Jio: চমকে দিল জিও! মাত্র 51 টাকায় রিচার্জ শুরু! 200 টাকারও কম দামে আনলিমিটেড 5G! তুমুল জনপ্রিয় তিনটি প্ল্যান সম্পর্কে জানুন

দেশের টেলিকম বাজারে নিত্য প্রতিযোগিতা। কে কাকে ছাপিয়ে আরও এগিয়ে যেতে পারে, তার জন্যই নিরন্তর চলছে প্রচেষ্টা। নামকরা সংস্থা জিও (Jio) এয়ারটেল (Airtel) ভোডাফোন-আইডিয়া (VI) জুলাই মাসের শুরুতে একলাগে বাড়িয়েছে মোবাইল রিচার্জের খরচ (Jio)। গ্রাহকদের প্রিয় জিও (Jio) সিমে রিচার্জ করতে হলে বর্তমানে অতিরিক্ত টাকা খসছে। তবে রিলায়েন্স জিও (Jio) কিন্তু গ্রাহকদের মুখে হাসি ফোটাতে তৎপর। আর সেই কারণেই হাজির হলো রিলায়েন্স জিওর (Jio) একাধিক পকেট সাশ্রয় প্যাক।

এখন থেকে আপনি মাত্র ৫১ টাকা রিচার্জ করলেই হাইস্পিড নেট পাবেন (Jio)। তবে শুধুমাত্র ৫১ টাকার প্যাক নয়, মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও নিয়ে (Jio) এল ১০১, ১৫১ -সহ আরও একগুচ্ছ প্যাক। যেখানে রিচার্জ করলে বিপুল লাভ। কোন কোন প্যাকে এত সংখ্যক লাভ পাবেন? আসুন জেনে নেওয়া যাক। আজকের প্রতিবেদনে আমরা এমনই তিনটি লাভজনক প্ল্যান সম্পর্কে আলোচনা করব।

Ration Card Rule 2024 : রেশন কার্ডের নতুন নিয়ম জানেন? এই কাজটি না করলে বিপদে পড়বেন! বাতিল হতে পারে আপনার কার্ডটিও

Jio-এর দুর্দান্ত লাভজনক রিচার্জ প্ল্যান

বর্তমানে প্রায় প্রত্যেকটা রিচার্জ মূল্য বৃদ্ধি পেয়েছে। যার কারনে কপালে চিন্তার ভাঁজ আমজনতার। যে জিও (Jio) এতদিন অন্যতম সস্তার রিচার্জ প্ল্যান চালু করার জন্য খ্যাতি অর্জন করেছিল, সেই জিও (Jio) লাফিয়ে বাড়িয়েছে রিচার্জের খরচ। বর্তমানে এয়ারটেল, ভিআই, প্রত্যেকটি টেলিকম সংস্থাই তাঁদের রিচার্জ মূল্য বাড়িয়েছে। জুলাই মাসের শুরু থেকে নতুন রিচার্জ প্ল্যান এর লিস্ট হাতে পেয়েছেন গ্রাহক।

এখন চিন্তার জায়গা হল, সমাজের নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ এত টাকা খরচ করে প্রত্যেক মাসে মাসে কিভাবে রিচার্জ করবেন? আর তাই গ্রাহকদের সুবিধার্থে কিছু কম টাকার রিচার্জ প্ল্যান জারি রেখেছে মুকেশ আম্বানির সংস্থা জিও (Jio)। কোন কোন রিচার্জ প্ল্যানে আপনি কি কি সুবিধা পাবেন? কত টাকা খরচ হবে আপনার? এক নজরে দেখে নিন রিলায়েন্স জিওর বেশ কিছু লাভজনক প্ল্যান। আশা করা যায়, উপকার হবে আপনারও।

