Rail Super App 2024: রেল যাত্রীদের মুশকিল আসান! সুপার অ্যাপ আনছে সরকার! কি কি সুবিধা পাওয়া যাবে?

ভারতের প্রাণরেখা ইন্ডিয়ান রেলওয়ে। প্রতিদিন লাখ লাখ মানুষ রেলপথের মাধ্যমে যাতায়াত করেন। তাই যাত্রী সুবিধার্থে রেলের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার রেল সুপার অ্যাপ (Rail Super App) আনছে সরকার। জনসাধারণের জন্য এটি চমৎকার খবর। আসন্ন এই অ্যাপটির দ্বারা ঠিক কি কি সুবিধা পাবেন? আমজনতার জন্য কোন কোন ফ্যাসিলিটি থাকতে এই অ্যাপ্লিকেশনে? তা জানার জন্য পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদনটি‌ (Rail Super App).

Rail Super App 2024 | রেল সুপার অ্যাপ ২০২৪

তুলনামূলক কম মূল্যে বেশি দূরত্ব ভ্রমণের জন্য রেল যোগাযোগ ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের অগাধ বিশ্বাস। আর তাই জন্যই প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে রেলের মাধ্যমে যাতায়াত করেন এই দেশের আমজনতা। আর তাই নিত্যযাত্রীদের জন্য রেলের তরফে নেওয়া হয় একাধিক পদক্ষেপ। আর তাই এবার আমজনতার জন্য রেল সুপার অ্যাপের (Rail Super App) সূচনা হতে চলেছে। ভারতের সাধারণ মানুষ এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে বহু সুবিধা পাবেন। ঠিক তেমন ভাবেই খুব সুবিধা হবে টিকিট কাটা।

বিদ্যুতের বিল নিয়ে চিন্তায়? বিল কমানোর মোক্ষম চার উপায়! এই কাজগুলি করলে হু হু করে কমবে বিল

Rail Super App 2024 Details

আগামী দিনে চালু হতে চলা সুপার অ্যাপটি খুব সহজেই টিকিট বুকিং-সহ রিয়েল-টাইম ট্রেন ট্র্যাকিং-এর বিভিন্ন সুবিধা প্রদান করবে। যদিও ডিজিটাল ভারতবর্ষে এই পরিষেবাগুলির জন্য আগের থেকেই বিভিন্ন অ্যাপই উপলব্ধ রয়েছে। তবে, বিভিন্ন অঞ্চলের যাত্রী দের মত, অ্যাপগুলি ব্যবহারের ক্ষেত্রে মাঝেমধ্যেই সমস্যা দেখা দেয়। প্রায়শই সেগুলি ব্যবহার করার সময় নানান চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাই যাত্রীরা যাতে আর সমস্যার সম্মুখীন না হন, তাই রেল সুপার অ্যাপ আনার জন্য ভাবছে দেশের সরকার। প্রধানত যাত্রীদের সমস্যা দূর করার জন্যই।

ইন্টারনেট ছাড়াই করা যাবে UPI পেমেন্ট! মনে রাখুন ‘এই’ গোপন কোড! জেনে রাখুন

সূত্রের খবর, রেলের সুপার অ্যাপটিতে ২৪ ঘন্টার মধ্যে টিকিট ফেরত দেওয়ার সুবিধা দেওয়া হবে।এই অ্যাপটির মাধ্যমে টিকিট বুকিং করতে এবং পিএনআর স্ট্যাটাস চেক করতে যেমন পারবেন, ঠিক তেমনি ট্রেন ট্র্যাক করতেও পারবেন। সুপার অ্যাপে প্রধান দুটি বিকল্প থাকবে। যার মধ্যে একটি হলো ‘যাত্রী’ এবং অপরটি হল ‘মালবাহী’। যাত্রীরা প্যাসেঞ্জার বিকল্পের অধীনে, টিকিট বুকিং করতে পারবেন। অসংরক্ষিত টিকিট কাটতে পারবেন, পিএনআর স্ট্যাটাস চেক করতে পারবেন, ট্রেন ট্র্যাকিং করতে পারবেন এবং খাবার পরিষেবার মতো পরিষেবা পাবেন। শুধু তাই নয়, বাল্ক বুকিং, পার্সেল বুকিং এবং প্যাকেজ ট্র্যাকিংয়ের মতো বিকল্পগুলিও উপলব্ধ থাকবে ‘মালবাহী’ বিভাগে।

সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই এই রেলের অ্যাপ্লিকেশনটির বিষয়ে কথা বলেছেন। যেখান থেকে জানা যাচ্ছে, অ্যাপটি ডেভেলপ করার জন্য প্রায় সরকারের খরচ হবে প্রায় ৯০ কোটি টাকা। তবে ঘোষণার পর অ্যাপটি সম্পূর্ণ লঞ্চ হতে আরো তিন বছর সময় লাগবে।