TET: টেট পরীক্ষার্থীদের সার্টিফিকেট দিচ্ছে কমিশন! কিভাবে ডাউনলোড করবেন? স্টেপ বাই স্টেপ জেনে নিন

টেট পরীক্ষা (TET) সমস্ত‌ চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। রাজ্যের যে সকল প্রার্থীরা জীবনে শিক্ষক হতে চান, তাঁদের শিক্ষকতার পরীক্ষা তথা টেট পরীক্ষায় বসতে হয়। প্রতি বছর টেটে (TET) বসেন হাজার হাজার চাকরিপ্রার্থী। প্রত্যেকের স্বপ্ন থাকে তাঁরা একদিন শিক্ষক হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করবেন। এর আগে টেট (TET) পরীক্ষা দেওয়া প্রার্থীদের জন্য নয়া একটি বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি (SSC)। এই বিজ্ঞপ্তিতে টেট পাশ সার্টিফিকেট (TET Certificate) সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তিতে কি বলা হলো, প্রার্থীদের জন্য কোন নোটিশ (TET Certificate) জারি করা হয়েছে, আসুন এবার সে বিষয়ে জেনে নেওয়া যাক। (TET Certificate Download)

TET Certificate WBSSC

টেট পরীক্ষা দিয়েছিলেন এমন চাকরিপ্রার্থীদের জন্য এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রতিবেদনে আমরা উল্লেখ করব এসএসসির নয়া বিজ্ঞপ্তি সম্পর্কে। টেট প্রার্থীদের দেওয়া হবে টেট সার্টিফিকেট। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এসএসসি। অতএব সবার জন্যই এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এসএসসি দক্ষিণ-পূর্ব রিজিয়ন (WBSSC South Eastern Region)-এর তরফে। বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে, আসুন এবার বিস্তারিত জানা যাক।

WBSSC Notice For TET Candidates

এসএসসি দক্ষিণ-পূর্ব রিজিয়ন (WBSSC South Eastern Region)-এর তরফে জারি করা বিজ্ঞপ্তি সমস্ত টেট পরীক্ষায় বসা প্রার্থীদের জন্য। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল টেট প্রার্থীরা এর আগে টেট পরীক্ষার সার্টিফিকেট সংগ্রহ করেননি এবার সেই সকল প্রার্থীরা যেন নিজেদের পরীক্ষার সার্টিফিকেট সংগ্রহ করে নেন। আর সেই জন্যই এই বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, কোন সময় টেট সার্টিফিকেট দেওয়া হবে। তারিখ সহ উল্লেখ করা হয়েছে। আসলে এমন অনেক টেট প্রার্থীরা রয়েছেন যারা টেটের সার্টিফিকেট সংগ্রহ করেননি। এদিকে টেটের সার্টিফিকেট সমস্ত প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এখন যদি সার্টিফিকেট সংগ্রহ করা না হয়, তাহলে পরবর্তীতে সমস্যায় পড়বেন তাঁরা। কোন সময় দেওয়া হবে টেটের সার্টিফিকেট? সেই দিনক্ষণ এবার জানা যাক।

TET Certificate Distribution

উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা নেন এসএসসি। তাই উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় বসা, সার্টিফিকেট না নেওয়া প্রার্থীদের জন্য আগাম নোটিশ জারি করেছে কমিশন। এই নোটিশে অবন্টিত টেটের সার্টিফিকেট গুলি বন্টনের কথা উল্লেখিত হয়েছে। যারা এখনো নেননি, তাঁরা অতি শীঘ্রই নিজেদের সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন। শংসাপত্রগুলি বিতরণ করা হবে জুন থেকে জুলাই মাসের মধ্যে। তারিখের উল্লেখ করেছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল প্রার্থীরা শংসাপত্র নেননি, তাঁরা নিজেদের সার্টিফিকেট সংগ্রহ করবেন আগামী ১৪ জুন ২০২৪ (১৪/৬/২৪) থেকে ৫ জুলাই ২০২৪ (৫/৭/২৪) তারিখের মধ্যে। এখন প্রশ্ন হল তারিখ জানা গেল, কিন্তু কোথা থেকে টেটের সার্টিফিকেট সংগ্রহ করবেন? সেটাও উল্লেখ করা হয়েছে SSC-এর অফিসিয়াল নোটিফিকেশনে।

আরও পড়ুন: Ration Card: চাল, ডাল অনেক হল! এবার রেশনে সরষের তেল দিচ্ছে সরকার। কবে থেকে মিলবে? কারা পাবেন? জানুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, উল্লিখিত তারিখের মধ্যে টেট প্রার্থীরা বারাসত জেলা পরিষদ ভবন (WBSSC South Eastern Region) ঠিকানা থেকে নিজেদের শংসাপত্র সংগ্রহ করে নেবেন। সার্টিফিকেট সংগ্রহ করার পর আরো একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। টেটের সার্টিফিকেট নিয়ে প্রার্থীরা চলে যাবেন এসএসসি (SSC)-এর সেন্ট্রাল কমিশনে এবং সেখানে গিয়ে সার্টিফিকেটের লাইফ টাইম বৈধকরণ করে নিতে হবে। অর্থাৎ এই টেট সার্টিফিকেট প্রার্থীর সারা জীবনের জন্য বৈধ হয়ে থাকবে। পরবর্তীতে তিনি ব্যবহার করতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আপার প্রাইমারির টেট পরীক্ষা নিয়ে জট পশ্চিমবঙ্গে অব্যাহত। শেষবারের জন্য পরীক্ষা হয়েছিল ২০১৪ সালে। তার আগে ২০১০ সালে পরীক্ষা নিয়েছিল কমিশন। নিয়োগ নিয়ে রাজ্যে জটিলতা চলছে। উচ্চ প্রাথমিকের টেট তার মধ্যে অন্যতম। চাকরিপ্রার্থীরা অপেক্ষায় আছেন, কবে আবার নতুন করে ডেট পরীক্ষা হবে, তাঁরা যথা উপযুক্ত নিয়োগ পাবেন। অন্যদিকে, প্রাইমারির টেট পরীক্ষায় পাশ হয়ে থাকা প্রার্থীরা নিয়োগের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। আদালতের নির্দেশে বাতিল হয়েছে বহু অযোগ্য প্রার্থীর চাকরি। কিন্তু, এতকিছুর পরেও নতুন নিয়োগ নিয়ে কোন ঘোষণা করেনি সরকার। যারা রাস্তায় বসে আন্দোলন করছেন, তাঁদের জন্যও আসেনি সরকারি তরফে সুখবর। অনেক প্রার্থী আছেন যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, অনেকেই আছেন যারা চাকরির জন্য নিরন্তর লড়াই করছেন প্রতিদিন।

মাস কয়েক ধরে লোকসভা ভোটের কারণে সারা দেশ নির্বাচনী উৎসবে মেতে উঠেছিল। পশ্চিমবঙ্গেও চলছিল গণতন্ত্রের উৎসব। নির্বাচনের কারণে প্রচুর প্রতিশ্রুতি এসেছে চাকরিপ্রার্থীদের জন্য। ভোটযুদ্ধের জেতার পর কতটা সুফল পাবেন চাকরি-প্রার্থীরা? উত্তরের অপেক্ষায় রয়েছেন তাঁরা। কবে মিলবে সুখবর? কবে মুখে হাসি ফুটবে চাকরিপ্রার্থীদের? সমস্ত প্রশ্ন এখন সময়ের অপেক্ষায়।