Jio-এর ৫১ টাকার রিচার্জ প্ল্যান

যদি আপনার খুব নেটের দরকার হয়, তবে এই ৫১ টাকার রিচার্জ অনায়াসেই ফোনে ভরতে পারেন। এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটিও পাওয়া যাবে বেস প্ল্যান অনুযায়ী। জানা যায়, এই রিচার্জ প্ল্যান টিতে আপনি পাবেন মোট ৩ জিবি করে হাইস্পিড 4G ডেটা। এছাড়াও, আপনি জানলে খুশি হবেন এই প্ল্যানটিতে পাওয়া যাবে আনলিমিটেড 5G অফারটিও। অর্থাৎ এই প্ল্যানটিকে গ্রাহকের পকেট সাশ্রয় প্ল্যান বলে উল্লেখ করাই যায়।একইসঙ্গে এই প্ল্যানে রিচার্জ করে গ্রাহক অনেক বেশি লাভ পেতে পারেন।

Jio-এর ১০১ টাকার রিচার্জ প্ল্যান

যদি কোন কারনে আপনার দৈনিক ডেটা শেষ হয়ে যায়, তখন আপনি রিচার্জ করতে পারেন জিওর ১০১ টাকা মূল্যের ডেটা ভাউচার প্ল্যানটিতে। এটির ভ্যালিডিটিও পাওয়া যাবে বেস প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত। জানা যায়, এই প্ল্যানটিতে আপনি পাবেন মোট ৬ জিবি 4G ডেটা। রিলায়েন্স জিও সংশ্লিষ্ট প্ল্যানটিতেও চালু করে রেখেছে আনলিমিটেড 5G অফার। তাই গ্রাহকরা পাবেন দেদার সুবিধা।

Jio-এর ১৫১ টাকার রিচার্জ প্ল্যান

যদি একজন ব্যক্তির নেটের প্রয়োজন খুব বেশি হয় তাহলে তিনি রিচার্জ করতেই পারেন জিও-এর এই ১৫১ টাকার ডেটা ভাউচার প্ল্যানটিতে। আপনি এখানে পাবেন মোট ৯ জিবি 4G ডেটা। শুধু তাই নয়, এই প্ল্যানটিতে রিচার্জ করলে আনলিমিটেড 5G অফার পাবেন। অর্থাৎ দুশো টাকার কম মূল্যে আপনি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড ফাইভ-জি। অবশ্যই অত্যন্ত লাভজনক এই প্যাক।

Cooking Oil Price 2024: একলাফে কমলো সর্ষের তেলের দাম। প্রতি লিটারে কত কমছে? নতুন দামে বাড়তি লাভ ক্রেতার

প্রসঙ্গত, একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যদি একজন গ্রাহকের ফোনে বেস প্ল্যান রিচার্জ করা থাকে, তবেই তিনি এই ভাউচার প্ল্যানগুলিতে রিচার্জ করতে পারবেন। এগুলি যেহেতু ভাউচার প্ল্যান তাই মনে রাখবেন, প্রিপেইড প্ল্যান রিচার্জ না করা থাকলে কিন্তু এই ভাউচার প্ল্যানগুলি ব্যবহার করা যাবে না। মাসের শুরুতে ৩ জুলাই থেকে জিও তাদের সমস্ত প্রিপেইড প্ল্যান-এর দাম বাড়িয়েছে। শুধু প্রিপেইড নয়, পোস্টপেইড রিচার্জের দামও একলপ্তে বেড়েছে।

মোটামুটি কোন প্যাকই বাকি নেইম কম্বো প্যাক থেকে এন্ট্রি লেভেল প্ল্যান সমস্ত কিছুতেই মোবাইল রিচার্জের খরচ বেড়েছে গ্রাহক-এর। হঠাৎ করে মোবাইল খরচ এতটা বেড়ে যাওয়ায় অসন্তুষ্ট গ্রাহকরা। যদিও দেশের টেলিকম দপ্তরের তরফে জানানো হয়েছে বেশ কিছু বছর পর এইভাবে দাম বাড়লো। আপাতত সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না টেলিকম দপ্তর। তাই চলতি মাস থেকে অতিরিক্ত খরচ করেই ফোনের টাকা ভরাতে হবে। তার সে যেকোনো সিমের ক্ষেত্রেই হোক না কেন।