পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্পের শুরু করেছে (Government Scheme 2024)। প্রায় প্রত্যেকটি প্রকল্পের (Government Scheme) হাত ধরে সমাজে মূলস্রোতে ফিরেছেন বহু মানুষ। সমাজের কৃষক, কারিগর, দরিদ্র দুঃস্থ জনসাধারণ, ছাত্র-ছাত্রী, বয়স্ক মানুষ, গৃহবধূ, ও মহিলাদের জন্য রাজ্য সরকার আলাদা আলাদা স্কিম (Government Scheme) চালু করেছে।
আর ভোটের শেষে ধীরে ধীরে প্রকল্পগুলির টাকা পাঠানো শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের (Government Scheme) টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হল। আর সংশ্লিষ্ট প্রকল্পের (Government Scheme) জন্য রাজ্যবাসীর একাউন্টে ঢুকল হাজার হাজার টাকা। আপনিও পেয়েছেন? তাহলে চেক করুন এভাবে।
WB Government Scheme 2024
পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য বিশেষ প্রকল্প চালু করেছিল। পশ্চিমবঙ্গ শস্য শ্যামলা রাজ্য। এই রাজ্যের বিস্তৃত অঞ্চলে ফলে নানান খাদ্যশস্য ও শাকসবজি। গ্রামাঞ্চলের মানুষ কৃষিকাজ করেই জীবনধারণ করেন। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার একটা বিরাট অংশ বর্তমানে কৃষিকাজের সঙ্গে যুক্ত। কিন্তু পশ্চিমবঙ্গের কৃষি এখনও আধুনিক হতে পারেনি।
পুরনো পন্থায় কৃষিকাজ চলছে এই রাজ্যে। তার ওপর মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা। সবমিলিয়ে বাংলার কৃষকদের জীবনধারণের গতি যথেষ্ট চ্যালেঞ্জিং। তাই সরকার ঠিক করেছে, গ্রাম বাংলার কৃষকদের আর্থিক সাহায্য করা হবে। তাঁরা যাতে ভালোভাবে কৃষিকাজ চালাতে পারেন তার জন্য পশ্চিমবঙ্গ সরকার ‘কৃষক বন্ধু’ প্রকল্প চালু করেছে। বিগত কয়েক বছরে এই প্রকল্প যথেষ্ট নাম করেছে।
প্রকল্পের হাত ধরে সাহায্য পেয়েছেন এই বাংলার বহু কৃষক। সম্প্রতি রাজ্য সরকার ‘কৃষক বন্ধু’ প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে। প্রকল্পের টাকা এলো কি এলো না, বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন। কিভাবে জানতে পারবেন, কিভাবে চেক করতে পারবেন, গোটা বিষয়টি নিয়ে চলুন আলোচনা করা যাক আজকের এই প্রতিবেদনে।
What is Krishak Bondhu Scheme?
কৃষকদের অবস্থার উন্নতিকরণে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ‘কৃষক বন্ধু’ প্রকল্পের মাধ্যমে বাংলার কৃষকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য, পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সরকারের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে ৪০০০/- থেকে ১০০০০/- টাকা।
জানা যাচ্ছে নবান্নের তরফে খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা পৌঁছে যাবে বঙ্গ কৃষকদের ব্যাংক একাউন্টে। কৃষকরা কবে টাকা পাবেন, প্রকল্পের অর্থ সংক্রান্ত স্ট্যাটাস, কোন কৃষক কত টাকা পাবেন, সবটাই খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসে চেক করে নেওয়া যাবে।
Krishak Bondhu Scheme Application
- পশ্চিমবঙ্গের কৃষকেরা রাজ্য সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পে আবেদন জানাতে চাইলে নিম্নলিখিত পদ্ধতি মেনে নিজের অ্যাপ্লিকেশন জমা করবেন।
- প্রথমে আপনাকে যেতে হবে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে।
- তারপর সেই ওয়েবসাইট থেকে সেরে নিতে হবে রেজিস্ট্রেশন।
- রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে নিন।
- এরপর এর সঙ্গে যুক্ত করুন যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলি।
- সবশেষে অনলাইনে গোটা আবেদনপত্রটি একবার রিচেক করে নিয়ে সাবমিট করে দিন অ্যাপ্লিকেশনটি।
Krishak Bondhu Benifit Status 2024
‘কৃষক বন্ধু প্রকল্পের’ টাকা ঢুকেছে নাকি সেটা জানার জন্য আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। কিন্তু তার আগে কিছু ডকুমেন্ট আপনার হাতের কাছে রাখতে হবে। এই ডকুমেন্টগুলি হল- ১) ভোটার আইডি নম্বর, ২) মোবাইল নম্বর, ৩) আবেদনের নম্বর (যদি প্রয়োজন হয়)।
Krishak Bondhu Scheme Status Check
‘কৃষক বন্ধু প্রকল্পের’ টাকা আপনার একাউন্টে এল নাকি সেটা চেক করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। আসুন স্টেপ বাই স্টেপ জানা যাক।
- প্রথমে আপনাকে ভিজিট করতে হবে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে।
- দ্বিতীয় ধাপে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
- যদি আপনি প্রথম ওয়েবসাইটে ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে নিজস্ব সমস্ত বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তা না হলে আপনি লগ ইন করলেই হবে।
- এর পরের ধাপে আপনি ‘Beneficiary List’ বা ‘Status Check’ অপশনে যাবেন আর সেখানে আপনার ভোটার আইডি নম্বর এবং অন্যান্য যা যা প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে, সবগুলি নির্ভুলভাবে প্রদান করতে হবে।
- তথ্যগুলি প্রদান করলেই স্ক্রিনে আপনার চোখের সামনে ভেসে উঠবে স্ট্যাটাস।
- এই প্রকল্পে আপনার আবেদন অনুমোদন হলো নাকি, আপনি টাকা পাবেন কিনা, আপনার টাকা এসে গিয়েছে কিনা, টাকা না এসে থাকলে কবে পেতে পারেন, সবটাই স্ট্যাটাস থেকে জানতে পারবেন।
Krishak Bondhu Scheme Helpdesk
রাজ্য সরকারের ‘কৃষক বন্ধু প্রকল্পের’ জন্য স্কিমের টাকা পাওয়ার ক্ষেত্রে যদি কোন অসুবিধা হয়, তবে আবেদনকারী নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। কৃষি দপ্তরে যোগাযোগ করা ছাড়াও বাড়িতে বসে হেল্পলাইন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন। নিজ অসুবিধার কথা জানাতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের হেল্প লাইন নম্বরটি হল 1800-103-7010। এই নম্বরে যোগাযোগ করে আপনিও সুবিধা পেতে পারবেন।