PM Awas Yojana 2024 – প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো ৩ কোটি মানুষ ১.২ লাখ টাকা পাবে। নতুন আবেদন শুরু হলো

বিগত কয়েক বছরে নরেন্দ্র মোদি সরকার যে সকল প্রকল্প চালু করেছেন, তার মধ্যে চর্চিত একটি প্রকল্প হলো পিএম আবাস যোজনা (PM Awas Yojana)। দেশের মানুষ যাতে ঘরহীন না থাকে, সকলের মাথার উপর যাতে শক্তপোক্ত ছাদ থাকে, তার জন্য নরেন্দ্র মোদি এই যোজনা প্রকল্প শুরু করেছিলেন। গত কয়েক বছরে প্রচুর মানুষ পিএম আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের দ্বারা লাভবান হয়েছেন।

প্রতিবছর এই প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হয়। আপনি যদি এই সরকারি প্রকল্পের (PM Awas Yojana) সুবিধা নিতে চান, তবে অতি শীঘ্রই আবেদন জমা করুন। মোদি সরকার ভারত ভূমিতে বসবাসকারী ১.২ কোটি মানুষকে ১.২ লক্ষ টাকার অর্থ সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আসুন পিএম আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানা যাক।

PM Awas Yojana 2024

পিএম আবাস যোজনা (PM Awas Yojana) স্কিম প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নামে পরিচিত। ভারতের গৃহহীন পরিবারদের সরকারি সাহায্যে মাথার উপর ছাদ তৈরি করার প্রক্রিয়া চলছে বহু দিন ধরেই। তবে ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের শাসনভার নিজের হাতে তুলে নিতে এই প্রকল্পকে আরো একধাপ এগিয়ে নিয়ে চলেন।

প্রকল্পের নাম ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ দিয়ে নরেন্দ্র মোদি সরকার দেশবাসীর ঘর তৈরি করার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সুচনার পর থেকে প্রচুর মানুষ পিএম আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। দিনের পর দিন ধরে এই প্রকল্প সমাজের দরিদ্র, গৃহহীন মানুষের অবলম্বন হয়ে উঠেছে। আগেও বহু মানুষ এই স্কিমে উপকৃত হয়েছেন, আজও প্রকল্পের সুবিধা পাচ্ছেন দেশের বহু সংখ্যক মানুষ।

২০১৪ সালে প্রধানমন্ত্রীর মসনদে আসীন হওয়ার পর ২০১৫ সালে নরেন্দ্র মোদি ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের’ সূচনা করেছিলেন। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে ভারতে প্রায় ৪.২১ কোটি বাড়ি এই প্রকল্পের মাধ্যমে গড়ে উঠেছে। সরকারি প্রকল্পের ধন্য ধন্য করছেন আমজনতা। নরেন্দ্র মোদি সরকার এই প্রকল্পের অগ্রগতির উদ্দেশ্যে তাই নতুন সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের দ্বারা উপকৃত হবেন ভারতভূমিতে বসবাসকারী আরো কোটি কোটি গৃহহীন মানুষ।

Government Scheme Pension 2024: দেশবাসীকে ৫০০০ টাকা করে দিচ্ছে মোদি সরকার। চাকরি না করেও পেনশন পাবেন। কিভাবে আবেদন জানাবেন? জেনে নিন

PM Awas Yojana New Update 2024

সদ্য প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করে দেশের হাল ধরেছেন মোদি সরকার। মোদির সিংহাসন লাভের পর দেশের বহু গৃহহীন মানুষ স্বপ্ন দেখছেন এবার তাঁদেরও নিজের বাড়ি হবে। এর আগে বহু মানুষের স্বপ্ন পূরণ করেছেন মোদি। কোটি কোটি মানুষের গৃহ নির্মাণের পর। এবছর থেকে আরো বড় লক্ষ্যমাত্রা মোদি সরকারের।

যা জানা যাচ্ছে, ভারতের ঘরহীন তিন কোটি মানুষকে ১.২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই তাঁরা পাবেন সরকারি সুবিধা। প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের আওতায় তৈরি হবে তাঁদের নিজের বাড়ি। নিজস্ব বাড়ির স্বপ্নপূরণের উদ্দেশ্যে দেশের বহু মানুষ ‘পিএম আবাস যোজনা প্রকল্পে’ নাম লেখানোর জন্য মুখিয়ে আছেন। এই প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে, এটাই বর্তমানে তাঁদের প্রধান প্রশ্ন। ‌

বর্তমানে পিএম আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের আওতায় দুই ধরনের যোজনা চালু করা হয়েছে। যার মধ্যে একটি হল PMAY-G এবং আর অন্যটি হল PMAY-U। পাশাপাশি এবার থেকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের দুঃস্থ পরিবারগুলিকে নিজের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সহজ কিস্তিতে গৃহঋণও দেওয়া হচ্ছে।

PM Kisan – কৃষকবন্ধুদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের সুবিধা ও আবেদন পদ্ধতি জেনে নিন

তাই একদিকে যেমন যোজনার আওতায় নিজস্ব বাড়ি পাবেন, ঠিক তেমন ভাবেই এই সমাজের কিছুটা স্থিতিশীল পরিবারগুলি বাড়ি তৈরি করার জন্য সরকারি ঋণের সুবিধাও পাবেন। সবদিক থেকেই লাভবান হবেন ভারতবাসী। আপনিও ভাবছেন এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন? প্রকল্পের জন্য আবেদন যোগ্যতা কি? তবে এই সম্পূর্ণ প্রতিবেদন পড়ে ফেলুন।

PM Awas Yojana Eligibility 2024

  • এই প্রকল্পের আবেদন জানাতে হলে আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর।
  • সমাজের যে সকল মানুষের বার্ষিক আয় ১৮ লক্ষ টাকার মধ্যে, তাঁরা এই প্রকল্পের আবেদনের জন্য উপযুক্ত।
  • ব্যক্তির পরিবারে যদি কেউ সরকারি চাকরিজীবী হন, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।
  • যদি কোন ব্যক্তির আগের থেকে পাকা বাড়ি থেকে থাকে, তাহলেও এই প্রকল্পের সুবিধা মিলবে না।
  • প্রকল্পের আবেদনের জন্য সমস্ত ডকুমেন্ট বৈধ হতে হবে। প্রত্যেকটি ডকুমেন্ট জমা দিতে হবে। কোথাও কোন জালিয়াতি কিংবা গাফিলতি থাকলে সরাসরি আবেদনপত্র বাতিল করা হবে।

PM Awas Yojana Application 2024

অত্যন্ত সহজ পদ্ধতিতে বাড়িতে বসেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আবেদন জমা করা যায়। আপনি অনলাইনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। পিএম আবাস যোজনা প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে ভিজিট করে তার হোমপেজে অবস্থিত ‘পিএম আবাস যোজনা অ্যাপ্লিকেশন’ অপশনটিতে ক্লিক ক্রুন।

আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে, যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলি জমা দিয়ে আপনার আবেদন সাবমিট করুন। এর পর আপনার আবেদন খতিয়ে দেখা হবে। যদি আপনি উপযুক্ত হন, তাহলে সরকারের তরফে বাড়ি বানানোর টাকা সরাসরি চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অনলাইন পদ্ধতি ছাড়াও অফলাইনে আবেদন জানানো যায়। অফলাইনে আবেদনের জন্য আপনার নিকটবর্তী সরকারি অফিসে ভিজিট করুন এবং নিয়মাবলী মেনে নিজের আবেদন জমা দিয়ে দিন।