বিগত কয়েক মাস ধরে লোকসভা ভোটপর্ব মিটিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সিংহাসনে তৃতীয়বারের জন্য আসীন হয়েছেন নরেন্দ্র মোদি। অতীত থেকে আজ পর্যন্ত দেশের কেন্দ্রীয় সরকার ভারতবাসীর কথা চিন্তা করে বিভিন্ন সরকারি প্রকল্প (Government Scheme) চালু করেছে। প্রত্যেকটি প্রকল্প আজও এই ভারতে বসবাসকারী মানুষকে সাহায্য করছে (Government Scheme)। তবে এতদিন কেন্দ্রীয় সরকার জনসাধারণকে অর্থ সাহায্য করেছে। কিন্তু এবার শোনা যাচ্ছে ভারতবাসী বিনামূল্যে পাবেন ল্যাপটপ ও স্কুটি। নিঃসন্দেহে এই ঘোষণা চোখ কপালে তুলল সবার।
তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে এমন বিরাট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী? নাকি কোন রাজ্যের তরফে হলো এই ঘোষণা? সরকার নতুন প্রকল্পের মাধ্যমে ল্যাপটপ ও স্কুটি দিচ্ছে বুঝি? (Government Scheme) সরকারের এই নতুন স্কিম (Government Scheme) সম্পর্কে জানেন আপনি? যদি উত্তরটা ‘না’ হয়, তাহলে পড়ে নিতে হবে আজকের এই প্রতিবেদন। কারণ এই প্রতিবেদনের মাধ্যমেই আমরা গোটা বিষয়টি তুলে ধরব।
New Government Scheme 2024
ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারের প্রায় সমস্ত প্রকল্প সম্পর্কেই আমরা কমবেশি জানি। যার মধ্যে কিছু কিছু প্রকল্প আছে যেগুলির প্রচার বেশি হওয়ার কারণে সেগুলির সুবিধা সম্পর্কে সমাজের সমস্ত মানুষ জেনে গেছে। আসলে আমাদের সমাজের সকল স্তরের মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার। দুই তরফেই নিত্য নতুন প্রকল্প চালু হয়েছে।
সমাজের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষ থেকে শহরের চাকরিজীবী মানুষ, সবাই কমবেশি সরকারি প্রকল্পের সাহায্য নিয়ে থাকেন। তবে আজকে আমরা এমন একটি প্রকল্প সম্পর্কে আলোচনা করব যা আপনার চোখ কপালে তুলতে বাধ্য। আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে স্মার্টফোন ও ল্যাপটপ এগুলি রীতিমতো দাম দিয়ে ভালো ব্র্যান্ডের ফোন কিংবা ল্যাপটপ আমরা কিনে থাকি।
কিন্তু যদি এই সব গেজেট সরকার স্বয়ং নতুন প্রকল্পের মাধ্যমে আমাদের হাতে তুলে দেয়? ভাবতে অবাক লাগলো বিষয়টা সত্যি। আসলে সরকার এখন আর শুধু মাত্র টাকা দিয়ে থেমে থাকতে রাজি নয়। বদলে ল্যাপটপ, স্কুটির মতো দামি দামি উপহার মিলবে সরকারের তরফে। কিন্তু কারা পাবেন? কিভাবে আবেদন করলে মিলবে? সবটাই রইল আজকের প্রতিবেদনে।
সত্যিই ল্যাপটপ ও স্কুটি দেবে সরকার?
