মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় রেলের তরফে নেওয়া হলো এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সমগ্র ভারতের বহু মানুষকে প্রতিদিন নানা ধরনের কাজের প্রয়োজনে ট্রেনের মাধ্যমে যাত্রা করতে হয়। যার কারণে ভারতীয় রেলের তরফেও যাত্রীদের সুরক্ষার জন্য বিশেষত মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য বারংবার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। আর এবারেও ভারতীয় রেলের তরফে মহিলা যাত্রীদের সুরক্ষার খাতিরে এমন এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার ফলে আগামী দিনে মহিলা যাত্রীরা কোনরকম ঝঞ্ঝাট ছাড়াই নিজের নির্ধারিত গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, এমনটাই জানা গিয়েছে ভারতীয় রেলের তরফে প্রকাশিত বিশেষ নির্দেশিকা মারফত। ইতিমধ্যেই ভারতীয় রেলের পক্ষ থেকে প্রকাশিত এই বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে সমগ্র ভারতের নারীদের মধ্যে রীতিমতো শোরগোল উঠেছে। যার কারণে আজকের এই বিশেষ পোস্টে আমরা ভারতীয় রেলের তরফে গৃহীত নতুন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।

ভারতীয় রেলের তরফে মহিলাদের সুরক্ষার খাতিরে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে?

ভারতীয় রেল বরাবরই মহিলা সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। মহিলারা যাতে সুরক্ষিতভাবে কোনরকম ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারেন তার জন্য এক্সপ্রেস এবং লোকাল ট্রেনগুলিতে আলাদা করে মহিলা কামরার ব্যবস্থা করা হয়েছে। তবে বহু ক্ষেত্রেই লেডিস কামরাতেও মহিলাদের বিভিন্ন ধরনের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আর তাই ভারতীয় রেলের তরফে এবারে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার ফলে আগামী দিনে রাতেও মহিলারা লোকাল ট্রেনের মাধ্যমে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন। ভারতীয় রেলের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগামী দিনে লোকাল ট্রেনের লেডিস কামরাগুলিতে রাত ৯ টা বাজার পরেই জিআরপি মোতায়েন করা হবে।

আরও পড়ুন:- SBI -এর তরফে বাড়ানো হলো সুদের হার, ঋণ গ্রাহকের উপর বাড়তে চলেছে EMI -এর বোঝা।

রাত ৯:০০ টা থেকে শুরু করে সকাল ৬:০০ টা পর্যন্ত মহিলাদের সুরক্ষার খাতিরে লেডিস কামরা পাহারা দেবেন জিআরপি অফিসার। রাতে লোকাল ট্রেনগুলিতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই ভারতীয় রেলের তরফে এই বিশেষ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে ভারতীয় রেলের কর্মকর্তাদের তরফে। যদিও এক্ষেত্রে কোন পুরুষ অফিসারকে নিয়োগ করা হবে না, মহিলা কামরার সুরক্ষার জন্য মহিলা অফিসারকেই নিয়োগ করা হবে। যদিও বর্তমানে শুধুমাত্র মুম্বাইয়ের লোকাল ট্রেনগুলির জন্য ভারতীয় রেলের তরফে এই বিশেষ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। তবে আগামী দিনে সমগ্র ভারতের বিভিন্ন এলাকায় মহিলাদের সুরক্ষার খাতিরে এই একই বন্দোবস্ত গ্রহণ করা হতে পারে বলে দাবি করা হয়েছে সংশ্লিষ্ট মহলের কর্তা-ব্যক্তিদের তরফ।

মহিলাদের সুরক্ষার খাতিরে কার্যকরী এই বিশেষ পদক্ষেপ সম্পর্কে নির্দেশিকা প্রকাশ্যে আসার পর থেকেই ভারতীয় রেলের তরফে গৃহীত এই বিশেষ পদক্ষেপ সমগ্র ভারতের সাধারণ জনগণের কাছে বিশেষভাবে প্রশংসিত করেছেন। তবে শুধুমাত্র সাধারণ জনগণের কাছে নয়, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারতীয় রেলের তরফে গৃহীত এই বিশেষ পদক্ষেপ রেলমন্ত্রকের বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক মহলের কর্তা ব্যক্তিদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ভারতীয় রেলের তরফে গৃহীত এই বিশেষ পদক্ষেপের কারণে আগামী দিনে মহিলারা নিশ্চিতভাবে লোকাল ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন, এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্যে।

Scroll to Top