নতুন সরকারি বিজ্ঞপ্তি জারি হলেই সুখবর শোনার অপেক্ষায় থাকেন হাজার হাজার সরকারি কর্মী। প্রতিবারের মতো এবারও ব্যতিক্রম হলো না(WB Government Employees). পুজোর আগেই নতুন বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। আর এই নয়া বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দেওয়া হয়েছে। জানা যাচ্ছে শীঘ্রই সরকারি কর্মীদের পকেট ভরতে চলেছে। কি বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে?(WB Government Employees).
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়ছে! সেপ্টেম্বরের ‘এই’ তারিখে আসছে DA বৃদ্ধির ঘোষণা
Notice For WB Government Employees
মাঝেমধ্যেই সরকারি কর্মীদের(WB Government Employees) স্বার্থে নিত্য নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। এই প্রতিটি বিজ্ঞপ্তির উদ্দেশ্য হয় সরকারি কর্মীদের জন্য হয় নতুন নিয়ম জারি তা না হলে তাঁদের সুবিধা বৃদ্ধি। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি হতেই হইচই পড়ে গেল(WB Government Employees). যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মীরা এক বিশেষ সুবিধা পাবেন। শুধু তাই নয়! সরকারি কর্মীদের জন্য বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে অর্থ দপ্তরের নতুন এই বিজ্ঞপ্তিতে।
বাংলায় সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি! বেজায় সমস্যায় সবাই! নোটিশে কী জানালো সরকার?
WB Government Employees GPF Notice
সম্প্রতি রাজ্য অর্থ দফতরের তরফে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে, সরকারি কর্মীদের জিপিএফ সুদের হার সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। আসলে, অতীতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জেনারেল প্রভিডেন্ট ফান্ড(GPF) নিয়ে সুদের হার সম্বন্ধিত বিজ্ঞপ্তি জারি করে। সেই আবহে এবার রাজ্য সরকারও একই পথে হাঁটলো। রাজ্য অর্থ দফতরের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিল থেকে জুন মাস অবধি সরকারি কর্মীরা ত্রৈমাসিকে ৭.১% হারে জিপিএফ-এ গচ্ছিত অর্থে সুদ পাবেন।
সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদন দিয়েছে রাজ্যপাল। অনুমোদন পাওয়ার পরেই পশ্চিমবঙ্গ সরকার নতুন করে কর্মীদের স্বার্থে বিজ্ঞপ্তি জারি করেছে। এছাড়াও বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সার্ভিসের অন্তর্ভুক্ত থাকা কর্মীদের জিপিএফ ও পশ্চিমবঙ্গের কনট্রিবিউটরি ফান্ডে প্রযোজ্য হবে নির্ধারিত সুদের হার। এর সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকার যে সকল ক্ষেত্রে জিপিএফ (GPF) সুদ প্রদান করে থাকে, সেখানেও নাকি নতুন এই সুদের হার এবার থেকে প্রযোজ্য হতে চলেছে। রাজ্য সরকারের অর্থ দপ্তর জেনারেল প্রভিডেন্ট ফান্ড ছাড়াও আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে উল্লেখ করা হয়, এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা অনলাইন মাধ্যমে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের(জিপিইএফ) এর বার্ষিক রিপোর্ট চেক করতে পারবেন।