বাড়িতে বসেই ইনকাম ট্যাক্স রিটার্নের ফাইল দাখিল করার পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

নতুন অর্থবর্ষ শুরু হওয়া মানেই ইনকাম ট্যাক্স নিয়ে নতুন করে চর্চা শুরু হয়ে যায়। ২০২৩ এর ১ লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হলে নতুন বছরের ইনকাম ট্যাক্স নিয়ে আয়কর দাতাদের মধ্যে বিভিন্ন প্রকার আলাপ, আলোচনার সূত্রপাত ঘটে থাকে। তবে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সাথে সাথে শুধু যে ইনকাম ট্যাক্স সংক্রান্ত নানাবিধ কাজকর্মের সূত্রপাত ঘটে তা নয়, নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে আয়কর রিটার্ন ফাইল করার প্রক্রিয়াও শুরু হয়ে যায়। যদিও বর্তমানে ইনকাম ট্যাক্স দপ্তরের তরফে এমন এক বিশেষ পদ্ধতি কার্যকর করা হয়েছে যার মাধ্যমে কোনোরকম ঝঞ্ঝাট ছাড়াই আয়কর প্রদানকারী নাগরিকরা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

কিভাবে কোনরকম সমস্যা ছাড়াই আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব?

আয়কর দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগত ৩১ শে জুলাই তারিখের মধ্যে আয়কর প্রদানকারী ব্যক্তিদের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই নানাবিধ কাজের কারণে নাগরিকরা সময় থাকতে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেন না, ফলত একেবারে শেষ মুহূর্তে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করার হুজুক পড়ে যায়। আর শেষ মুহূর্তে প্রচুর সংখ্যক মানুষ একসাথে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার কারণে সার্ভার ডাউন হয়ে যায়, যার জেরে বারংবার চেষ্টা করেও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। আর এই সমস্ত ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে ৩১ শে জুলাই -এর পূর্বেই বাড়িতে বসে আপনি নিজেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করতে পারবেন।

আরও পড়ুন:- পি এম কিষাণের স্ট্যাটাস চেক করবেন কিভাবে, জেনে নিন।

মূলত সাধারণ নাগরিকরা যাতে কোনোরকম সমস্যা ছাড়াই ইনকাম ট্যাক্স ফাইল দাখিল করতে পারে তা নিশ্চিত করার জন্যই আয়কর দপ্তরের তরফে এক বিশেষ ওয়েবসাইট কার্যকর করা হয়েছে। এই আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা কোনোরকম সমস্যা ছাড়াই বাড়িতে বসে ইনকাম ট্যাক্স রিটার্নের ফাইল দাখিল করতে পারবেন। এক্ষেত্রে মূলত দুটি ব্যবস্থা রয়েছে, আর এই দুটি ব্যবস্থা হল: পুরনো ট্যাক্স ব্যবস্থার মাধ্যমে আয়কর রিটার্ন ফাইল জমা করা এবং নতুন ট্যাক্স ব্যবস্থার মাধ্যমে আয়কার রিটার্ন ফাইল জমা করা। তবে পুরনো ট্যাক্স ব্যবস্থার মাধ্যমে আয়কর রিটার্ন ফাইল জমা করার ক্ষেত্রে হোক বা নতুন ট্যাক্স ব্যবস্থার মাধ্যমে আয়কর দাখিল করার ক্ষেত্রে আপনাকে পৌঁছে যেতে হবে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/ -এ। এক্ষেত্রে উক্ত ওয়েবসাইটের হোম পেইজে থাকা Login আইকনে ক্লিক করুন।

income-tax-return

Login আইকনে ক্লিক করলে আপনার সামনে Login এবং Register নামক দুটি অপশন আসবে। ইতিপূর্বে আপনি যদি ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকেন তবে Login অপশনে ক্লিক করার মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন এবং যদি ইতিপূর্বে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন না করে থাকেন তবে Register অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করে তারপর লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করার পর E-File অপশনটি নির্বাচন করার করুন এবং তারপর Income Tax Returns অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনাকে File Income Tax Return অপশনটি নির্বাচন করে নিতে হবে। এরপর Individual স্ট্যাটাস সিলেক্ট করে নিয়ে Continue অপশনটি নির্বাচন করে নিন।

উপরোক্ত অপশনে ক্লিক করার পর আপনি যে কারণে আয়কর রিটার্ন ফাইল দাখিল করতে চাইছেন তা নির্বাচন করে নিয়ে পুনরায় Continue অপশনে ক্লিক করুন। এরপর আয়ের সঙ্গে সম্পর্কিত সম্পূর্ণ সিডিউল সম্পন্ন করার পর যোগ্য কর-সঞ্চয়কারী বিনিয়োগের জন্য কর ছাড় দাবি করুন এবং ITR জমা দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করুন। প্রসঙ্গত উল্লেখ্য, যে সমস্ত বেতনভুক কর্মচারীদের নির্দিষ্ট আয়ের উৎস রয়েছে, তাদের জন্য ITR-1 ফর্মটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে ৫০ লক্ষ টাকার বেশি আয় এবং একাধিক বাড়ি ও সম্পত্তি থাকলে কোনভাবেই ITR-1 ফর্মটি পূরণ করা সম্ভব নয়, এক্ষেত্রে ITR-1 ফর্মের সীমা অতিক্রম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়।

Scroll to Top