পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বাস্থ্য এবং সুস্থতার কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে স্বাস্থ্য সাথী প্রকল্প কার্যকর করা হয়েছিল। সমগ্র দেশব্যাপী বাড়তে থাকা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাওয়ার কারণে পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণ যাতে বিনামূল্যে চিকিৎসা পেতে পারে তা নিশ্চিত করার জন্যই স্বাস্থ্য সাথী প্রকল্প কার্যকর করা হয়েছিল। ইতিপূর্বে শুধুমাত্র দুয়ারে সরকারের মাধ্যমে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হলেও বর্তমানে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আবেদন জানানোর জন্য রাজ্য সরকারের তরফে এক নতুন পোর্টাল কার্যকর করা হয়েছে। এমনকি রাজ্যের সাধারণ জনগণের সুবিধার খাতিরে এক বিশেষ অ্যাপও কার্যকর করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
তবে স্বাস্থ্য সাথী পোর্টাল কিংবা স্বাস্থ্য সাথী অ্যাপের মাধ্যমে আপনারা শুধুমাত্র এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এমনটা নয়, এই অ্যাপ এবং অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা স্বাস্থ্য সাথী প্রকল্প সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্য জেনে নিতে পারবেন। আর স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বিনামূল্যের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে সাধারণ নাগরিকদের সবথেকে বেশি যে তথ্যটি প্রয়োজন হয়ে থাকে তা হল স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালের তালিকা। আর এখন রাজ্য সরকারের দৌলতে আপনারা বাড়িতে বসেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালে লিস্ট দেখে নিতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই স্বাস্থ্য সাথী অ্যাপ কিংবা স্বাস্থ্য সাথী পোর্টালের মাধ্যমে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনস্থ হাসপাতালগুলির তালিকা চেক করে নিতে পারবেন:-
অনলাইন পোর্টালের মাধ্যমে কিভাবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনস্থ হাসপাতালের লিস্ট চেক করা সম্ভব?
১. এর জন্য আপনাকে প্রথমেই রাজ্য সরকারের তরফে কার্যকরী স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://swasthyasathi.gov.in/ -এ পৌঁছে যেতে হবে।
২. এই ওয়েবসাইটের হোম পেইজে আপনি স্বাস্থ্য সাথী প্রকল্প এবং স্বাস্থ্য সাথী কার্ড সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্য দেখতে পারবেন। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালের লিস্ট চেক করার জন্য আপনাকে এই পেজের একেবারে নিচের দিকে থাকা MIS -এর অন্তর্ভুক্ত Active Hospital List অপশনটি নির্বাচন করে নিতে হবে।
৩. পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার রাজ্য, জেলা, সাব-ডিভিশন, হসপিটাল টাইপ, হসপিটাল গ্রেড সমস্ত সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে এবং Submit অপশনে ক্লিক করুন। এক্ষেত্রে হসপিটাল টাইপ -এর আওতায় আপনি ALL, PUBLIC এবং PRIVATE নামক তিনটি অপশন দেখতে পারবেন। আপনি যদি পাবলিক হসপিটালের লিস্ট দেখতে চান তবে PUBLIC অপশনে ক্লিক করুন এবং প্রাইভেট হসপিটালের লিস্ট দেখতে চাইলে PRIVATE অপশনে ক্লিক করুন, অন্যদিকে আপনি যদি সমস্ত ধরনের হসপিটালে লিস্ট দেখতে চান তবে ALL অপশনে ক্লিক করুন।
৪. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার নির্বাচিত অপশন অনুসারে হাসপাতালে লিস্ট চলে আসবে। জনসাধারণের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, হাসপাতালগুলির নামের একেবারে ডান দিকে থাকা eye সাইনে ক্লিক করার মাধ্যমে আপনি ওই সমস্ত হাসপাতাল সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।
স্বাস্থ্য সাথী অ্যাপের মাধ্যমে কিভাবে হাসপাতালের লিস্ট চেক করা সম্ভব?
স্বাস্থ্য সাথী অ্যাপের মাধ্যমে হাসপাতালের লিস্ট চেক করার জন্য আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে স্বাস্থ্য সাথী অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপের হোম পেজের একেবারে শুরুতেই থাকা ACTIVE HOSPITAL LIST অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার রাজ্য, জেলা, হসপিটাল টাইপ, হসপিটালে গ্রেড সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে সিলেক্ট করে নিয়ে SEARCH অপশনে ক্লিক করতে হবে। SEARCH অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার নির্বাচিত অপশন অনুসারে হাসপাতালের নাম চলে আসবে। এক্ষেত্র হাসপাতালের নামের নিচে থাকা VIEW DETAILS অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি উক্ত হাসপাতাল সম্পর্কিত সমস্ত প্রকার তথ্য জেনে নিতে পারবেন।
আরও পড়ুন:- আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক সংক্রান্ত সর্বশেষ নির্দেশিকা সম্পর্কে জেনে নিন।
এছাড়াও আপদকালীন পরিস্থিতিতে যদি আপনি আপনার নিকটবর্তী হাসপাতালগুলিকে খুঁজে নিতে চান তবে আপনাকে স্বাস্থ্য সাথী অ্যাপের হোমপেজে থাকা NEAR BY HOSPITALS অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি কত কিলোমিটার দূরত্বের মধ্যবর্তী হাসপাতালগুলিকে দেখতে চাইছেন তা সঠিকভাবে উল্লেখ করে SEARCH অপশনে ক্লিক করতে হবে, তাহলেই আপনার সামনে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত সমস্ত হাসপাতালের তালিকা চলে আসবে। এক্ষেত্রেও একইভাবে VIEW DETAILS অপশনে ক্লিক করে আপনি যেকোনো হাসপাতাল সংক্রান্ত যাবতীয় তথ্য চেক করে নিতে পারবেন।
রাজ্য সরকারের তরফে কার্যকরী স্বাস্থ্য সাথী প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড প্রথম থেকেই রাজ্যের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে। পরবর্তীতে নাগরিকদের সুবিধার্থে স্বাস্থ্য সাথী পোর্টাল এবং অ্যাপ কার্যকর করার সাধারণ জনগণের মন জিতেছে স্বাস্থ্য সাথী প্রকল্প এবং রাজ্য সরকার। তবে বর্তমানে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনস্থ সমস্ত হাসপাতালে লিস্ট চেক করার এই বিশেষ পরিষেবা কার্যকর করায় স্বাস্থ্য সাথী প্রকল্প সমগ্র রাজ্যের জনগণের মূল চর্চার বিষয় হয়ে উঠেছে।
স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালের লিস্ট চেক করার জন্য কার্যকরী এই নতুন অপশনের মাধ্যমে সাধারণ জনগণ আপদকালীন পরিস্থিতিতে যথেষ্ট সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের কর্তা ব্যক্তিদের তরফে। আর এই একই ভাবনা থেকে সাধারণ মানুষের সুবিধার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প সম্পর্কিত এই বিশেষ সুবিধা কার্যকর করা হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে। সুতরাং এবার থেকে যেকোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল নির্বাচন থেকে শুরু করে উক্ত হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ করা হবে কিনা তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এখন আপনারা বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে স্বাস্থ্য সাথী প্রকল্পের হাসপাতালগুলির লিস্ট খুঁজে নিতে পারবেন।