আপনি কি একজন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? ব্যাংকে চাকরির আশায় পড়াশোনা করছেন?.তবে এই প্রতিবেদন আপনার জন্য। চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য খুশির খবর। দেশে বিপুল শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ শুরু হলো (IBPS Recruitment)। নতুন করে নিয়োগ কর্মসূচি শুরু করলো ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS Recruitment)।
এই নতুন কর্মসূচিতে হাজার হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হবে (IPBS Recruitment)। বিভিন্ন পদের জন্য প্রার্থী নিযুক্ত হবেন। নতুন এই নিয়োগ কর্মসূচিতে কোন কোন পদে নিয়োগ, কিভাবে আবেদন জানাবেন, কারা আবেদন জানাবেন? এই সমস্ত তথ্য তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।
IBPS Recruitment 2024
প্রচুর চাকরিপ্রার্থী রয়েছেন যারা প্রতিবছর ব্যাংকে চাকরির জন্য আকাঙ্ক্ষা করেন। সারাবছর ধরে তাঁরা চাকরির পরীক্ষার পড়াশোনা করেন। এমন চাকরিপ্রার্থীদের জন্য এই খবর খুশির বার্তা নিয়ে আসবে। ৯০০০ হাজারেরও বেশি শূন্যপদে নতুন করে ব্যাংক কর্মী নিয়োগ করার কর্মসূচি গৃহীত হলো।
জুনের শুরুতে নিঃসন্দেহে যা সুখবর সবার জন্য। এখন চাকরিপ্রার্থীদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, কিভাবে তারা এই নিয়োগ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, কিভাবে এখানে আবেদন জানানো যাবে, কবে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে ইত্যাদি। আর এই প্রশ্নগুলির সঠিক জবাব পেতে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নেবেন। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিয়োগ কর্মসূচি সংক্রান্ত তথ্য অত্যন্ত সহজভাবে এই প্রতিবেদনে তুলে ধরা হলো।
IBPS Recruitment Vacancy Details
প্রথমেই আমাদের জেনে নিতে হবে IBPS-এর তরফে কোন কোন পদের জন্য নিয়োগ কর্মসূচি শুরু হয়েছে। সর্বমোট কতগুলি পদে রিক্রুটমেন্ট চলবে। এই বিভাগে সেই সকল তথ্য আলোচনা করা হলো। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখান থেকে জানা যাচ্ছে, এখানে প্রধানত এখানে স্কেল ১, ২ ও ৩ অফিসার ও মাল্টিপারপাস অফিস অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থী নিয়োগ করা হবে।
অফিস সহকারী এবং অফিসার স্কেল-I, II এবং III পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে IBPS। এই নিয়োগ প্রক্রিয়ায় সব মিলিয়ে মোট ৯৯৯৫ শূন্যপদে প্রার্থী নিয়োগ হবে। ঠিক কোন পদের জন্য কতজন প্রার্থীকে চাকরি দেওয়া হবে, তার তালিকা দেখে নিন।
IBPS Recruitment 2024 Vacancy
- অফিস সহকারী (মাল্টিপারপাস) – 5585 জন
- অফিসার স্কেল আই – 3499 জন
- অফিসার স্কেল-II (সাধারণ ব্যাংকিং অফিসার) – 496 জন
- অফিসার স্কেল-II (IT) – 94 জন
- অফিসার স্কেল-II (কৃষি কর্মকর্তা) -70 জন
- অফিসার স্কেল-II (CA) – 60 জন
- অফিসার স্কেল-II (আইন) -30 জন
- অফিসার স্কেল-II (মার্কেটিং অফিসার) – 11 জন
- অফিসার স্কেল-II (ট্রেজারি ম্যানেজার) – 21 জন
- অফিসার স্কেল III – 129 জন।
IBPS Recruitment Eligibility
(i) Educational Qualification
প্রত্যেকটি নিয়োগের মতো IBPS নিয়োগের নতুন কর্মসূচিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তারা এখানে চাকরি পাওয়ার জন্য যোগ্য, কারা আবেদন জানাতে পারবেন সবটাই বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতায়। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হলেই সেই প্রার্থী আবেদন জানাতে পারবেন।
স্নাতক যোগ্যতা নিয়ে আবেদন জানাতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল ১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), অফিসার স্কেল ২ (জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজার) এবং অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার) পদের জন্য। তবে অন্যান্য পদের আবেদন জানানোর ক্ষেত্রে আলাদাভাবে কিছু যোগ্যতা প্রয়োজন। তাই প্রার্থীরা আবেদন জানানোর আগে অবশ্যই অফিশিয়াল নোটিশটি পড়ে নেবেন।
(ii) বয়সসীমা
- আবেদনে আগ্রহী প্রার্থীরা জেনে নিন, এই নিয়োগে আপনার ১৮ বছর উত্তীর্ণ হলেই আবেদন জানানো যাবে। তবে বিভিন্ন পদে বয়সের ঊর্ধসীমায় কিছু পার্থক্য রয়েছে। ব্যাংকে কোন পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা কত? আসুন তবে জানা যাক।
- যারা অফিস অ্যাসিস্টেন্ট (মাল্টিপারপাস) পদে আবেদন জানাবেন, তাঁদের বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে।
- যারা অফিসার স্কেল-I (অ্যাসিস্টেন্ট ম্যানেজার) পদে আবেদন জানাবেন, তাঁদের বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।
- যারা অফিসার স্কেল-II (ম্যানেজার) পদে আবেদন জানাবেন, তাঁদের বয়স হতে হবে ২১ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে।
এবং যে সকল প্রার্থী অফিসার স্কেল-III (সিনিয়র ম্যানেজার) পদের জন্য আবেদন জমা করবেন, তাঁদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
IBPS Recruitment Application 2024
এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন চলবে অনলাইন মারফত। আগ্রহী প্রার্থীরা IBPS -এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন। তারপর সেই ওয়েবসাইট মারফত এপ্লিকেশন জমা করতে হবে। এর জন্য প্রথমে আবেদনের লিংকে ক্লিক করবেন।
নিজস্ব সমস্ত তথ্য দিয়ে যথাযথভাবে আবেদন পত্রটি ফিল আপ করবেন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে অনলাইনে আবেদনপত্র জমা করে দেবেন। এর জন্য আরো জানতে অফিসিয়াল নোটিশটি পড়ুন।
প্রত্যেকটি নিয়োগের জন্য একটি আবেদন ফি ধার্য করা হয়। ঠিক তেমনভাবেই IBPS রিক্রুটমেন্টে SC/ST/PWBD প্রার্থীদের জন্য আবেদন মুল্য ধার্য করা হয়েছে এবং বাকি সবার জন্য আবেদন ফি রাখা হয়েছে ৮৫০ টাকা।
LIC Recruitment 2024: LIC-তে বিপুল কর্মী নিয়োগ, নবম শ্রেণী পাশে বেতন ৭০০০ টাকা
IBPS Application Last Date 2024
এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন জমা করা যাবে আগামী ২৭, জুন ২০২৪ পর্যন্ত। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন।
IBPS Recruitment Process
IBPS Recruitment 2024 নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে তিনটি পর্যায়ের পরীক্ষার মাধ্যমে। প্রথম পর্বে নেওয়া হবে প্রিলিমিনারি পরীক্ষা। তারপর নেওয়া হবে মেন পরীক্ষা এবং মেন পরীক্ষায় উত্তীর্ণদের এরপর নেওয়া হবে ইন্টারভিউ। সব মিলিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন হবে। আপনাদের যদি এ বিষয়ে আরও কিছু জানার থাকে, তাহলে অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন।