রিলায়েন্স জিও (Jio Recharge) গ্রাহকদের জন্য একাধিক লাভজনক অফার এনে হাজির করে। মাঝেমধ্যে গ্রাহকদের জন্য চমকে দেওয়া অফার নিয়ে আসে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। সম্প্রতি ঠিক এমনই একটি অফারের ঘোষণা হয়েছে। যে অফারের সুযোগ পেতে পারেন আপনিও। মুকেশ আম্বানির সংস্থা দিচ্ছে এক বছরের ফ্রির অফার। নিশ্চয়ই ভাবছেন কিভাবে? আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয়ে জানব। কিভাবে রিলায়েন্স জিওর (Jio Recharge) এই নতুন অফারের লাভ আপনিও পাবেন, আসুন এবার সেই বিষয় জানা যাক।
Reliance Jio Recharge Plan 2024
রিলায়েন্স জিওর (Jio Recharge) প্রিপেড ইউজারদের দুরন্ত অফার এলো বাজারে। এখন থেকে ৩৬৫ দিনের রিচার্জ যেটি আগে ছিল ৩ হাজার ৫৯৯ টাকা, তা এবার থেকে পাওয়া যেতে পারে সম্পূর্ণ নিখরচায়। আপনি ঠিকই শুনছেন। আপনার একটিও পয়সা খরচ হবে না এই রিচার্জ প্ল্যানে! তবে এর জন্য মানতে হবে কিছু শর্ত। এবার জেনে নিন বিশদে।
আপনি যদি জিওর এই বার্ষিক রিচার্জ বিনা খরচে পেতে চান, তাহলে আপনাকে নিতে হবে জিওর এয়ার ফাইবার সংযোগ। এখন আপাতত ৫০ টাকা খরচ করলেই এয়ার ফাইবার সংযোগ বুক করে নিতে পারবেন। কারণ চালু হয়েছে ‘এয়ারফাইবার ফ্রিডম’ অফার। এখন নিলে আপনি ৩০ শতাংশ ছাড়ে আগামী ৩ মাসের জন্য প্ল্যানটি কিনে নিতে পারবেন। জিওর এই অফারে আনলিমিটেড ওয়াই ফাই পরিষেবা দেওয়া হবে। আপনি প্রত্যেক মাসে পেয়ে যাবেন এফইউপি লিমিট ১০০০ জিবি করে। এছাড়াও ৮০০ টিরও বেশি টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন। শুধু তাই নয়! একই সঙ্গে ১৩টি ওটিটি মঞ্চের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে অফারে।
Reliance Jio Free Recharge For 1 Year
এই অফারের সঙ্গেই সুযোগ থাকছে সারা বছরের রিচার্জ একেবারে বিনামূল্যে করার। তবে এখানে রয়েছে শর্ত। কারণ এক বছরের ফ্রি রিচার্জ পেয়ে যাবেন জিওর নির্বাচিত ইউজাররাই। এই ৩ হাজার ৫৯৯ টাকার প্ল্যানে আপনি পেয়ে যাবেন দৈনিক ২.৫ জিবি হাই স্পিড ডেটা। আনলিমিটেড ৫ জি ডেটার সুবিধা। থাকছে রোজ ১০০ এসএমএস। যে কোনও নেটওয়ার্কে আপনি পেয়ে যাবেন ন্যাশনাল রোমিং একেবারে নিখরচায় বা ফ্রিতে।
বর্তমানে জিওর ৩ মাসের মাত্র ৪৭৯ টাকায় ৮৪ দিনের অফারটি সবচেয়ে জনপ্রিয়। যেখানে পাওয়া যায় আনলিমিটেড কলিং, ১ হাজার এসএমএস। পাওয়া যাবে ৬ জিবি ডেটাও। তবে এই প্ল্যানে ডেটার পরিমাণ কম হলেও যাঁরা মূলত কলিংয়ের জন্য এই রিচার্জ প্ল্যান চান, তাঁদের জন্য অবশ্যই আদর্শ জিওর এই রিচার্জ প্ল্যান।