রাজ্য সরকার বকেয়া ডিএ দেওয়া নিয়ে বারবার টালবাহানা করছে (DA Arrear). রাজ্য সরকারি কর্মী মহল তা নিয়ে বেজায় অসন্তুষ্ট। বারংবার সরকারের কাছে আবেদন করেও ফল হয়নি। এই আন্দোলনের আঁচ ছড়িয়েছে সর্বত্র। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডিএ পাওয়ার দাবিতে আদালতে মামলা করেছেন। হাইকোর্ট থেকে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজ্য সরকারি কর্মী দের ডিএ মামলা এখনো আদালতে বিচারাধীন। এরই মাঝে অন্য একটি মামলায় আদালত দিল কড়া নির্দেশ। তিন সপ্তাহের মধ্যে বকেয়া দিতে হবে (DA Arrear). আদালতের এই নির্দেশ শোনার পর মুখে হাসি ফুটল সরকারি কর্মীর।
পুজোর ছুটি বাতিল করল নবান্ন! চারদিনই ডিউটি করতে হবে, জারি হল নতুন নির্দেশিকা
DA Arrear Update 2024
১৯৯৪ সালে পশ্চিম মেদিনীপুরের মশাগ্রামে অবস্থিত শিবানন্দ হাই স্কুলে সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন শিক্ষক শেখরচন্দ্র ভুঁইয়া। তিনি যখন প্রথম চাকরিতে যোগ দেন তখন তিনি ছিলেন স্নাতক উত্তীর্ণ। কিন্তু পরবর্তীতে তিনি স্কুল পরিচালন সমিতির অনুমতি নিয়ে তিনি ২০০২ সালে ইতিহাসে এমএ ডিগ্রী পাশ করেন।
২০০৭ সালে ওই ব্যক্তি উচ্চ বেতনের জন্য আবেদন করেন। তবে সেই আবেদন সরাসরি নাকচ করে দেন বিদ্যালয় শিক্ষা পর্ষদ। তার আগে ২০০২ সালে মামলাকারী যখন এম.এ পাশ করেছিলেন, সেই সময় থেকে ২০১৭ সাল পর্যন্ত অর্থাৎ সেই ব্যক্তির অবসর পর্যন্ত উচ্চহারে তাঁর বেতন পাওয়ার কথা ছিল। পাঁচ বছর আগে কাজ থেকে অবসর নেন সরকারি কর্মী শেখরচন্দ্র ভুঁইয়া।
Court Verdict On DA Arrear Case
সম্প্রতি বকেয়া পাওয়ার দাবি তুলে শেখরচন্দ্র ভুঁইয়া হাইকোর্টে মামলা করেছিলেন। আর সেই মামলার শুনানিতে বর্তমান অবসরপ্রাপ্ত শিক্ষককে উচ্চহারে বকেয়া বেতন মেটানোর নির্দেশ দিল হাই কোর্ট। মামলার শুনানিতে আদালতের বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বক্তব্য ছিল, স্নাতকোত্তর পাশ পাশ করার দিন থেকে উচ্চস্তরের বেতন পাবেন শেখরচন্দ্র ভুঁইয়া। মামলায় মামলাকারীর দাবি ছিল, গত ১৩ বছর ধরে আদালতে এই মামলা চলছে। অবশেষে এতদিন পর সেই মামলার নিষ্পত্তি হল। মামলা শুনে আদালতের নির্দেশ, আগামী তিন সপ্তাহের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকের সমস্ত বকেয়া বেতন ও যাবতীয় পাওনাগুলি মিটিয়ে দিতে হবে। চলতি বছর মামলার নিষ্পত্তি হওয়ায় এবং দীর্ঘদিনের অপেক্ষা বাস্তবায়িত হওয়ায় রীতিমতো খুশি তিনি।