পুজোর আগে কৃষকদের জন্য দারুন খুশির খবর। দেশের সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প এনেছে (Government Scheme). অধিকাংশ প্রকল্পের মাধ্যমেই কিষানদের আর্থিক ভাবে সাহায্য করা হয়। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিগত কয়েক বছরে কৃষকদের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছে, একাধিক পদক্ষেপের বাস্তবায়ন ঘটিয়েছে। সাম্প্রতিক কৃষকদের জন্য ফের একটি খুশির খবর।
অনলাইনে কৃষকদের টাকা দেওয়া শুরু করেছে সরকার।প্রতিমাসে তাই পেয়ে যাবেন ৩০০০ টাকার আর্থিক সাহায্য। কোন প্রকল্পে (Government Scheme) সুবিধা দেওয়া হচ্ছে? পুজোর আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে ৩০০০ টাকা। তবে তার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন? আসুন স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক।
শিশুদের জন্য পেনশন স্কিম আনলো কেন্দ্র! ‘বাৎসল্য স্কিমে’ কি যোগ্যতা? কিভাবে আবেদন? বিস্তারিত জানুন
Government Scheme For Farmers 2024
আজকের প্রতিবেদনে আমরা যে প্রকল্পটি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ যে প্রকল্পের মাধ্যমে এই দেশে বসবাসকারী কৃষকরা ৩০০০ টাকার আর্থিক সাহায্য পেতে পারেন (Government Scheme) সেই প্রকল্পের নাম পিএম মানধন যোজনা (PM Maandhan Yojana). বর্তমানে প্রকল্পের মাধ্যমে কৃষকরা পেয়ে যাবেন ৩০০০ টাকার সাহায্য। আর অন্যান্য প্রকল্পগুলির মতো এই প্রকল্পের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু আবেদন যোগ্যতা রয়েছে। আবেদনের জন্য নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। আপনারা নিয়ম মেনে নিজেদের আবেদন সাবমিট করুন।
1000 টাকা অতীত! মাসে মাসে 1500 টাকা ঢুকবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে! শুরু হলো নতুন স্কিমে আবেদন
আসলে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা একটি সঞ্চয় প্রকল্প।আপনারা এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে কিছু কিছু করে টাকা সঞ্চয় করবেন। যখন সুবিধাভোগী ব্যক্তির ষাট বছর বয়স হবে তখন কেন্দ্র সরকার তাঁকে ৩০০০ টাকা করে দেবে প্রতি মাসে। আবেদনকারী ব্যক্তিকে প্রকল্পের জন্য প্রিমিয়াম হিসেবে প্রতিমাসে ৫৫ থেকে ২০০ টাকার মধ্যে জমা করতে হবে। প্রধানমন্ত্রী মান্ধন যোজনা প্রকল্পে আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৪২ বছরের মধ্যে।
PM Maandhan Yojana Eligibility
- এই প্রকল্পে আবেদন জানাতে হলে কৃষকের পারিবারিক মাসিক আয় হতে হবে ১৫ হাজার টাকার মধ্যে হতে হবে।
- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
- প্রকল্পের আবেদনকারী কৃষককে করদাতা হওয়া যাবে না। ৪) আবেদন কারী কৃষকের EPFO, NPS ESIC-র নাম নথিভুক্ত থাকলে চলবে না।
- আবেদনকারী কৃষকের নামে ২ হেক্টর পর্যন্ত জমি থাকতে হবে।
- এবং যেটি গুরুত্বপূর্ণ, আবেদনকারীর নিজস্ব মোবাইল ফোন, আধারকার্ড, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে।
PM Maandhan Yojana Application
আপনি অনলাইনের মাধ্যমে কিষান মনধন যোজনা স্কিমে আবেদন করতে পারেন। কিষাণ মানধন যোজনায় আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর ওয়েব সাইটে থাকা নির্দিষ্ট ফর্মটি নিজের সঠিক তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর জমা করতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস। আর তাহলেই আপনার অ্যাপ্লিকেশন সম্পন্ন হবে। এছাড়া আপনি অফলাইনেও স্কিমের জন্য আবেদন জমা করতে পারেন। সরকারের এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে।