Jio Smartphone: বাজার কাঁপাতে মাত্র 4000 টাকায় 5G স্মার্টফোন আনছে জিও! এতে কী কী ফিচার থাকছে? বিস্তারিত জানুন

আর আগে 4G ফোনের বাজারে হুলুস্থুলু ফেলে দিয়েছিল রিলায়েন্স জিও(Jio Smartphone)। আর এবার 5G বাজার দখলের পথে মুকেশ আম্বানির সংস্থা। ইতোমধ্যে মোবাইল ব্যবহারকারী -রা অধীর আগ্রহে অপেক্ষা করছেন Jio Phone 5G-এর জন্য(Jio Smartphone).মুকেশ আম্বানি এই ফোন সম্পর্কে এর আগেই বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন।

যদিও Jio কোম্পানির 5G স্মার্ট ফোন এখনও ভারতের বাজারে আসেনি(Jio Smartphone). তবে যা জানা যাচ্ছে, এই দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে চলতি বছরেই। শুধু তাই নয় চলতি মাসেই! আর সেই তারিখটি হলো আগামী 29 আগস্ট। খুব সম্ভবত এই দিন স্মার্ট ফোন লঞ্চ করবে মুকেশ আম্বানির জিও সংস্থা।

বিএসএনএল দিচ্ছে 3300GB ডেটা! তাও আবার 100 টাকার কম অফারে! রিচার্জ না করলে খুব পস্তাবেন

Jio Smartphone Latest News 2024

অত সম্প্রতি, রিলায়েন্স জিওর আসন্ন ফোনটির একটি লাইভ ছবি ঘুরছে(Jio Smartphone) আর সেই ছবিতে দেখা যাচ্ছে স্মার্টফোনের পিছনের প্যানেলটি(Jio Smartphone). শুধু তাই নয়, এর পাশাপাশি JioPhone 5G ফোনের বৈশিষ্ট্য নিয়ে বেশ তথ্যও প্রকাশ করা হয়েছে। আসুন তবে জেনে নেওয়া যাক জিওর নতুন স্মার্টফোন সম্পর্কে সমস্ত তথ্য(Jio Smartphone).

Jio 5G Smartphone Details

সূত্র মারফত জানা যাচ্ছে, রিলায়েন্স জিওর নতুন স্মার্টফোনে থাকতে পারে দুর্দান্ত সব ফিচার। যার মধ্যে অন্যতম হল Unisoc 5G বা MediaTek Dimensity 700 প্রসেসর। এই প্রসেসর থাকবে বলেই ধারণা করা হচ্ছে। এছাড়াও জানা যাচ্ছে, এই নতুন স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ পেতে পারে। ফোনটির ডিসপ্লে হতে পারে 6.5-ইঞ্চি, এতে থাকবে HD+ 90Hz LCD প্যানেল। পাশাপাশি ফোনের স্টোরেজ সম্পর্কেও ধারণা করা যাচ্ছে।

মোটামুটি যা খবর মিলছে, রিলায়েন্স জিওর নতুন স্মার্টফোনে স্টোরেজ থাকতে পারে 4 GB র‍্যাম। তবে বেস ভ্যারিয়েন্ট হিসেবে 4GB RAM এবং বড় ভ্যারিয়েন্ট হিসেবে 6GB RAM থাকবে বলেই খবর। ফোনের স্টোরেজ 32GB পাবেন গ্রাহক। এছাড়া 5,000mAh এর দুর্ধর্ষ ব্যাটারি এবং 18W চার্জিং সিস্টেম থাকবে। এই ফোনের ক্যামেরা হলো 13MP + 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। আর সেলফি ক্যামেরা হল 8MP।

ফিক্সড ডিপোজিট করবেন? এই ৫ টি ব্যাংক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে!

Jio Smartphone-এর দাম কত হবে?

বর্তমানের বাজার হিসেব অনুযায়ী, ভারতের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হল itel P55 5G। এই ফোনটি পাওয়া যায় 9,699 টাকা মূল্যে। তবে এবার আসছে জিওর স্মার্টফোন। দাবি করা হচ্ছে এই ফোনটি ভারতের সবচেয়ে সস্তা ৫ জি ফোন হতে চলেছে। জিওর স্মার্টফোনটি একাধিক মেমরি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে বলে খবর। শুরুতে এর দাম রাখা হবে প্রায় 8০০০/- টাকা। তবে, এই ফোনের সবচেয়ে বড় মডেলটির দাম হবে 12,000 টাকার মধ্যে।

Scroll to Top