সরকারের তরফে একটি বড়সড় ঘোষণা করা হয়েছে। এবার ল্যাপটপ, স্কুটির মত দামি জিনিস তুলে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের কাছে। কিন্তু, সমস্ত ছাত্র-ছাত্রী সরকারের এই সুবিধা পাবেন না। কেবলমাত্র বিদ্যালয় পঠনপাঠনরত শীর্ষস্থানীয় পড়ুয়ারা ল্যাপটপ ও স্কুটির মতো উপহার পাবেন। স্কুলে মেধাবী পড়ুয়াদের এই সকল পুরস্কার দিয়ে তাঁদের আরো পড়াশোনায় উৎসাহিত করতে চাইছে সরকার।
শিক্ষার্থীরা যাতে আগামী দিনের সফল হন, নিজেদের স্বপ্নপূরণ করেন নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, সেই কারণেই সরকারের তরফে এত বড় একটা সিদ্ধান্ত।শিক্ষার্থীদের আগামী দিনে অনুপ্রেরণা জোগাতে তাদের পছন্দসই সরঞ্জাম তাই সরবরাহ করা হচ্ছে সরকারের তরফে।
আর সেটাই নাকি এই নতুন প্রকল্পের একমাত্র লক্ষ্য। যে সকল শিক্ষার্থী ভালো পারফরমেন্স করেছেন, তাঁরা সরকারের কাছ থেকে পুরস্কার পাবেন। যা জানা যাচ্ছে, জুলাই মাসের মধ্যে প্রায় সাত হাজার শিক্ষার্থী ল্যাপটপের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এই টাকায় তারা তাঁদের পছন্দসই ল্যাপটপ কিনে নিতে পারবেন।
কারা পাবেন এই সুবিধা?
এই ঘোষণা হয়েছে মধ্যপ্রদেশ রাজ্যের তরফে। যা খবর মিলছে, মধ্যপ্রদেশ বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যে সকল ছাত্র-ছাত্রী 75% শতাংশের অধিক নম্বর পেয়েছেন, এই সকল মেধাবী পড়ুয়াদের সরকারের তরফে উপহার দেওয়া হবে। এই রাজ্যের স্কুল শিক্ষা বিভাগের তরফে ছাত্রছাত্রীদের ল্যাপটপ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
বোর্ডের পরীক্ষায় ৭৫ শতাংশের অধিক নম্বর পাওয়া স্কুল পড়ুয়ারা সবাই ল্যাপটপের জন্য ২৫ হাজার টাকা করে পাবেন। এছাড়া, স্কুলের সেরা পারফরমেন্স দেওয়া পড়ুয়া সরকারের থেকে স্কুটি পাবেন বলে জানা যাচ্ছে। সরকারের এই উদ্যোগে খরচ হচ্ছে মোটামুটি প্রায় ২২৫ কোটি টাকার কাছাকাছি। সরকারের আশা, বিনামূল্যে ল্যাপটপ এবং স্কুটি যোজনা শিক্ষার্থীদের কৃতিত্বকে আরও উজ্জ্বল করে তুলবে।
স্কিমে আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে?
যে সকল শিক্ষার্থী সরকারের তরফে এই সাহায্য পেতে চাইছেন, তাদের অন্যান্য সরকারি প্রকল্পের মতো প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কোন কোন ডকুমেন্ট জমা করা জরুরী। তাহলে তালিকার দিকে চোখ বুলিয়ে নিন। এই প্রকল্পের জন্য যে যে ডকুমেন্ট লাগবে সেগুলি হল-
- আধার কার্ড,
- মৌলিক ঠিকানা প্রমাণ,
- জাতী শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট,
- ক্লাস 12-এর মার্কশিট,
- ইনকাম সার্টিফিকেট,
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক,
- পাসপোর্ট সাইজ ছবি।
কিভাবে আবেদন করতে হবে?
মধ্যপ্রদেশ সরকারের এই প্রকল্পটির আবেদন জানানো যাবে অফিসিয়াল ওয়েবসাইট মারফত। তবে ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়াশোনা করেন, সেই স্কুলের তরফেও প্রয়োজনীয় নথি জমা দিয়ে সাহায্য মিলবে। যদিও পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। কারণ এই প্রকল্পটি সম্পূর্ণরূপে মধ্যপ্রদেশ রাজ্যের জন্য। পরীক্ষার ফলাফলের পর, কৃতি ছাত্র-ছাত্রীরা ফ্রি তে ল্যাপটপ এবং স্কুটি পাবেন।