জুলাই মাসের শুরুতে একধাক্কায় বেড়ে গিয়েছে মোবাইল খরচ। প্রতিটি মোবাইল রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়েছে রিলায়েন্স জিও (Jio), এয়ারটেল (Airtel) ভোডাফোন আইডিয়া (VI)। প্রথমদিকে গ্রাহকদের কিছু স্বস্তি দিতে বেশ কিছু প্ল্যানের বৈধতা কমানো হয়েছিল (Jio)। কিন্তু বর্তমানে কমদামি প্ল্যানগুলো তুলে নিয়েছে জিও (Jio)। কিন্তু মোবাইল রিচার্জ খরচ এতটা বেড়ে গিয়েছে যে সমাজের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য তা রীতিমতো সমস্যার কারণ হয়েছে (Jio)।
অনেকেই জিও (Jio) ছেড়ে অন্য সিমের দিকে ঝুঁকেছেন। অনেকে জিও (Jio) পোর্ট করে নিচ্ছেন অন্য সিমে। আর ঠিক এমন পরিস্থিতিতেই মোক্ষম চাল চাললো রিলায়েন্স জিও (Jio)। গ্রাহকদের সুবিধার্থে আনা হয়েছে দুটি নতুন সস্তার প্ল্যান। এই প্ল্যানগুলি চলবে সারা মাস। মিলবে আনলিমিটেড কল, ডেটা, এসএমএস এর সুবিধা (Jio)। আপনিও এই প্ল্যানে রিচার্জ করে নিতে পারেন (Jio)। নিশ্চিন্তে কেটে যাবে আপনার গোটা মাস।
ভাবছেন কত টাকা থেকে শুরু হয়েছে রিলায়েন্স জিওর (Jio) নতুন দুটি প্যাক? আজকের প্রতিবেদনে আলোচনা করা যাক সেই বিষয়ে। রিলায়েন্স জিও (Jio)-র নতুন দুটি প্যাক তাদের বৈধতা এবং সুযোগ-সুবিধা এই প্রতিবেদনের প্রধান আলোচনার বিষয়। চলুন তবে দেরি না করে গোটা বিষয়টি জেনে নেওয়া যাক।
Jio Recharge Plan 2024
এমনিতেই মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের দম ছাড়বার জো নেই। এর মধ্যে ফোন রিচার্জের খরচও বেড়ে গেল। এতদিন মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিওর (Jio) রিচার্জ প্ল্যানগুলো ছিল মধ্যবিত্তের নাগালের মধ্যে। কিন্তু বর্তমানে প্রায় প্রত্যেকটি প্ল্যান এর দাম বেড়ে গিয়েছে। প্রায় প্রতিটি প্ল্যান (Jio) দাম আকাশছোঁয়া। নূন্যতম মূল্যে আর সেরকম কোনোও রিচার্জ প্ল্যানই নেই জিওর (Jio)।
তাই যারা জিওর প্ল্যানে এতদিন রিচার্জ করতেন, তাঁরা বর্তমানে অন্য সিমে পোর্ট করে নিচ্ছেন। যার ফলে জিওর গ্রাহক সংখ্যা লাফিয়ে কমছে। এক মাসের মধ্যে অনেকেই VI, BSNL -এর মতো সিমে পোর্ট করে নিয়েছেন। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রিলায়েন্স জিও (Jio)। জিওর তরফে নতুন দুটি সস্তার প্ল্যান লঞ্চ করা হয়েছে। এখন দেখে নিন এই প্ল্যানদুটি কিভাবে রিচার্জ করবেন।
কমে যাচ্ছে রিলায়েন্স জিওর গ্রাহক!
জুলাই মাসের ৩ তারিখ থেকে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও (Jio) তাঁদের মোবাইল রিচার্জ প্ল্যানে গুলির দাম বৃদ্ধি করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিচার্জ প্ল্যানগুলির দামে বিস্তর বদল এনেছে। রিচার্জ প্ল্যানগুলির দাম বেড়েছে ১২.৫% থেকে ২৫ শতাংশ হারে। যথারীতি বিপুল পরিমাণে রিচার্জ খরচ বেড়ে যাওয়ার কারণে দেশের সমস্ত গ্রাহক অসুবিধার সম্মুখীন।
এদিকে টেলিকম দপ্তর এর তরফে জানানো হয়েছে, রিলায়েন্স জিও ও অন্যান্য সংস্থাগুলির দাম বৃদ্ধির উপর হস্তক্ষেপ করা হবে না। কারণ তাঁদের স্বাধীনতা আছে দাম কমানোর বা বাড়ানোর। তাছাড়া ভারতে মোবাইল রিচার্জ অনেকটাই কম বলে টেলিকম সংস্থার তরফে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে।
গ্রাহক ধরে রাখতে সংস্থার তরফে মোবাইলে মেসেজ পাঠানো হচ্ছে। উপভোক্তারা যাতে জিওর সঙ্গে যুক্ত থাকে, জিওর উন্নত মানের রিচার্জ প্ল্যানগুলি উপভোগ করে। কিন্তু তা সত্ত্বেও মন গলছে না কোন গ্রাহকের। যথারীতি এবার মাঠে নামতে হলো সংস্থাকে। আনতে হলো সস্তার দুটি রিচার্জ প্ল্যান। সম্প্রতি জিওর তরফে ২০৯ টাকা এবং ২৪৯ টাকা এই দুই মূল্যের রিচার্জ প্ল্যান আনা হয়েছে। কি কি সুবিধা থাকছে? আসুন জানা যাক।
জিওর সস্তার নতুন দুটি রিচার্জ প্ল্যান
আগেই বলা হয়েছে রিলায়েন্স জিও ২০৯ এবং ২৪৯ টাকার দুটি রিচার্জ প্ল্যান হাজির করেছে। দুটি প্ল্যান দিচ্ছে আনলিমিটেড কলের সুবিধা, প্রতিদিন ইন্টারনেট ও এসএমএস এর সুবিধা। তবে দুটি প্ল্যানের বৈধতার মধ্যে পার্থক্য রয়েছে।
১) ২০৯ টাকার প্ল্যান: আপনি যদি জিওর ২০৯ টাকার প্ল্যানটিতে রিচার্জ করেন, তাহলে পাবেন আনলিমিটেড কল ও প্রতিদিন ১ জিবি করে হাইস্পিড ডেটা। এছাড়া গ্রাহক প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধাও পাবেন। পাশাপাশি, ২০৯ টাকার প্ল্যানে রিচার্জ করলে মিলবে জিও টিভি, জিও ক্লাউড ও জিও সিনেমার সাবস্ক্রিপশন। ২০৯ টাকার রিচার্জ প্ল্যান টি ২২ দিনের বৈধতা দিচ্ছে।
২) ২৪৯ টাকার প্ল্যান: আপনি যদি ২৪৯ টাকার একটি রিচার্জ প্ল্যানে রিচার্জ করেন তাহলে জিও গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল সঙ্গে প্রতিদিন ১ জিবি করে ডেটা। এছাড়া, নিত্যদিন ১০০ টি করে এসএমএসের সুবিধা পাবেন। ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানটিও জিও টিভি, জিও ক্লাউড ও জিও সিনেমা সাবস্ক্রিপশন দিচ্ছে। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ২৮ দিনের।