ভারতীয় নাগরিকদের পাকাবাড়ি প্রদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যকর করা হয়েছিল। তবে আবাস যোজনার অধীনে আবেদনের সুবিধার খাতিরে যেমনভাবে যোজনাটিকে ২ টি ভাগে বিভক্ত করা হয়েছিল, ঠিক তেমনভাবেই এই যোজনার অধীনে অনুদান পাওয়া যাবে কিনা তা চেক করার প্রক্রিয়াটিকেও ২ টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ গ্রামের এবং শহরের নাগরিকদের আবাস যোজনার অধীনে নাম রয়েছে কিনা তা চেক করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। আর এই পদ্ধতি ২ টি হল:-
১. আবাস যোজনা গ্রামীণ -এর লিস্ট চেক করার পদ্ধতি:-
প্রথমেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ -এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in/netiayHome/ -এ যেতে হবে। পরবর্তীতে উক্ত ওয়েবসাইটের হোম পেইজের মেনু বারে থাকা Awaassoft অপশনটি নির্বাচন করে নিন। এরপর আপনার সামনে পুনরায় কতগুলি অপশন আসবে, এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে Report অপশনটি বেছে নিন। এরপর আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে, এই পেজে থাকা অপশনগুলির মধ্যে থেকে E-FMS Reports অপশনের আওতাধীন Beneficiaries registered, accounts frozen and verified অপশনে ক্লিক করুন।
পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে প্রথমেই আপনি কোন বছরের তালিকা দেখতে চান তা বেছে নিতে হবে। এক্ষেত্রে 2023-23 অর্থবর্ষের তালিকা চেক করার ক্ষেত্রে 2022-23 নির্বাচন করুন। তবে পরবর্তীতে নতুন করে যে সমস্ত আবেদনকারীদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছিল তা চেক করার ক্ষেত্রে PMAYG cumulative progress অপশনটি বেছে নিন। এরপর স্কিমের নাম (Pradhan Mantri Awas Yojana), আপনার রাজ্য, জেলা, ব্লক, গ্রামের নাম সঠিকভাবে নির্বাচন করে নিয়ে ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে Submit অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন:- রেশনে দুর্নীতি বন্ধ করতে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। গুরুত্বপূর্ণ খবর জেনে নিন।
উপরোক্ত অপশনে ক্লিক করলেই এই পেজের নিচের দিকে আপনি আপনার নির্বাচন করা এলাকার অনুদান প্রাপকের তালিকা দেখে নিতে পারবেন। এছাড়াও Download PDF অপশনে ক্লিক করে আপনি সমগ্র লিস্টটি পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ -এর অনুদান প্রাপকের তালিকা দেখে নিতে পারবেন।
আবার যোজনা শহর এর অধীনে অনুদান প্রাপকের তালিকা দেখার পদ্ধতি:-
প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অনুদান প্রাপকের তালিকা চেক করার জন্য আপনাকে প্রথমেই প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmaymis.gov.in/ -এ যেতে হবে। উক্ত ওয়েবসাইটের হোম পেজের ডানদিকে থাকা মেনু অপশনে ক্লিক করে Search Beneficiary অপশনটি নির্বাচন করে নিন। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আবেদনকারীর আধার নম্বরটি সঠিকভাবে লিখে Show অপশনে ক্লিক করলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর আওতায় আপনার নাম রয়েছে কিনা তা চেক করে নিতে পারবেন।