PM Modi Scholarship – 36 হাজার টাকা করে পেতে চলেছে ছাত্রছাত্রীরা! কারা কারা আবেদন করতে পারবে দেখে নিন।

পড়ুয়াদের জন্য ফের সুখবর আনলেন প্রধানমন্ত্রী তার PM Modi Scholarship এর মাধ্যমে। ন্যাশনাল স্কলারশিপ তো সাড়া দেশের পড়ুয়াদের জন্য ছিলই। এবার গোটা দেশ আরও এক ধাপ এগিয়ে। কেন্দ্রের মোদী সরকার অর্থাৎ প্রধান মন্ত্রী গোটা দেশের পড়ুয়াদের উচ্চতর শিক্ষার ক্ষেত্রে PM Modi Scholarship এর আওতায় মেয়েদের ৩৬ হাজার এবং ছেলে ৩০ হাজার টাকা দিচ্ছে। কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (MHRD) বিগত বেশ কয়েক বছর ধরেই এমনই সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রধানমন্ত্রীর স্কলারশিপ যোজনা প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই সংবাদটি শেষ অবধি পড়ুন।

PM Modi Scholarship in 2023 last date.

দেশের মেধাবি পড়ুয়াদের কথা ভেবে মন্ত্রক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এই বিশেষ আর্থিক সুবিধা নেওয়ার জন্য দেশের যেকোনো পড়ুয়া পড়াশোনা চালিয়ে যেতে আবেদন করতে পারেন তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে। কেন্দ্র সরকারের তরফে এ বিষয়ে জানানো হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শেষে টেকনিক্যাল অর্থাৎ কারিগরি বিদ্যায় পারদর্শী হতে চাইছেন সরকার তাদের এক কালীন ৩০-৩৬ হাজার টাকা দেবে তাদের ওই পড়াশোনার খরচ জোগাতে।

PM Modi Scholarship যোজনা প্রকল্পের অধীনে বিশেষ করে, প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রক, ভারত সরকার তাদের প্রাক্তন সৈনিক, কেন্দ্রীয় সৈনিক বোর্ড সচিবালয় প্রাক্তন কোস্ট গার্ড কর্মীদের সন্তানদের এবং বিধবা হয়ে যাওয়া তাদের স্ত্রীদের জন্য বৃত্তি প্রদান করবে।এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ভারত সরকার একসাথে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী আসাম রাইফেলস নকশাল সন্ত্রাসী হামলায় শহীদ পুলিশ সদস্যদের সন্তানদের জন্য স্কলারশিপ প্রদান করবে।

আবেদনকারীর যোগ্যতা এবং আবেদনের শর্তাবলী
PM Modi Scholarship এর আবেদনকারী শিক্ষার্থী যদি অন্য কোনও বৃত্তি প্রাপক হন তাহলে তিনি আবেদনের যোগ্য নন। এক্ষেত্রে আবেদনকারী ছাত্র-ছাত্রীকে অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ AICTE শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্সের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী হতে হবে।

শুরু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া! দেখেনিন সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

কি কি নথিপত্র লাগবে?
১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (MEQ)
২. ডেথ সার্টিফিকেট (মৃতকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য)
৩. PPO/Discharge Certificate / নির্দিষ্ট বই (A to F ক্যাটাগরির জন্য)।
৪. অক্ষমতার শংসাপত্র (প্রতিবন্ধী কর্মীদের জন্য)

৫. বীরত্ব পুরস্কার বিজয়ীদের জন্য সার্টিফিকেট
৬. উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের মার্কশিট (সব বছরের) ডিপ্লোমার মার্কশিট (সমস্ত সেমিস্টারের)
৭. সার্ভিং কর্মীদের জন্য Serving Certificate HOO দ্বারা ইস্যু করা
৮. যে সমস্ত পুলিশকর্মী নকশাল/ সন্ত্রাসবাদীর হামলায় নিহত হয়েছেন, সেই রাজ্য সরকারের জারি করা সার্টিফিকেট

আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের জন্য দারুন ঘোষণা। উপকার হবে কোটি কোটি পড়ুয়ার।

কিভাবে আবেদন করবেন?
PM Modi Scholarship এ আবেদনকারী ছাত্র- ছাত্রীকে এ বিষয়ে কেন্দ্র সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ওয়েব (https://ksb.gov.in) সাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপত্রটি প্রথমে ডাউন লোড করে তারপর আবেদনকারীকে তার নিজের সম্বন্ধে যাবতীয় তথ্য দিতে হবে ওই আবেদন পত্রে। এরপর আবেদন পত্রটি পূরণ করে তা সাবমিট করতে হবে। এই PM Modi Scholarship আবেদনের শেষ তারিখ হল ৩০ শে নভেম্বর ২০২৩।

Scroll to Top