নতুন প্রকল্প। যে প্রকল্পে মহিলাদের চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে প্রতি মাসে নির্দিষ্ট হারে ভাতা দেওয়া হবে।প্রতিমাসে মহিলারা পাবেন ১৫০০ টাকা। শুধু তাই নয় মহারাষ্ট্রে চালু হওয়া এই স্কিমের অধীনে প্রত্যেক মহিলা পাবেন আরো এক বিশেষ সুবিধা। মহারাষ্ট্র সরকার এই প্রকল্পের নাম দিয়েছে ‘মুখ্যমন্ত্রী মাঝি লাডকি বাহিন’ প্রকল্প।
প্রকল্পের অধীনে কি কি সুবিধা পাবেন?
চলতি বছরের ৪ জুলাই, ২০২৪ থেকে মহারাষ্ট্র রাজ্যে চালু হয়েছে ‘মুখ্যমন্ত্রী মাঝি লাডলি বাহিন’ প্রকল্প। যে প্রকল্পের অধীনে মহিলাদের ২০২৪-২৫ আর্থিক বছরে মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রতি মাসে ১৫০০ টাকার অর্থ সাহায্য। নিঃসন্দেহে সেই রাজ্যের মহিলাদের মুখে ফুটেছে হাসি। নতুন ঘোষণা শুনে রীতিমতো খুশি মহারাষ্ট্রের সাধারণ মানুষ।
শুধু তাই নয়, সরকারি তরফে এও ঘোষণা করা হয়েছে যে, এখন থেকে ‘মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার’ আওতায় পাঁচ জনের একটি পরিবার থাকলে তাঁরা প্রতি বছর মোট তিনটি করে ফ্রি এলপিজি সিলিন্ডার পাবেন। এই সুবিধা পাবেন মূলত ২১ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলারা।এই স্কিমের আলাদা একটি নামও দেওয়া হয়েছে। স্কিমের নাম দেওয়া হয়েছে ‘মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা’। এই প্রকল্পে, সংশ্লিষ্ট রাজ্যের মোট ৫২.৪ লক্ষ পরিবার প্রতি বছর বিনামূল্যে পাচ্ছেন তিনটি করে এলপিজি সিলিন্ডার বিনামূল্যে।
এই প্রকল্পে আবেদন জানাবেন কিভাবে?
প্রায় সমস্ত সরকারি প্রকল্পের আবেদন জমা নেওয়া হয় অফিসিয়াল ওয়েবসাইট মারফত নয়তো অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হয়। মহারাষ্ট্র রাজ্যের সংশ্লিষ্ট প্রকল্পের আবেদনের ক্ষেত্রেও ব্যতিক্রম থাকছে না। প্রকল্পের আবেদন জমা দেওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখানেই আবেদনপত্র পাবেন, গুরুত্বপূর্ণ নথিপত্র জমা করবেন এবং নিজের আবেদন জমা করে দেবেন।
অফিসিয়াল ওয়েবসাইট মারফত আপনি বাড়ি বসে প্রকল্পের এপ্লিকেশন জমা করতে পারেন অথবা অফলাইন মারফত সরকারি দপ্তরে গিয়ে জমা করা যাবে প্রকল্পের অ্যাপ্লিকেশন। তবে যদি আপনি আবেদন জানাতে ইচ্ছুক থাকেন, তাহলে খুব ভালো ভাবে প্রকল্পের নিয়মকানুনগুলি পড়ে নেবেন। তারপর আবেদন সাবমিট করবেন।
প্রসঙ্গত বলে রাখা দরকার, এই সরকারি প্রকল্পে প্রধানত সুবিধা পাবেন মহারাষ্ট্র রাজ্যের সাধারণ মানুষ। অতএব পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য এই প্রকল্প নয়। এই রাজ্যের বাসিন্দারা বাংলায় চালু থাকা প্রকল্পগুলির সুবিধা পাবেন।