পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী যুবক যুবতীদের জন্য ফের নতুন নিয়োগের (Recruitment) খবর। নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে জল জীবন মিশন (Jal Jeevan Mission)-এর তরফ থেকে। এই নতুন নিয়োগে (Recruitment) সুযোগ দেওয়া হচ্ছে সমস্ত মাধ্যমিক পাশের যোগ্যতা সম্পন্ন যুবক-যুবতীদের। আপনারা যদি এই নিয়োগে (Recruitment) অংশগ্রহণ করতে চান তাহলে আবেদন জানানোর আগে এই নিয়োগ সম্পর্কে সমস্ত বিবরণ জানতে হবে। নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, চাকরির বেতন, আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদনের সময়। চাকরিপ্রার্থীরা অবশ্যই সম্পূর্ণ জেনে তবেই নিজ আবেদন সাবমিট করবেন। আজকের প্রতিবেদনে চাকরিপ্রার্থীদের সুবিধার্থে সমস্ত তথ্য উল্লেখ করা রইল। আশা করা যায় আপনারা উপকৃত হবেন।
Jal Jeevan Mission Recruitment 2024
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা একটি ভাল চাকরিতে অংশগ্রহণ করার আশায় নিরন্তর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। রাজ্যের সর্বত্র নিয়োগের সুযোগ ক্রমাগত তৈরি হচ্ছে না ঠিকই তবে বর্তমানে বিশেষ কিছু ক্ষেত্রে নিয়োগ (Recruitment) প্রক্রিয়া চলছে। সম্প্রতি ‘জল জীবন মিশনের’ তরফে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে আবেদন জানানোর সুযোগ থাকছে পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্তের চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের।
আবেদনের ক্ষেত্রে পুরুষ-মহিলা উভয়ই যোগ্য। শুধু তাই নয়, এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ (Recruitment) করা হবে। যথারীতি প্রচুর চাকরি প্রার্থীর নিয়োগের দরজা খুলে যাচ্ছে। আসুন তবে ‘জল জীবন মিশন’ (Jal Jeevan Mission Recruitment 2024)-এর এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাক।
১) ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি ‘জল জীবন মিশন’-এর অন্তর্গত জল জীবন দপ্তরের তরফে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ চলছে নির্দিষ্ট একটি পদের জন্য। কোন পদের জন্য নিয়োগ? বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় জলের ট্যাঙ্কিতে দেখাশোনা করার জন্য নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে। এই পদের জন্য যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের নির্দিষ্ট কিছু যোগ্যতার মানদন্ড মানতে হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের উল্লেখ রয়েছে। মাসে ভালো বেতন দেওয়া হবে। কিভাবে আবেদন জানাবেন বিস্তারিত রইল।
২) শিক্ষাগত যোগ্যতা
‘জল জীবন দপ্তরের’ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্ততপক্ষে মাধ্যমিক পাশ। একজন প্রার্থী যদি মাধ্যমিক পাশের যোগ্যতা অর্জন করে থাকেন, তাহলে এই নিয়োগ প্রক্রিয়ায় অবশ্যই অংশগ্রহণ করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অবশ্যই বাকি যোগ্যতার মানদন্ড দেখে আবেদন জমা করুন।
৩) বয়সসীমা
প্রত্যেকটা নিয়োগের মতোই ‘জল জীবন দপ্তরের’ নতুন নিয়োগে বয়সসীমা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন সেই সকল প্রার্থীরা যাদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। নিয়োগের ক্ষেত্রে বয়সসীমাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।
৪) মাসিক বেতন
পশ্চিমবঙ্গের ‘জল জীবন দপ্তরের’ নতুন নিয়োগ প্রক্রিয়ায় নির্দিষ্ট নিয়ম অনুসারে প্রার্থীদের বেতন প্রদান করা হবে। যারা জল জীবন দপ্তরের নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য সিলেক্টেড হবেন তাঁদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ৯০০০ টাকা। অর্থাৎ নিযুক্ত প্রার্থী যথেষ্ট ভালো বেতন পাবেন। থাকছে আরো নানান ধরনের সুযোগ সুবিধা।
৫) আবেদন জানাবেন কিভাবে
- আবেদনে আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর ওয়েবসাইটে গিয়ে সঠিক নির্দেশ মেনে সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন।
- রেজিস্ট্রেশন সম্পন্ন করা হলে পুনরায় লগ ইন করবেন। তারপর অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করবেন।
- আবেদন পত্রের প্রতিটি তথ্য যথাযথ ভাবে উল্লেখ করবেন। কোন তথ্য যেন ভুল না হয়। আবেদনপত্রটি সঠিক ভাবে ফিল আপ হয়ে গেলে ডকুমেন্ট গুলি যেগুলি যাওয়া হয়েছে সেগুলি জমা দিন।
- নথি জমা দেওয়া হয়ে গেলে আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা জমা দিন।
- এরপর পুরো আবেদনপত্র একবার রিচেক করে নিয়ে সাবমিট করে দিন। অবশ্যই একটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখবেন। এটি পরবর্তীতে দরকার হতে পারে। আর এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল সাইটে নজর রাখুন।
৬) আবেদনের সময়সীমা
এই নিয়োগের আবেদন সংক্রান্ত সময়সীমা জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। কবে পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা চলছে, ওয়েবসাইট থেকে সেই বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।
৭) নিয়োগ প্রক্রিয়া
জানানো হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের নির্বাচন হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। কোন লিখিত পরীক্ষা হবে না। অর্থাৎ সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনিও চাকরিতে নিযুক্ত হতে পারবেন। ইন্টারভিউ সংক্রান্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।