ব্যবসা করবেন বলে ভাবছেন? কিন্তু Business Idea ভেবে পাচ্ছেন না? আর চিন্তা নেই, আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি এক দুর্দান্ত ব্যবসা আইডিয়া (Business Idea). এই ব্যবসা শুরু করার জন্য খুব বেশি পুঁজির দরকার হবে না। খুব কম পুঁজি দিয়েই এটি শুরু করা যায়। ভারতের এই ব্যবসাটি খুব ভালো ভাবে চলবে, তাই মাল বিক্রির চিন্তা থাকবে না। তাহলে চলুন দেরি না করে দুর্দান্ত এই ব্যবসার আইডিয়াটি সম্পর্কে জেনে নিন।
Business Idea of spices.
কম পুঁজিতে শুরু করুন মশালার ব্যবসা:
আজ কথা বলবো মশলা ব্যবসা নিয়ে। মশলা ভারতীয় উপমহাদেশের হেঁসেলের খুবই প্রয়োজনীয় একটি উপকরণ। মশলা ছাড়া কোনো রান্নাই করা যায় না। ভারতে এর চাহিদা ব্যাপক। তাই আপনি মশলার ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসাটি শুরু করতে খুব বেশি পুঁজি দরকার পড়ে না। ভালো পরিমান লাভ পাওয়া যায়। এই ব্যবসাটি করে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করা খুবই সহজ।
কীভাবে ব্যবসাটি শুরু করবেন?
প্রাথমিক ভাবে পাইকারি রেট বাজার থেকে গুঁড়ো মশলা কিনে নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। এই গুঁড়ো মশাল প্যাকেজিং করে আশে পাশের দোকানে বিক্রি করতে পারেন। এছাড়া ডিজিটাল ভাবেও বিভিন্ন ই-কমার্স সাইট গুলি থেকে এই গুঁড়ো মশলা বিক্র করতে পারবেন। ব্যবসা বড় হলে, পাইকারি রেটে বিভিন্ন প্রকার গোটা মশলা কিনে তা মেশিন দিয়ে গুঁড়িয়ে প্যাকেজিং করে সেল করতে পারেন। (Business Idea)
বাড়লো ESIC ভাতার পরিমান, সুযোগ সুবিধা ! কোন কোন ক্ষেত্রে ভাতা বৃদ্ধি পেলে? জানুন বিশদে
মশলার ব্যবসা (Business Idea of spices) শুরু করতে কী কী প্রয়োজন?
মশলা প্যাকেজিং ব্যবসা শুরু করার জন্য প্রথমেই যেটা প্রয়োজন তা হলো বিভিন্ন প্রকার মশলা। জিরে, ধনে, হলুদ, লঙ্কা থেকে শুরু করে কাশ্মীরি লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ ইত্যাদি কাঁচামাল প্রয়োজন হবে। এছাড়া মশলা গুঁড়ো করার জন্য দরকার পড়বে মেশিন এবং প্যাকেজিং এর কাগজ। আর মশলা প্যাকেজিং করার জন্য প্রয়োজন পড়বে ৫০০ বর্গফুট জায়গা। এগুলো ছাড়াও ট্রেড লাইসেন্স, আগমার্ক সার্টিফিকেট, FSSAI লাইসেন্স সহ আরো অনেক প্রকার লাইসেন্স লাগবে।
মশলার ব্যবসা (Business Idea of spices) শুরু করতে কত টাকা খরচ পড়বে?
খুব কম পুঁজি দিয়ে শুরু করা যায় মশলা ব্যবসা। মশলা ব্যবসার জন্য কাঁচামাল থেকে শুরু করে মেশিন, প্যাকেজিং পেপার ইত্যাদি জিনিসগুলি কিনতে মোটামুটি ৫০ হাজার টাকা বাজেট রাখতে পারেন। পরবর্তী ব্যবসা বাড়লে পুঁজি আরো বাড়াতে পারেন।
মাত্র 5000 টাকায় পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে, সারাজীবন প্রতিমাসে 50000 টাকা আয় করুন।
মশলা ব্যবসা করে কত টাকা উপার্জন করা সম্ভব?
এবার আসি লাভের কথায়। মশলার চাহিদা সারা ভারত জুড়ে রয়েছে। সারা বছরই এর চাহিদা থাকে। ফলে বিক্রির চিন্তা নেই। ৩০ কেজি মশলা বিক্রি করলে মোটামুটি ৮,০০০ টাকা লাভ করা যায়। এই অনুযায়ী আপনি প্রতি মাসে ১০০ কেজি মশলা বিক্রি করতে পারলে ২৫ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করা সম্ভব হবে।