Jio Recharge Plan – সকল সিমকার্ডের থেকে আলাদা আরও সুবিধা দিচ্ছে Jio! দারুন অফার।

জিও এখন দেশের মধ্যে সবচেয়ে বেশি বিক্রয়যোগ্য সিমকার্ড (Jio Recharge Plan)। প্রত্যেকটা পরিবারেই এখন এমন একজন অন্তত সদস্য থাকে বা তার অধিক ব্যক্তির হাতেই জিওর সিম লক্ষ্য করা যায়। জিও আমাদের বারো মাসে তেরোটা পার্বণের মতোই একাধিক অফার দিয়ে থাকে। আপনিও যদি জিও ব্যবহারকারী হন এবং এমন একটি পরিকল্পনা চান যা নিঃসন্দেহে কম ডেটা সরবরাহ করে কিংবা বৈধতা বেশি, তবে আজ আমরা আপনাকে পরিকল্পনা সম্পর্কে তথ্য দেব। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন Jio Recharge Plan টি।

Prepaid Jio Recharge Plan

Jio Recharge Plan এ আপনি কী কী পরিষেবা পাবেন! কতোটা থাকছে এসএমএস এর লিমিট, বা কতোটা থাকছে তার জন্য আপনাকে 1559 টাকার রিচার্জ প্ল্যানটি কিনতে হবে। এই প্ল্যানের দাম দেখতে অন্যান্য প্ল্যানগুলির তুলনায় বেশি লাগলেও থাকছে অনেকগুলি দুর্দান্ত অফার। 1559 টাকার জিও রিচার্জ প্ল্যানে আপনি মোট 24 জিবি হাই স্পিড ডেটার সুবিধা পাবেন।

 সুনিশ্চিত করুন নিজের ভবিষ্যৎ! জেনে নিন দুর্দান্ত SBI প্ল্যান সম্পর্কে।

ডেটা প্যাকেজ এখন সবার নজর কারা বিষয় হলেও, এখানে ডেটা প্যাকেজ ছাড়া থাকছে আনলিমিটেড ফ্রী ভয়েস কল সার্ভিস। যেটার দ্বারা আপনি যেকোনো নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন। যদিও বা এই সুবিধাটি জিও আগেও তার কাস্টমারদের দিত। এখানে শর্ট ম্যাসেজ সার্ভিস বা এসএমএস থাকছে 36000 টা। 36000 টা এসএমএস এখন ইন্টারনেট ব্যবহারকারীদের যুগে প্রায় অনেক।

অনেক দিন হয়ে গেছে দেশে 5g পরিষেবা চালু হয়েছে। 5gর সেটের সাথে সাথে প্রত্যেকের হাতেই এখন 5g সেট। তাহলে এই প্ল্যানের সাহায্যে আপনাকে আনলিমিটেড 5G ডেটার সুবিধাও দেওয়া হবে। এখানে আপনি সাবস্ক্রিপশান হিসাবে জিও সিনেমার প্রিমিয়াম আক্সেস পাবেন না । কিন্তু বিনামূল্যে প্রিপেইড প্লানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের অ্যাক্সেস পাবেন।

মাত্র ১টা রিচার্জেই বাড়িতে সবার ফোন চলবে, রইল বাম্পার Recharge Plan-র হদিশ

প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু নিয়ে আপনার খরচ পড়ছে পাঁচ টাকা, আসল মূল্য 4.64 টাকা। রিলায়েন্স জিও আপনাকে 336 দিনের বৈধতার একটি প্ল্যান দেবে। অন্যদিকে, এয়ারটেলের এমন কোনও প্ল্যান নেই যা 336 দিনের বৈধতার সাথে আসে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যারা দৈনন্দিন বিশাল পরিমাণে নেট ব্যবহার করেন তার জন্য এই প্ল্যানটি তেমন একটা সুবিধা প্রদান করবেনা।

Leave a Comment