প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় ৪৩৬ টাকা বিনিয়োগ করে পান ২ লাখ টাকা

করোনা মহামারীর পর থেকে ভারতের সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার কদর ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, বিভিন্ন বেসরকারি সংস্থাগুলির প্রিমিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি হওয়ার কারণে সাধারণ মধ্যবিত্ত মানুষ স্বাস্থ্যবীমা এবং জীবনবীমার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন না। আর সাধারণ মানুষের এই সমস্ত সমস্যা সমাধানের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন এক বিশেষ বীমা কার্যকর করা হয়েছে যার আওতায় অত্যন্ত কম মূল্যের প্রিমিয়ামের বিনিময়ে সাধারণ মানুষ জীবন বিমার সুবিধা পেয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কার্যকরী এই বিশেষ বীমা যোজনা সমস্ত ভারতের সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা নামে পরিচিতি পেয়েছে। আর আজকের এই বিশেষ পোস্টে আমরা কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য আলোচনা করতে চলেছে।

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার আওতায় কারা আবেদন জানাতে পারবে:-

কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা তথ্য অনুসারে, ভারতে বসবাসকারী ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো সাধারণ নাগরিক প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের এই বীমা যোজনার আওতায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারী ব্যক্তির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। কোনো জয়েন্ট অ্যাকাউন্ট থেকে এই বীমার সুবিধা নেওয়া যাবে না। যে সমস্ত আবেদনকারীর ব্যাংক একাউন্টে আধার নম্বর যুক্ত রয়েছে তারাই এই যোজনার আওতায় আবেদনের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন।

জীবন জ্যোতি বীমা যোজনার আওতায় কি কি সুবিধা পাওয়া যাবে?

কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা তথ্যে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এমন এক ইন্সুরেন্স পলিসি যার আওতায় প্রতি বছরে মাত্র ৪৩৬ টাকার প্রিমিয়ামের বিনিময়ে ভারতীয় জনসাধারণ সম্পূর্ণ ১ বছরের জন্য ২ লাখ টাকার ডেথ ইন্সুরেন্স পেয়ে যাবেন। অর্থাৎ যে ব্যক্তির নামে বীমা রয়েছে তার যেকোনো কারণে মৃত্যু ঘটলে তার পরিবার সর্বোচ্চ ২ লক্ষ টাকার অর্থসাহায্য পেয়ে যাবেন। এই ৪৩৬ টাকার প্রিমিয়াম জমা করার জন্য আপনাকে কোন অফিস কিংবা কোন রিপ্রেজেন্টেটিভ -এর কাছে যেতে হবে না। আপনার ব্যাংক একাউন্ট থেকে অটো ডিবেট প্রক্রিয়ায় এই ৪৩৬ টাকার প্রিমিয়াম কেটে নেওয়া হবে। তবে এই জীবন বীমা পলিসি আপনি আপনার প্রয়োজন অনুসারে রিনিউ করতে পারবেন এবং রিনিউয়েশনের ক্ষেত্রে আপনাকে প্রত্যেক বছরে ৪৩৬ টাকা করে দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বে জীবন জ্যোতি বীমা যোজনার আওতায় প্রত্যেক বছরে ৩৩০ টাকা করে প্রিমিয়াম দিতে হতো। তবে বর্তমানে এই বীমার প্রিমিয়ামের পরিমাণ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, চলতি মাসের ১ তারিখ থেকে অর্থাৎ ১ লা জুন ২০২৩ তারিখ থেকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রিমিয়ামের মূল্য ৩৩০ টাকা থেকে বাড়িয়ে ৪৩৬ টাকা করা হয়েছে।

আরও পড়ুন:- বহুদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? এই ৭ টি নিয়ম ফলো করে মুক্তি পান মাইগ্রেন থেকে

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা আওতায় আবেদন জানাবেন কিভাবে?

কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা আওতায় আবেদন জানানোর জন্য প্রথমেই আপনাকে CONSENT-CUM-DECLARATION FORM টি ডাউনলোড করে নিতে হবে। উপরোক্ত লিংক থেকে আপনি এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনাকে এই ফর্মটি প্রিন্ট করতে হবে এবং ফর্মে উল্লিখিত সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনাকে আপনার নাম, পিতার নাম অথবা স্বামীর নাম, আপনার গ্রাম অথবা শহর, রাজ্য, জেলা, পিন কোড সহ আপনার ঠিকানা সংক্রান্ত সমস্ত তথ্য, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক একাউন্টের IFSC Code, PAN নম্বর, আধার নম্বর, ইমেইল এড্রেস, ফোন নম্বর, নমিনির নাম, নমিনির ঠিকানা, নমিনীর সঙ্গে আপনার সম্পর্ক, নমিনির ফোন নম্বর, ঠিকানা সহ প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি সঠিকভাবে উল্লেখ করতে হবে।

সবশেষে ফর্মটিতে আপনাকে স্বাক্ষর করতে হবে। এরপর ফর্মে উল্লিখিত সমস্ত নথিগুলিকে সেলফ অ্যাটেস্টেড করুন এবং ফর্মের সাথে যুক্ত করে যে ব্যাংকে আপনার একাউন্ট রয়েছে তাতে গিয়ে জমা করুন। ফর্মটি জমা নেওয়ার পর ব্যাংকের কর্তৃপক্ষ আপনাকে একটি ACKNOWLEDGEMENT SLIP CUM CERTIFICATE OF INSURANCE দেবে। এই সার্টিফিকেটের মাধ্যমেই আপনার পরিবার পরবর্তীতে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার ইন্সুরেন্সের টাকা দাবি করতে পারবেন। তবে শুধুমাত্র ব্যাংকের মাধ্যমেই যে আপনারা এই যোজনার আওতায় আবেদন জানাতে পারবেন তা নয়। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুসারে পোস্ট অফিসের মাধ্যমে আপনারা এই যোজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

আবেদনের জন্য কি কি নথিপত্র প্রয়োজন হবে?

আবেদনকারীর আইডেন্টিটি প্রুফ (আধার কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ প্যান কার্ড/ পাসপোর্ট)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কার্যকরী এই বিশেষ বীমা যোজনাটি সমগ্র ভারতের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বদের কাছে বারবার প্রশংসিত হয়েছে। বহু ক্ষেত্রেই দেখা যায় পরিবারের মূল উপার্জনশীল সদস্য কোনো দুর্ঘটনার কারণে অথবা অসুস্থতার কারণে মারা গেলে সমগ্র পরিবার রীতিমতো রাস্তায় এসে দাঁড়ায়। এমনকি পুনরায় সঠিকভাবে জীবন-যাপনের জন্য পরিবারের স্বল্পবয়সী ছেলে-মেয়েদের বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক হিসেবে কাজে ঢুকিয়ে দেওয়া হয়। আর এই সমস্ত পরিস্থিতিতে জীবন বীমার আর্থিক সাহায্য মানুষের জন্য যথেষ্ট বড় সহায় হয়ে দাঁড়ায়। আর তাই মাত্র ৪৩৬ টাকার বিনিময়ে কার্যকরী হওয়া এই বীমা যোজনা ভারতের সাধারণ মানুষের কাছে ইতিমধ্যেই বিশেষ পরিচিতি লাভ করেছে।

Scroll to Top