বর্তমানে বিভিন্ন অ্যাপের দৌলতে বাড়িতে বসেই ব্যাংক সংক্রান্ত বিভিন্ন প্রকার কাজ সম্পন্ন করা সম্ভব হলেও টাকা জমা দেওয়া থেকে শুরু করে পুরনো নোট বদলানো সহ আর্থিক লেনদেন সংক্রান্ত নানাবিধ কাজের জন্য নাগরিকদের এখনো পর্যন্ত ব্যাংকের দ্বারস্থ হতে হয়। শুধু তাই নয়, সমগ্র দেশে এমন বহু জনগণ রয়েছেন যারা ইউপিআই সহ অনলাইনের মারফত ব্যাংকের কাজগুলি করতে অভ্যস্ত নন। ফলত তাদের জন্য আর্থিক লেনদেন সহ ব্যাংক সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের মূল উপায় হল ব্যাংকের ব্রাঞ্চ অথবা মূল শাখা। তবে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে অফিসগুলির মত উৎসব অনুষ্ঠান এবং বিশেষ দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকে। আর তাই ব্যাঙ্কে যাওয়ার পূর্বে ব্যাংকের ছুটির তালিকা সম্পর্কে জানা অত্যন্ত জরুরী।
নতুবা আপনি যেদিন ব্যাংকে যাবেন সেদিন কোনো কারণে ব্যাংক বন্ধ থাকলে আপনাকে নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হবে। নাগরিকদের এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রত্যেক মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য সহ এক বিশেষ তালিকা মারফত প্রকাশ করা হয়ে থাকে। আর ইতিমধ্যেই RBI -এর তরফে আগামী আগস্ট মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে তার তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। আর এই ছুটির তালিকা অনুসারে জানা গিয়েছে যে, আগত আগস্ট মাসে শনিবার, রবিবার এবং বিশেষ ছুটির দিন মিলিয়ে মোট ১৪ দিনের জন্য ব্যাংক বন্ধ থাকতে চলেছে। চলুন তবে জেনে নেওয়া যাক আগামী আগস্ট মাসে কোন কোন দিন কি কি কারণে ব্যাংক বন্ধ থাকতে চলেছে:-
৬ ই আগস্ট, ২০২৩:- ৬ ই আগস্ট, ২০২৩ তারিখ রবিবার হওয়ার কারণে স্বভাবতই সমগ্র দেশের ব্যাংকগুলিতে ছুটি থাকতে চলেছে।
৮ ই আগস্ট, ২০২৩:- ৮ ই আগস্ট তারিখে টেন্ডং লো রাম ফাট -এর কারণে গ্যাংটকের ব্যাংকগুলি বন্ধ থাকতে চলেছে।
১২ ই আগস্ট, ২০২৩:- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী জানা গিয়েছে যে, ১২ ই আগস্ট ২০২৩ তারিখে মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সমগ্র দেশের ব্যাংকগুলিতে ছুটি থাকতে চলেছে।
১৩ ই আগস্ট, ২০২৩:- ১৩ ই আগস্ট ২০২৩ তারিখে রবিবার হওয়ার কারণে স্বাভাবিকভাবেই সমগ্র দেশের ব্যাংকগুলি বন্ধ থাকতে চলেছে।
আরও পড়ুন:- খাবার আগে, খাবার পরে নাকি খাওয়ার সময় কখন জল পান করা উচিত? জেনে নিন।
১৫ ই আগস্ট, ২০২৩:- ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র দেশের ব্যাংকগুলিতে ছুটি থাকবে, এমনটাই জানা গিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তালিকা অনুসারে।
১৬ ই আগস্ট, ২০২৩:- ১৬ই আগস্ট পার্সি নববর্ষ উপলক্ষে মুম্বাই, নাগপুর এবং বেলাপুরের ব্যাংকগুলি বন্ধ থাকতে চলেছে।
১৮ ই আগস্ট, ২০২৩:- ১৮ই আগস্ট তারিখে শ্রীমন্ত শংকরদেব তিথি হওয়ার কারণে গুয়াহাটির ব্যাংকগুলি বন্ধ থাকতে চলেছে।
২০ শে আগস্ট, ২০২৩:- ক্যালেন্ডার অনুসারে, আগস্ট মাসের ২০ তারিখ রবিবার পড়েছে, আর তাই সাপ্তাহিক ছুটির কারণে সমগ্র দেশের ব্যাংকগুলি ওইদিন বন্ধ থাকবে।
২৬ শে আগস্ট, ২০২৩:- ২৬ শে আগস্ট তারিখে মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে সমগ্র দেশের ব্যাংকগুলি বন্ধ থাকতে চলেছে।
২৭ শে আগস্ট, ২০২৩:- ২৭ শে আগস্ট রবিবার হওয়ার কারণে সমগ্র দেশের ব্যাংকগুলি স্বাভাবিকভাবেই ছুটি থাকবে।
২৮ শে আগস্ট, ২০২৩:- ২৮ শে আগস্ট তারিখে ওনাম উৎসবের কারণে কোচি এবং তিরুঅনন্তেপুরমের ব্যাংকগুলি বন্ধ থাকতে চলেছে।
২৯ শে আগস্ট, ২০২৩:- ২৯ শে আগস্ট তারিখে তিরু ওনাম -এর কারণে কোচি এবং তিরুবনন্তপুরমের ব্যাংকগুলি বন্ধ থাকতে চলেছে।
৩০শে আগস্ট, ২০২৩:- ৩০ শে আগস্ট ২০২৩ তারিখে রাখি উৎসবের কারণে জয়পুর এবং শিমলার ব্যাংক গুলি বন্ধ থাকবে।
৩১ শে আগস্ট, ২০২৩:- ৩১শে আগস্ট তারিখে শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, রাখি উৎসব, পাং-লাবসোল -এর কারণে দেরাদুন, গ্যাংটক, কানপুর, কোচি, লখনউ এবং তিরুবনন্তপুরমের ব্যাংকগুলিতে ছুটি থাকতে চলেছে।
রিজার্ভ ব্যাংকের তরফে প্রকাশিত তালিকা অনুসারে বলা চলে যে, আগত আগস্ট মাসের প্রায় অর্ধেক দিনই ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা অনুসারে উপরোক্ত বিশেষ দিনগুলিতে ছুটি থাকলেও তা নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই, আপনারা ইউপিআই এবং বিভিন্ন ব্যাংকের তরফে কার্যকরী বিভিন্ন প্রকার ব্যাংকিং অ্যাপ -এর মাধ্যমে আর্থিক লেনদেন সহ ব্যাংকের অন্যান্য কাজগুলি করতে পারবেন।